২৪ তারিখ থেকে রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি তৃণমূলের

RG Kar Case: আদালতে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর তৃণমূলের, ২৪ তারিখ থেকে রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি

আবীর ঘোষাল, কলকাতা: বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আরজি কর কাণ্ডে সর্বোচ্চ আদালতের স্বতঃপ্রণোদিত পদক্ষেপ নেওয়ার দ্বিতীয় শুনানি। মামলার অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেবে সিবিআই। এর পাশাপাশি স্বাধীনতার মধ্যরাতে হওয়া হিংসার তদন্তের স্টেটাস রিপোর্ট দেবে রাজ্যও। তার আগে এইমস-সহ দেশের প্রতিটি কেন্দ্র সরকারের অধীনস্থ হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র ও স্বাস্থ্য সংক্রান্ত সংস্থাগুলিতে সুরক্ষা ও মহিলা স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সংক্রান্ত ১২টি নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন– বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বাংলায়, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

পাল্টা কর্মসূচির রাস্তায় হাঁটছে তৃণমূল কংগ্রেসও। আদালতে সিবিআইয়ের পরবর্তী পদক্ষেপের দিকে নজর তৃণমূলের। ২৪ তারিখ থেকে রাজ্য জুড়ে মিছিলের প্রস্তুতি করছে তারা। ‘নির্যাতিতার বিচার চাই, বিচার দাও, উত্তর দাও সিবিআই’ – এই স্লোগানে পথে নামার প্রস্তুতি চলছে।

আরজি করের ঘটনা নিয়ে দেশ জুড়ে প্রতিদিন চলছে নানা প্রতিবাদ মিছিল, বিক্ষোভ সমাবেশ। শাসক-বিরোধী রাজনৈতিক দল এক অপরের বিরুদ্ধে তোপ দাগছে। আবার নাগরিক সমাজের বড় অংশের দাবি, তারা মনে করে না এই জঘন্য অপরাধের পিছনে কেউ একজন আছে। এর পিছনে একাধিক জনের জড়িত থাকার প্রসঙ্গের কথা তারা বারবার বলে আসছে ৷ এই অবস্থায় চাপ বাড়ছে সিবিআইয়ের।

আরও পড়ুন– নবান্ন অভিযানে শুভেন্দু!‌ ‘গুলি চালাবেন না’ পুলিশকে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রীকে ডেডলাইন বিরোধী দলনেতার

আজ, বৃহস্পতিবার সিবিআই সুপ্রিম কোর্টে তাদের অবস্থান জানাতে পারে ৷ আবার আগামিকাল, শুক্রবার সঞ্জয় রাইকে আদালতে পেশ করার কথা ৷ সেখানে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে খেয়াল রাখছে সবাই ৷ সেখানে সিবিআই নতুন কি তথ্য খাড়া করে সেদিকেও অনেকের নজর আছে। সব মিলিয়ে আগামী ২৪ তারিখ থেকে ফের রাজনৈতিক মহল সরগরম হয়ে উঠতে পারে।