খেলা IND vs BAN: লক্ষ্য ‘টাইগারদের’ চুনকাম! দ্বিতীয় টেস্টে একাদশে বড় চমক দেবে টিম ইন্ডিয়া! Gallery September 26, 2024 Bangla Digital Desk চেন্নাই টেস্টের এক তরফা জয় এখন অতীত। এবাপ মিশন কানপুর। দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে হারিয়ে সিরিজ ২-০ করতে ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লক্ষ্যে আরও এক পা এগোতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। প্রথম টেস্টে ব্যাটে-বলে সব বিভাগেই বাংলাদেশের ফরর রীতিমত রাজত্ব করেছে ভারতীয় দল। প্রথম দিনের দুটো সেশন বাদ দিলে গোটা ম্যাচের রাশ ছিল ভারতের হাতে। শুধু চিন্তার বিষয় একটাই প্রথম ম্যাচে রান আসেনি বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটে। কান পুরে দ্বিতীয় টেস্টে নামার আগে বাংলাদেশকে কোনওভাবেই হাল্কা নিতে নারাজ গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। প্রথম ম্যাচের অল্প-বিস্তর যা ভুল ত্রুটি ছিল তা কানপুরে অনুশীলনে শুধরে নেওয়ার চেষ্টা করেছে ভারতীয় দল। তবে কানপুরে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে জল্পনা রয়েছে। কারণ কানপুরে সাধারণত কালো মাটির উইকেট হয়ে থাকে। যেখানে স্পিনাররা সাহায্য পেয়ে থাকে। তবে এবার দুটি উইকেট বানানো হয়েছে। একটি স্পিনাররা সাহায্য পাবে আরেকটি পিচে সাহায্য থাকবে পেসার-স্পিনার উভয়ের। এখনও পর্যন্ত যা খবর তাতে স্পিন সহায়ক উইকেটে খেলা হলে ভারতীয় দলে বড় একটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৩ স্পিনার ও ২ স্পিনার নিয়ে নামতে পারে টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দিয়ে খেলানো হতে পারে কুলদীপ যাদবকে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে পিচ দেখে। এক ঝলকে দেখে নিন ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব / জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ। অপরদিকে, পাকিস্তানকে হারিয়ে ভারতকে হুঙ্কার দিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের পর বুঝে গিয়েছে টাইগাররা পাকিস্তান আর ভারত এক দল নয়.। কানপুরে দ্বিতীয় টেস্টে মরণ-বাঁচন ম্যাচ বাংলাদেশের। নিজেরে সেরাটা দিতে প্রস্তুত শান্তরা। এক ঝলকে দেখে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: শাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মমনুল হক, মুশফিকপর রহিম, শাকিব আল হাসান, লিটন দাস (উইকেটকিপার), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।