গরীব রথ

Indian Railway News: ট্রেনযাত্রীদের বিরাট খবর! ফের চালু হচ্ছে গরিব রথ, রুটটা জানেন তো?

মালদহ: ভ্রমণপিপাসুদের জন্য বিরাট খবর। বন্ধ হয়ে থাকা উত্তরবঙ্গগামী দুইটি ট্রেন ফের চালু করছে রেল। আগামী জুলাই মাস থেকে ট্রেন দু'টি চলবে। দুটিই গরিব রথ ছুটবে কলকাতা থেকে। একটি আগরতলা এবং অপরটি গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে।
মালদহ: ভ্রমণপিপাসুদের জন্য বিরাট খবর। বন্ধ হয়ে থাকা উত্তরবঙ্গগামী দুইটি ট্রেন ফের চালু করছে রেল। আগামী জুলাই মাস থেকে ট্রেন দু’টি চলবে। দুটিই গরিব রথ ছুটবে কলকাতা থেকে। একটি আগরতলা এবং অপরটি গুয়াহাটি পর্যন্ত চলাচল করবে।
দু'টি ট্রেনেই পর্যটকেরা পাহাড় যেতে পারবেন। রেল সূত্রে জানা গিয়েছে ১২৫০২/১২৫০১ আগরতলা - কলকাতা - আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং ১২৫১৮/১২৫১৭ গুয়াহাটি - কলকাতা - গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসের পরিষেবাগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।আগামী ৩ জুলাই থেকে ১২৫০২ আগরতলা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস চলবে।
দু’টি ট্রেনেই পর্যটকেরা পাহাড় যেতে পারবেন। রেল সূত্রে জানা গিয়েছে ১২৫০২/১২৫০১ আগরতলা – কলকাতা – আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং ১২৫১৮/১২৫১৭ গুয়াহাটি – কলকাতা – গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসের পরিষেবাগুলি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জুলাই থেকে ১২৫০২ আগরতলা-কলকাতা গরিব রথ এক্সপ্রেস চলবে।
প্রতি বুধবার ট্রেনটি ০৭.৩৫ টায় আগরতলা থেকে ছাড়বে। পর দিন ১৪.৩০ টায় কলকাতা পৌঁছবে। এবং ১২৫০১ কলকাতা – আগরতলা গরিব রথ এক্সপ্রেস কলকাতা থেকে প্রতি রবিবার ২১.৪০ টায় ছাড়বে। ০৭ জুলাই থেকে চলবে। তৃতীয় দিন ০৫.১৫ টায় আগরতলা পৌঁছবে।ট্রেনটি থামবে ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদহ টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবাবদি। এবং উভয় পথে ব্যান্ডেল স্টেশন।
৫ প্রতি বুধবার ট্রেনটি ০৭.৩৫ টায় আগরতলা থেকে ছাড়বে। পর দিন ১৪.৩০ টায় কলকাতা পৌঁছবে। এবং ১২৫০১ কলকাতা – আগরতলা গরিব রথ এক্সপ্রেস কলকাতা থেকে প্রতি রবিবার ২১.৪০ টায় ছাড়বে। ০৭ জুলাই থেকে চলবে। তৃতীয় দিন ০৫.১৫ টায় আগরতলা পৌঁছবে।ট্রেনটি থামবে ধর্মনগর, নিউ করিমগঞ্জ, বদরপুর, নিউ হাফলং, মান্দারডিসা, গুয়াহাটি, গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদহ টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবাবদি। এবং উভয় পথে ব্যান্ডেল স্টেশন।
১২৫১৮ গুয়াহাটি - কলকাতা গরীব রথ এক্সপ্রেস ০৬ জুলাই থেকে যাত্রা শুরু।ট্রেনটি প্রতি শনিবার ২১.০০ টায় গুয়াহাটি থেকে ছাড়বে।পরেরদিন ১৪.৩০ টায় কলকাতা পৌঁছাবে।এবং ১২৫১৭ কলকাতা – গুয়াহাটি গরীব রথ এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে ২১.৪০ টায় ছেড়ে যাবে। পরেরদিন ১৬.১৫ টায় গুয়াহাটি পৌঁছাবে। ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল স্টেশনে উভয় দিকেই থামবে।
১২৫১৮ গুয়াহাটি – কলকাতা গরীব রথ এক্সপ্রেস ০৬ জুলাই থেকে যাত্রা শুরু।ট্রেনটি প্রতি শনিবার ২১.০০ টায় গুয়াহাটি থেকে ছাড়বে।পরেরদিন ১৪.৩০ টায় কলকাতা পৌঁছাবে।এবং ১২৫১৭ কলকাতা – গুয়াহাটি গরীব রথ এক্সপ্রেস প্রতি বৃহস্পতিবার কলকাতা থেকে ২১.৪০ টায় ছেড়ে যাবে। পরেরদিন ১৬.১৫ টায় গুয়াহাটি পৌঁছাবে। ট্রেনটি গোয়ালপাড়া টাউন, নিউ বোঙ্গাইগাঁও, কোকরাঝাড়, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, কিষাণগঞ্জ, মালদা টাউন, জঙ্গিপুর রোড, আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম এবং ব্যান্ডেল স্টেশনে উভয় দিকেই থামবে।
ট্রেনটিতে এসি-৩ টায়ার ইকোনমি ক্লাসের থাকার ব্যবস্থা থাকবে। কলকাতা - আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং কলকাতা - গুয়াহাটি গরীব রথ এক্সপ্রেসের বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।
ট্রেনটিতে এসি-৩ টায়ার ইকোনমি ক্লাসের থাকার ব্যবস্থা থাকবে। কলকাতা – আগরতলা গরিব রথ এক্সপ্রেস এবং কলকাতা – গুয়াহাটি গরীব রথ এক্সপ্রেসের বুকিংয়ের তারিখ শীঘ্রই জানানো হবে।