Tokyo Olympics 2020: India vs Belgium: অলিম্পিক্স সেমিফাইনালে হকিতে কাঁটায় কাঁটায় টক্করেও হার, এবার লক্ষ্য ব্রোঞ্জ মেডেল ম্যাচ

#টোকিও: সোমবার সকাল থেকেই  টিভি ও মোবাইল স্ক্রিনে চোখ লাগিয়ে বসেছিলেন ভারতীয় হকি ফ্যানরা৷ ৪১ বছর বাদে দেশ অলিম্পক্সের সেমিফাইনালে (semifinal)! কিন্তু পেনাল্টি বক্সে ডিফেন্সের ভুলে গাদা গাদা পেনাল্টি কর্নার পায় বেলজিয়াম দল (India vs Belgium) আর তারই হাত ধরে সেমিফাইনালে ৫-২ গোলে ভারতকে হারিয়ে টোকিও অলিম্পিক্সের (Tokyo Olympics 2020) ফাইনালে পৌঁছে গেল বেলজিয়াম৷ ভারতকে এবার খেলতে হবে ব্রোঞ্জ মেডেলের লক্ষ্যে৷

এদিন শুরুর প্রায় দু মিনিটের মধ্যেই প্রথমে গোল করে এগিয়ে যায় বেলজিয়াম৷ যদিও দেরি করেনি ভারত হরমনপ্রীতের গোলে সমতা ফেরায়৷ এর আট মিনিটের মধ্যে ফের গোল৷ এবার গোল করেন টিম ইন্ডিয়ার মনদীপ সিং৷ বিশ্ব মঞ্চে বিশ্বমানের প্রদর্শন এই তরুণের৷ ২-১ এগিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত৷

এরপর একের পর এক পেনাল্ট কর্নার পেতে থাকে বেলজিয়াম৷ গোলের নিচে পুরো টুর্নামেন্টের মতোই এদিনও শ্রীজেশের দক্ষতা অতুলনীয়৷ তবে নিজের দ্বিতীয় কোয়ার্টারে নিজেদের পঞ্চম পেনাল্টি কর্নারে গোল করে ম্যাচে সমতা ফেরায় তারা৷

তৃতীয় কোয়ার্টারে দুই দলই গোলের জন্য একের পর এক আক্রমণ শানায় কিন্তু গোলমুখ খুঁজে পায়নি কোনও পক্ষই৷ চতুর্থ কোয়ার্টারে বেলজিয়াম পেনাল্টি কর্নার থেকে গোল করে ফের এগিয়ে যায়৷ চতুর্থ কোয়ার্টারের সাত মিনিট বাকি থাকতে এবার পেনাল্টি পায় বেলজিয়াম৷ ফলে ফের একটি গোল৷ ৪-২ গোলে পিছিয়ে যায় ভারত৷ খেলার একদম শেষ মিনিটে আরও একটা গোল করে বেলজিয়াম৷ খেলার ফল দাঁড়ায় ৫-২৷  সেখান থেকে আর ফিরতে পারেনি টিম ইন্ডিয়া৷ এবার ভারতের লক্ষ্য হবে ব্রোঞ্জ মেডেল ম্যাচ জিতে হকিতে মেডেল খরা কাটানো৷

ভারতীয় পুরুষ হকি দল টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics) সেমিফাইনালে জায়গা করে নিয়েছিল৷ ১৯৮০ -র পর এবারই প্রথম ভারতীয় পুরুষ হকি দল শেষ চারে জায়গা করে নিয়েছে৷ দল কোয়ার্টার ফাইনালে ব্রিটেনের বিরুদ্ধে ৩-১ গোলে জেতে৷ ভারতীয় পুরুষ হকি দল সেমিফাইনালে বেলজিয়ামের বিরুদ্ধে লড়াইয়ের মন্ত্রে দীক্ষিত হয়েই নেমেছিল৷

অলিম্পিক্সে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় হকি দল৷ ১১ মেডেল জিতে আসে৷ ৮ টি সোনা জিতেছিল তারা৷ ১৯২৮, ১৯৩২, ১৯৩৬, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৬, ১৯৬৪, এবং ১৯৮০ সালে সোনা পায়৷ এছাড়া ১৯৬০ সালে রুপোর মেডেল পায় হকি দল৷ ১৯৬৮, ১৯৭২ সালে ব্রোঞ্জও পেয়েছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু গত ৪১ বছরে কোনও মেডেল আসেনি অলিম্পিক্স থেকে৷ ভারতীয় দল এই লম্বা মেডেল খরা এবার শেষ করতে বদ্ধপরিকর৷ টোকিও ভারত এখনও অবধি ৬ টি ম্যাচ খেলেছে এবং ৫ টি জিতেছে৷ একটি ম্যাচ তারা হেরেছে সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে৷ এদিনের জয় পরপর চারটি ম্যাচ জিতল তারা৷

এদিকে বেলজিয়ামের কথা বললে তারা এখনও অবধি হকি অলিম্পিক্সে কখনও সোনার পদক জেতেনি৷ তাঁরা দুটি মেডেল পেয়েছে, ২০১৬ তে রিও অলিম্পিক্সে রুপো পেয়েছে এবং ১৯২০ তে তারা ব্রোঞ্জ জিতেছিল৷ তবে এবারের অলিম্পিক্সে তারা একটিও ম্যাচ হারেনি বেলজিয়াম৷ ৬টি ম্যাচের ৫ টি ম্যাচ জিতেছে তারা, একটি ড্র করেছে৷ কিন্তু অলিম্পিক্স মেডেলের হিসেবে ভারতীয় হকি দল বহুগুণে এগিয়ে আছে পুরনো পরিসংখ্যানের ভিত্তিতে৷ ব্রিটেন , বেলজিয়ামের সঙ্গে ২-২ ড্র করেছিল৷ সেই ব্রিটেনকে হারিয়েই শেষ চারে জায়গা করে নিয়েছে ভারতীয় হকি দল৷