Tag Archives: u19 world cup

হার্টের কঠিন অসুখ ‘ভারত অধিনায়কের’! হল অস্ত্রোপচার, হঠাৎ খবরে স্তম্ভিত ক্রিকেট দুনিয়া

দিল্লি: বর্তমানে ছুটিতে থাকলেও সামনেই ঠাসা ক্রিকেট সূচি রয়েছে টিম ইন্ডিয়া। চলতি বছরেই ১০টি টেস্ট ম্যাচের পাশাপাশি রয়েছে একাধিক টি-২০ সিরিজ। ভারতীয় দলের ক্রিকেটাররা যখন শ্রীলঙ্কা সফরে একদিনের সিরিজে হারের ধাক্কা কাটিয়ে মাঠে ফেরার প্রস্তুতি সারছেন, ঠিক তখনই সামনে এল খারাপ খবর। জানা গিয়েছে হার্টের কঠিন অসুখে আক্রান্ত বিশ্বকাপ জয়ী ‘ভারত অধিনায়ক’।

কথা হচ্ছে ভারতের প্রাক্তন অনুর্দ্ধ-১৯ অধিনায়ক যশ ধূলের। ২০২২ সালে ভারতের অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ দলের অধিনায়ক ছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই পঞ্চমবারের জন্য ‘ছোটদের বিশ্বকাপ’ জিতেছিল ভারতীয় দল। ব্যাট হাতেও চমকপ্রদ পারফরম্যান্স করেছিলেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১০ রানের অনবদ্য ইনিংস স্মরণীয় হয়ে থাকবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ইতিহাসে।

যশ ধূলের উজ্জ্বল কেরিয়ার নিয়ে আশাবাদী ছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মাত্র ২০ বছর বয়সেই যশের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিয়েছিলেন দিল্লি ক্রিকেট সংস্থার কর্মকর্তা’রা। ঘরোয়া ক্রিকেটেও নজর কাড়ছিলেন তিনি। কিন্তু সম্প্রতি জানা যায় তাঁর হার্টের ভয়ঙ্কর অসুখে আক্রান্ত হওয়ার খবর। এমনকী জীবন-মরণ লড়াই ছিল তরুণ ক্রিকেটাররে কাছে।

জানা গিয়েছে যে মাস দুয়েক আগে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে রুটিন চেক-আপ চলাকালীন চিকিৎসকেরা দেখতে পান যশের হৃদযন্ত্রে একটি ছিদ্র রয়েছে। তাঁদের পরামর্শেই অস্ত্রোপচার করিয়েছেন তরুণ ক্রিকেটার। পরে যশ ধূলের পরিবার থেকে জানানো হয় এই হার্টের ছিদ্রটি জন্ম থেকেই রয়েছে। এনসিএ-র কথা মত অস্ত্রোপচার করতে রাজি হয় যশ ধুল।

আরও পড়ুনঃ Indian Cricketers Retirement: টিম ইন্ডিয়ার ৬ তারকার অবসর! একের পর এক ধাক্কা, জানুন বিস্তারিত

সফল অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে ফের মাঠে ফিরেছেন যশ ধূল। দিল্ল প্রিমিয়ার লীগে সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে খেলছেন তিনি। তবে এখনও স্বাভাবিক ছন্দে ফেরেননি যশ। এই বিষয়ে তিনি বলেছেন, “অতীতে কিছু ঘটনা ঘটেছে। আমি অসুস্থতা সারিয়ে মাঠে ফিরেছি। একটু সময় লাগছে, কিন্তু আমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছি। খেলার জন্য ১০০ শতাংশই দেবো।” চেনা ছন্দে ফের ভারতীয় ক্রিকেটের আঙিনায় ফিরুক যশ ধূল। শুভ কামনে ক্রীড়া প্রেমিদের।

IND vs AUS U19 WC Final: যুব বিশ্বকাপের ফাইনালে টস ভাগ‍্য সাথ দিল না ভারতের, প্রথমে ব‍্যাটিং অজিদের

বেজে গেল যুব বিশ্বকাপের ফাইনালের দামামা। দক্ষিণ আফ্রিকার বেননিতে মুখোমুখি প্রতিযোগিতার ইতিহাসে সফলতম ২ দল ভারত ও অস্ট্রেলিয়া। একদিকে নবমবার ফাইনালে উঠে ষষ্ঠবার চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি জুনিয়র টিম ইন্ডিয়ার সামনে। অপরদিকে, চতুর্থবার ট্রফি জেতার সুযোগ ব্যাগি গ্রিণদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যুব বিশ্বকাপ ২০২৪-এর ফাইনালে টস হারলেন ভারত অধিনায়ক উদয় সাহারান। টস জিতে অজি দলনায়ক হিউ উইবজেন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্রথমে ব‍্যাট করে বড় রানের লক্ষ‍্য দিয়ে জুনিয়র টিম ইন্ডিয়াকে চাপে রাখাই লক্ষ‍্য ব‍্যাগি গ্রীনদের। সুতরাং, বেনোনির খেতাবি লড়াইয়ে রান তাড়া করবে ভারতের যুব দল।

