IND vs AUS U19 WC Final: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা কী, জেনে নিন বিস্তারিত

রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নবমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে নামবে জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উদয় সাহারনের দলের সামনে। মেগা ফাইনালে নামার আগে জেনে নিন জুনিয়র ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা।
রবিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। নবমবারের জন্য যুব বিশ্বকাপের ফাইনালে নামবে জুনিয়র টিম ইন্ডিয়া। ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি উদয় সাহারনের দলের সামনে। মেগা ফাইনালে নামার আগে জেনে নিন জুনিয়র ভারতীয় দলের শক্তি ও দুর্বলতা।
শক্তিশালী ব্যাটিং লাইন: এবারের অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল দলের ব্যাটিং লাইন। প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। রয়েছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। দলের সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে।
শক্তিশালী ব্যাটিং লাইন: এবারের অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের সবথেকে বড় শক্তি হল দলের ব্যাটিং লাইন। প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। রয়েছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। দলের সাত নম্বর পর্যন্ত ব্যাটিং রয়েছে।
একাধিক অভিজ্ঞ ক্রিকেটার: এই জুনিয়র ভারতীয় দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা নিয়মিতভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বেশির ভাগ ক্রিকেটারই প্রথম শ্রেণি বা সিনিয়র রাজ্য দলের হয়ে খেলেন। ফলে কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটারদের।
একাধিক অভিজ্ঞ ক্রিকেটার: এই জুনিয়র ভারতীয় দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে যারা নিয়মিতভাবে ঘরোয়া ক্রিকেটে খেলেন। বেশির ভাগ ক্রিকেটারই প্রথম শ্রেণি বা সিনিয়র রাজ্য দলের হয়ে খেলেন। ফলে কঠিন পরিস্থিতিতে কীভাবে খেলতে হয়, চাপের মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে ক্রিকেটারদের।
স্বপ্নের ফর্মে ৩ ব্যাটার: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের টপ অর্ডারের ৩ ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় রানের ফুলঝুরি ছোটাচ্ছেন মুশির খান, সচিন দাশরা। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন তারা।
স্বপ্নের ফর্মে ৩ ব্যাটার: ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের টপ অর্ডারের ৩ ব্যাটার দুরন্ত ফর্মে রয়েছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কামাল দেখাচ্ছেন উদয় সাহারন। প্রতিযোগিতায় রানের ফুলঝুরি ছোটাচ্ছেন মুশির খান, সচিন দাশরা। বিশ্বকাপের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়েও রয়েছেন তারা।
অলরাউন্ডার ও বোলিং: বর্তমান ক্রিকেটে দলে অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই দলেও ২ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রয়েছেন। অর্শিন করেন পেস বোলিং ও  মুশির বাঁ হাতি স্পিনার। যা দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়া বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।
অলরাউন্ডার ও বোলিং: বর্তমান ক্রিকেটে দলে অলরাউন্ডার কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। এই দলেও ২ গুরুত্বপূর্ণ অলরাউন্ডার রয়েছেন। অর্শিন করেন পেস বোলিং ও মুশির বাঁ হাতি স্পিনার। যা দলের ভারসাম্য বাড়িয়েছে। এছাড়া বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দুর্বলতা: এই ভারতীয় যে দুর্বলতাগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং জুটির ব্যর্থতা। আদর্শ সিং ও অর্শিন কুলকার্নিরা এখনও দলকে বড় শুরু দিতে পারেননি। ফাইনালে সেটা হলে এই দল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এছাড়া আরও একটি বিষয় হল ব্যক্তি পারফরম্যান্সে নির্ভরতা। সচিন-উদয়-মুশির-লিম্বানিদের ব্যক্তিগত দক্ষতায় এক-একটি ম্যাচ জিতেছে ভারত। তবে ফাইনালে দলগতভাবে ভাল পারফর্ম করতে পারলে জয় আরও সহজ হবে।
অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দুর্বলতা: এই ভারতীয় যে দুর্বলতাগুলি এখনও পর্যন্ত সামনে এসেছে তারমধ্যে অন্যতম হল ওপেনিং জুটির ব্যর্থতা। আদর্শ সিং ও অর্শিন কুলকার্নিরা এখনও দলকে বড় শুরু দিতে পারেননি। ফাইনালে সেটা হলে এই দল আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এছাড়া আরও একটি বিষয় হল ব্যক্তি পারফরম্যান্সে নির্ভরতা। সচিন-উদয়-মুশির-লিম্বানিদের ব্যক্তিগত দক্ষতায় এক-একটি ম্যাচ জিতেছে ভারত। তবে ফাইনালে দলগতভাবে ভাল পারফর্ম করতে পারলে জয় আরও সহজ হবে।