Indian Hockey Team: ১০ জনে খেলেও দুরন্ত জয়, পেনাল্টি শুটআউটে নায়ক শ্রীজেশ, ব্রিটেনকে হারিয়ে হকির সেমিতে ভারত

প্যারিস: অলিম্পিক্সের হকিতে কোয়ার্টার ফাইনালে দুরন্ত জয় ভারতের। গ্রেট ব্রিটেনকে হারিয়ে সেমিফাইনালে জায়গা পাকা করে ফেলল ভারতীয় হকি দল। ব্রিটেনের বিরুদ্ধে ৩৮ মিনিট ভারত ১০ জন নিয়ে যে লড়াই করল তা স্মরণীয় হয়ে থাকবে অলিম্পিক্সের ইতিহাসে। নির্ধারিত সময়ে খেলা শেষ হয় ১-১ গোলে। ভারতের হয়ে গোল করেন হরমনপ্রীত ও গ্রেট ব্রিটেনের গোল করেন মর্টন লি। শেষ ম্যাচ গড়ায় পেনাল্টি শুট আউটে। সেখানে ফের নায়ক শ্রীজেশ। ব্রিটেন একটি শট বাইরে মারে ও একটি শট সেভ করেন শ্রীজেশ। ভারতীয় দল পরপর ৪টি গোল করে জয় নিশ্চিত করে।

ব্রিটেনের বিরুদ্ধে শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই হয় ভারতের। আক্রমণ-প্রতি আক্রমণে চলে খেলা। তবে নকআউট ম্যাচে দুই দলই রক্ষণকে মজবুত রেখে আক্রমণে ওঠার চেষ্টা করে। প্রথম কোয়ার্টারে বেশ কিছু আক্রমণ হলেও কোনও দল গোলের মুখ খুলতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে গোলের মুখ খোলে ভারত। পেনাল্টি কর্ণার থেকে গোল করে দলকে এগিয়ে দেন হরমনপ্রীত।

প্রথম গোল করার কয়েক মুহূর্তের মধ্যে জোর ধাক্কা খায় ভারতীয় দল। ভারতের অমিত রোহিদাস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ভারতীয় দল ১০ জনের হয়ে যেতেই একের পর এক আক্রমণ করে ব্রিটেন। গোল করে ব্রিটেনকে সমতায় ফেরান মর্টন লি। তৃতীয় কোয়ার্টারে সবথেকে বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে ব্রিটেন। যদিও ভারতীয় দল দক্ষতার সঙ্গে একের পর এক আক্রমণ রুখে দেয়।

আরও পড়ুনঃ Knowledge Story: বলুন তো, কোন প্রাণীর রয়েছে ৩টি হার্ট? উত্তর দিতে পারলে আপনি জিনিয়াস

চতুর্থ কোয়ার্টারেও ব্রিটেনের আক্রমণ বজায় থাকে। মাঝে ভারত সবুজ কার্ড দেখায় ২ মিনিটের জন্য ৯ জনে খেলে। তাও দুর্গ আক্ষত থাকে ভারতের। ম্যাচ কোনও প্রকারে পেনাল্টি শুটে নিয়ে যাওয়াই লক্ষ্য ছিল ভারতের। তা সফল হয়। আর সেখানে আরও একবার নিজের অভিজ্ঞতার পরিচয় দেন শ্রীজেশ। ভারতীয় স্ট্রাইকাররাও দক্ষতার সঙ্গে গোল করে। পেনাল্টি শুটে ৪-২ গোলে ম্যাচ জেতে ভারত। এই জয়ের ফলে শেষে চারের টিকিট পাকা করে ফেলল হকি টিম ইন্ডিয়া। আরও একটি পদক জয়ের আশায় দেশবাসী।