আরও পড়ুন: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে

এখনও পর্যন্ত টানা ৬টি ম্যাচ জিতে ফাইনালের টিকিট পাকা করেছে। সেমি ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খাদের কিনারা থেকে হারা ম্যাচ যেভাবে বার করেছেন উদয়-সচিন জুটি তা দলের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে। প্রতিযোগিতায় ভারতীয় দলের ব্যাটিং লাইন দারুণ ফর্মে রয়েছ। একই প্রতিযোগিতায় শতরান রয়েছে ভারতীয় টপ অর্ডারের তিন ব্যাটার মুশির খান, উদয় সাহারন,সচিন দাশদের। ভরসা দিচ্ছেন আদর্শ সিং ও আরশিন কুলকার্নিরা। বিশেষ করে ব্যাটে রান করার পাশাপাশি দলকে সামনে থেকে যোগ্য নেতার মত নেতৃত্ব দিচ্ছেন উদয়। বোলিংয়েও রাজ লিম্বানি, মুরুগান পেরুমাল অভিষেক, নমন তিওয়ারি,সউমি কুমার পাণ্ডেরা ছন্দে রয়েছেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর ২০২৩, একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল রোহিত শর্মা, বিরাট কোহলিদের। ৮৪ দিনের মাথায় এবার অনূর্ধ্ব ১৯ একদিনের বিশ্বকাপ ফাইনালে আমনে-সামনে দুই দেশ। সচিন-রোহিতদের হারের বদলা নেওয়ার ম্যাচ উদয় সাহারন, সচিন দাশদের সামনে।

Sachin Tendulkar: বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা দলকে শুভেচ্ছা জানাবেন সচিন তেন্ডুলকর

আমেদাবাদ: অনুর্ধ্ব মহিলা ১৯ টি-২০ বিশ্বকাপ জিতে ইতিসা তৈরি করেছে ভারতীয় দল। ভারতীয় মহিলা ক্রিকেট প্রথম পেল বিশ্বজয়ের স্বাদ। যাকে দেশের মহিলা ক্রিকেটের সোনালী দিন ও নবজাগরণ হিসেবেও দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিশ্বকাপ জয়ের পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মা, শ্বেতা শেরাওয়াত, রিচা ঘোষ, তিতাস সাধুরা। একইসঙ্গে চলছে পুরস্কারের বন্যাও। এবার জানা গেল বুধবার বিসিসিআইয়ের অনুষ্ঠানে ভারতীয় দলকে সংবর্ধনা দেবেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর।

শেফালি ভার্মারা বিশ্বকাপ জয়ের পর বিসিসিআইয়ের তরফ থেকে আর্থিক পুরস্কার ঘোষণা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় জয় শাহ জানিয়েছিলেন অনুর্ধ্ব ১৯ দলের সব সদস্য সহ সাপোর্ট স্টাফদের মোট ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। একইসঙ্গে জানা গিয়েছিল আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচ শুরুর আগে সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে। তবে এবার জানা গেল টসের পর রাজকীয় সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর শেফালি ভার্মার দলকে সংবর্ধিত করবেন খোদ সচিন তেন্ডুলকর।

জয় শাহ আজ রাতে টুইটে লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ভারতরত্ন সচিন তেন্ডুলকর এবং বিসিসিআইয়ের পদাধিকারীরা নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সংবর্ধিত করবেন মহিলাদের যুব বিশ্বকাপজয়ী ভারতীয় দলকে। ১ ফেব্রুয়ারি (বুধবার) সেই অনুষ্ঠানটি হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এই তরুণ ক্রিকেটাররা আমাদের দেশকে গর্বিত করেছেন। তাঁদের কীর্তিকে আমরা সম্মানিত করতে চলেছি।

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পর টুইটে সচিন তেন্ডুলকর শুভেচ্ছা জানিয়েছিলেন। মাস্টার ব্লাস্টার লিখেছিলেন, ভারতীয় মহিলা ক্রিকেটের ক্রমেই উত্তরণ ঘটছে। প্রথমে উইমেন্স প্রিমিয়ার লিগের ঘোষণা, তারপরই অনূর্ধ্ব ১৯ টি ২০ বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা দল। বিশ্বকাপ জয়ের জন্য গোটা দলকে অভিনন্দন জানাচ্ছি। এই খেলার প্রতি পুরো প্রজন্মকে আকৃষ্ট করবে এই সাফল্য।

আরও পড়ুনঃ মাথা নত করে ভারতীয় দলকে শুভেচ্ছে নীরজের, ভাইরাল সোনার ছেলের মন ছুঁয়ে যাওয়া ভিডিও

প্রসঙ্গত, মেগা ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ভারতীয় বোলিং অ্যাটাকের সামনে তাসের ঘরের নত ভেঙে পরে ইংল্যান্ডের ব্যাটিং লাইন। ১৭.১ ওভারে মাত্র ৬৮ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন তিতাস সাধু, অর্চনা দেবী, পর্শভী চোপড়া। এছাড়া একটি করে উইকেট নেন মান্নত কাশ্যপ, শেফালি ভার্মা, সোনম মুকেশ যাদব। রান তাড়া করতে নেমে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায় ভারতীয় দল। সর্বোচ্চ ২৪ করে রান করেন সৌম্যা তিওয়ারি ও গঙ্গোরী তৃষা। ভরতীয় মহিলা ক্রিকেটে প্রথম বিশ্ব জয়েক পর শুভেচ্ছার জোয়ারে ভাসছেন শেফালি ভার্মার দল।