Ind vs Eng: ২০০ করে যশস্বীর সিংহ গর্জন কেঁপে গেল গ্যালারি রইল সেই ভিডিও, ভারতের প্রথম ইনিংস শেষ ৩৯৬ তে

বিশাখাপত্তনম: ভারত বনাম ইংল্যান্ড দ্বিতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংস শেষ হল ৩৯৬ রানে৷ আর দ্বিতীয় দিনে কাঙ্খিত দ্বিশতরান সেরে নিলেন যশস্বী জয়সওয়াল৷ এদিন তিনি ২০৯ রান করে অ্যান্ডারসনের শিকার৷

প্রথম দিন ভারত শেষ করেছিল ৬ উইকেটে ৩৩৬ রানে৷ সেখান থেকে রান পৌঁছয় ৩৯৬ পর্যন্ত৷ যশস্বী আউট হতেই টেল এন্ডাররা আর বিশেষ কেউ দাঁড়াতে পারেননি৷  যশস্বীর ২০৯ রানের ইনিংস সাজানো ১৯ টি চার ও ৭ টি ছয় দিয়ে৷


c

ইংল্যান্ডের হয়ে জেমস অ্যান্ডারসন সফলতম বোলার তিনি পেয়েছেন ৪ উইকেট৷ এছাড়া ২ টি করে উইকেট পেয়েছেন টম হার্টলে ও রেহান আহমেদ৷ প্রথম দিনের শেষে ক্রিজে টিকে থাকা জুটি অশ্বিন ও জয়সওয়ালের মধ্যে অশ্বিনকে ২০ রানে আউট করে দিয়ে প্রথম ধাক্কাটা দেন বর্ষীয়ান অ্যান্ডারসনই৷

আরও পড়ুুন ? Astro Tips 2024: কর্মক্ষমতা বাড়বে লাফিয়ে লাফিয়ে, ভাগ্য বদলে দিতে এই পাথরেই আস্থা রাখেন জ্যোতিষীরা

বিশাখাপত্তনমে ভারত-ইংল্যান্ড দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ‘ওয়ান ম্যান শো’। টিম ইন্ডিয়াকে গোটা দিন ধরে একা নিজের কাঁধে টানলেন ২২ বছরের যশস্বী জয়সওয়াল। তাঁর ‘বিগ সেঞ্চুরি’-র উপর ভর করেই দিনের শেষে বড় রানের পথে ভারত। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩৩৬ রানে ৬ উইকেট। ১৭৯ রানে রানে অপরাজিত যশস্বী জয়সওয়াল। ৫ রানে ক্রিজে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন।

এদিকে এর আগে শুক্রবার সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। সকাল থেকেই একদিক থেকে নিজের ইনিংস চালিয়ে যান যশস্বী। কিন্তু অপরদিক, রোহিত শর্মা, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, রজত পাতিদার, অক্ষর প্যাটেলরা সেট হয়েও বড় ইনিংস খেলতে ব্যর্থ হয়েছেন। সবথেকে ব়ড় পার্টনারশিপ হয়েছে যশস্বীর শ্রেয়স আইয়ারের সঙ্গে। দুজন মিলে জুটিতে ৯০ রান যোগ করেন।

সকাল থেকেই ঠান্ডা মাথায় ব্যাট করার পাশাপাশি বাজে বলে প্রহার করতে কোনও ভয় পাননি যশস্বী। লাঞ্চের আগে হাফ সেঞ্চুরি ও চা বিরতির আগে শতরান পূরণ করেন যশস্বী জয়সওয়াল। এটি টেস্ট কেরিয়ারে যশস্বীর দ্বিতীয় টেস্ট শতরান। ৬টি টেস্ট খেলে ২টি শতরান হাঁকিয়ে ফেললেন যশস্বী। ১৫১ বলে শতরান পূরণ করেন জয়সওয়াল। তারপরও নিজের ইনিংস চালিয়ে যান তরুণ বাঁ হাতি ব্যাটার।

একদিকে যেখানে যশস্বী ইংল্যান্ড বোলারদের শাসন করেছেন, তখন অন্যান্য কোনও ব্যাটার ৪০ রানের গণ্ডি টপকাতে পেরোয়নি। যশস্বী ছাড়া প্রথম দিনে অন্যান্য ব্যাটারদের স্কোর রোহিত ১৪, শুভমান ৩৪, শ্রেয়স ২৭, রজত ৩২, অক্ষর ২৭ ও এসকে ভর ১৭ রান করেন। সেখানে ভারতের ৩৩৬ রানের মধ্যে যশস্বী একাই ১৭৯ রান। প্রথম দিনে ১৭টি চার ও ৫টি ছয় মেরেছেন যশস্বী। দ্বিতীয় দিনেও যশস্বীর ব্যাটে ভর করেই বড় স্কোরের আশা করছে ভারত।