নামখানা ঘাট

South 24 Parganas News: অল্পের জন্য রক্ষা… ফের বঙ্গোপসাগরে ট্রলারডুবি, উদ্ধার ১৪ মৎস্যজীবী!

দক্ষিণ ২৪ পরগনা: আবারও বঙ্গোপসাগরে ট্রলারডুবির মতো ঘটনা ঘটল। এই ঘটনায় উদ্ধার হয়েছে ১৪ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমানার কাছে বাঘেরচরের কাছে এই ঘটনা ঘটেছে। উত্তাল সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলারের পাটাতন ভেঙে হুহু করে জল ঢুকে যায় ট্রলারটিতে। প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন ওই ট্রলারের ১৪ জন মৎস্যজীবী।

আরও পড়ুন: যে কোনও ডাল খাচ্ছেন? ভয়ঙ্কর ক্ষতি হতে পারে! মুগ নাকি মুসুর… কোনটি স্বাস্থ্যকর? বলছেন চিকিৎসক

এরপর কাছে থাকা অন্য মৎস্যজীবীরা তাঁদের উদ্ধার করেন। ১৪ জন মৎস্যজীবীকে উদ্ধার করা সম্ভব হলেও, ট্রলারটির হদিশ মেলেনি। ইলিশ ধরতে পাথরপ্রতিমার এল-প্লট থেকে মৎস্যজীবীদের নিয়ে গতকাল এফ-বি দশভূজা নামে ওই ট্রলারটি রওনা দেয়। আন্তর্জাতিক জলসীমানার কাছে বাঘেরচরে সাগরে ঢেউয়ের ধাক্কায় ট্রলারের পাটাতন ভেঙে হুহু করে জল ঢুকতে শুরু করে। প্রাণ বাঁচাতে সাগরে ঝাঁপ দেন ওই ট্রলারের ১৪ জন মৎস্যজীবী।

ইতিমধ্যে মৎস্যজীবীদের নামখানা ঘাটে ফিরিয়ে আনা হয়েছে। নিখোঁজ ট্রলারের খোঁজ চালানো হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় বারবার এই ঘটনা ঘটছে বলে দাবি মৎস্যজীবীদের। এদিকে আবহাওয়া খারাপ থাকায় অনেক মৎস্যজীবী ফিরে এসেছে। এমন ঘটনা চলতে থাকলে ইলিশ ধরার উপর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন তাঁরা।

নবাব মল্লিক