Indian Railways: ট্রেন ও স্টেশন থেকে গ্রেফতার অবৈধ ভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি

নিয়মিত তল্লাশির সময় উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনীর হাতে গ্রেফতার ২২৫ অবৈধ অনুপ্রবেশকারী। অবৈধ অনুপ্রবেশকারীদের (বাংলাদেশি ও রোহিঙ্গা) শনাক্তকরণের ধারাবাহিক লড়াইয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) ১ জানুয়ারী থেকে ১৫ আগস্ট, ২০২৪ পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিভিন্ন স্টেশনে তল্লাশি চালানোর সময় ২২৫ জন অনুপ্রবেশকারী এবং ১৬ জন ভারতীয় দালালকে গ্রেপ্তার করে। এই মাসের ১৫ আগস্ট পর্যন্ত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী ২২ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে। ১ অগাস্ট, ২০২৪-এর একটি ঘটনায়, আগরতলার আরপিএফ টিম জিআরপি/আগরতলার সাথে যৌথভাবে আগরতলা রেলওয়ে স্টেশনে একটি নিয়মিত তল্লাশি চালায়।

আরও পড়ুনঃ নর্থ ইস্ট কাউন্সিলের এ বারের বৈঠকের আয়োজন করতে চলেছে ত্রিপুরা

তল্লাশির সময় তাঁরা সন্দেহভাজন নাগরিকত্বের ১০ জন ব্যক্তিকে (০৩ জন মহিলা ও ০৭ পুরুষ) স্টেশন চত্তরে শনাক্ত করে। জিজ্ঞাসাবাদে তারা তাদের ভ্রমণের কোনও তথ্য দিতে পারেনি এবং কোনও বৈধ নথিপত্রও দেখাতে পারেনি। পরে তারা স্বীকার করে যে বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং ট্রেনের মাধ্যমে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল। পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য পরে ধৃত সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীকে অফিসার ইন-চার্জ/গভর্মেন্ট রেলওয়ে পুলিশ/আগরতলার হাতে তুলে দেওয়া হয়। এর আগে, জুলাই ২০২৪-এর ২ এবং ২৩ তারিখে আগরতলা স্টেশন থেকে যথাক্রমে ১১ এবং ৪ জন অবৈধ অনুপ্রবেশকারী গ্রেফতার করা হয়েছিল।

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ দ্বারা স্টেশন এবং ট্রেনে অবৈধ অনুপ্রবেশকারী, রোহিঙ্গা এবং সন্দেহভাজন ব্যক্তিদের উপর কড়া নজর রাখার জন্য নিয়মিতভাবে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। যেকোনও ধরনের সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করতে বিভিন্ন স্তরে মোতায়েন করা আরপিএফ কর্মীরা খুব সতর্ক হয়ে থাকে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, মালদা থেকে আগরতলা সমস্ত স্টেশনে কড়া নজরদারি চালাচ্ছে রেল। এমনকি বিভিন্ন ট্রেনেও চলছে স্পেশাল চেকিং।