Paris Olympics 2024: অলিম্পিক্সে ভারতের পুরুষ তিরন্দাজি দলের কামাল! শুরুতেই দিলেন দুরন্ত পারফরম্যান্স

উদ্বোধনের আগেই অলিম্পিক্সের শুরুটা ভালই হল ভারতের জন্য। প্রথমে তিরন্দাজিতে ভারতীয় মহিলা দল সরাসরি যোগ্যতা অর্জন করেছে কোয়ার্টার ফাইনালে। আর বৃহস্পতিবার দিনের শেষে একই কাজ করে দেখাব ভারতীয় পুরুষ তিরন্দাজি দল। দুরন্ত পারফর্ম করে ৩ নম্বরে শেষে করে সরাসরি শেষ আটের টিকিট পাকা কর ফেলেছে ভারতীয় পুরুষ দল।

প্রথম রাউন্ডের খেলায় ভারতীয় পুরুষ তিরন্দাজি দলের মোট স্কোর ২০১৩। দলে রয়েছেন ধীরজ বোম্মাদেরাভা, তরুণদীপ রাই ও প্রবীণ যাদব। ভারতীয় দলের মধ্যে সবথেকে বেশি ৬৮১ পয়েন্ট স্কোর করেছেন ধীরজ বোম্মাদেরাভা। এরপর ৬৭৬ পয়েন্ট স্কোর করেছেন তরুণদীপ রাই ও প্রবীণ যাদবের সংগ্রহ ৬৫৮। এই বিভাগে ২০৪৯ স্কোর করে প্রথম হয়েছে দক্ষিণ কোরিয়া ও ২০২৫ পয়েন্ট স্কোর করে দ্বিতীয় ফ্রান্স।

আরও পড়ুনঃ Paris Olympics 2024 Opening Ceremony: আজ অলিম্পিক্সের বোধন, কখন-কোন চ্যানেলে-অ্যাপে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান? রইল সব তথ্য

প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী প্রথম রাউন্ডে প্রথম চারে যারে শেষ করবে তারা সরাসরি পৌছে যাবে কোয়ার্টার ফাইনালে। ভারতীয় দল তৃতীয় হয়েছে। দলগত ইভেন্টে তৃতীয় হলেও মিক্সড টিম ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেছে ভারত। ধীরজ বোম্মাদেরাভা ও অঙ্কিতা ভগতের স্কোর মিলিয়ে দাঁড়িয়েছে ১৩৪৭। অঙ্কিতা স্কোর করেছিল ৬৬৬ পয়েন্ট। পুরুষ ও মহিলা দলের সর্বোচ্চ স্কোরার যোগ সংখ্যা দিয়ে নির্ধারিত হয় মিক্সড টিমের স্কোর।