Ind vs Eng: সূর্যকুমার যাদব ও পৃথ্বী শ পাড়ি দিলেন ইংল্যান্ডে

#লন্ডন: ইংল্যান্ড সফরে ভারতীয় দলের জন্য অবশেষে ভালো খবর৷ সূর্য কুমার যাদব (Suryakumar Yadav) আর পৃথ্বী শ (Prithvi Shaw) কলম্বো থেকে ইংল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি জমালেন৷ সূর্যকুমার যাদব ইংল্যান্ড পাড়ি জমানোর আগে নিজেই ট্যুইট করেন৷ তিনি নিজের ট্যুইটে লিখেছেন এবার পরের গন্তব্য ইংল্যান্ড৷ ঈশ্বরকে ধন্যবাদ৷ দুই ক্রিকেটার তিনদিন আগেই শ্রীলঙ্কা থেকে বেরিয়েছেন৷ কিন্তু ভিসার সঙ্গে যুক্ত কাগজপত্র না থাকায় শ্রীলঙ্কাতেই আটকে থাকতে চাওয়া হয়েছিল৷ চোটগ্রস্ত দুই ক্রিকেটার শুভমান গিল (Shubman Gill) ও ওয়াশিংটন সুন্দরের (Washington Sundar) বদলি হিসেবে টেস্ট সিরিজে ভারতীয় দলের সঙ্গে যোগ দিয়েছেন৷

দুই ক্রিকেটার বুধবার সকালে ইংল্যান্ড পৌঁছে যাবেন আশা করা হচ্ছে৷ তারপর করোনা প্রটোকল মেনে অন্তত দশদিন কোয়ারেন্টাইনে থাকতে হবে৷ তারপর তাঁদের টেস্ট খেলার জন্য পাওয়া যাবে৷ পৃথ্বী শ ও সূর্যকুমার যাদব শ্রীলঙ্কায় শেষ দুটি টি টোয়েন্টিতে খেলতে পারেননি৷ করোনা পজিটিভ ক্রুণাল পান্ডিয়ার সান্নিধ্যে আসার জন্য তাঁরা শেষ দুটি ম্যাচে আইসোলেশনে ছিলেন৷

সূর্যকুমার যাদব শ্রীলঙ্কা সিরিজে ওয়ানডে তে ভালোই রান বানিয়েছে৷ পৃথ্বী তিন ম্যাচে ৩৫ গড়ে ১০৫ রান করেছেন৷ ৬২ গড়ে তিন ম্যাচে ১২৪ রান করেছেন৷ টি টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ খেলে তিনি ৫০ রান করেন৷

সূর্য কুমার এখনও একটিও টেস্ট ম্যাচ খেলেননি৷ তিনি এই বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটিয়েছেন৷ প্রথম শ্রেণীর ক্রিকেটে তাঁর রেকর্ড খুব ভালো৷ ৭৭ ম্যাচে ৪৪ -র বেশি গড়ে ৫৩২৬ রান করেছেন৷ তাঁর ব্যাটে রয়েছে ১৪ টি শতরান৷ এদিকে পৃথ্বী শ ৪২ গড়ে ৫ টি টেস্ট ম্যাচে ৩৩৯ রান করেছেন৷ মুম্বইয়ের এই ক্রিকেটার অভিষেকেই শতরান করেন৷

তিনি গত বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেডে প্রথম টেস্টের পরে এই ফর্ম্যাট খেলেনি৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরোয়া টেস্টে কোনও সুযোগ পাননি৷ বিজয় হাজারেতে তাঁর পারফরম্যান্স দারুণ ছিল৷ ৮ ম্যাচ ১৬৫ গড়ে ৮২৭ রান করেন৷ তাঁর ৪ টি শতরান করেন৷