Durga Puja Special Train: পুজোর মজা শুরু, জমবে ছুটি, স্পেশ্যাল ট্রেনে করুন ট্যুর, সস্তায় হবে আরাম, রুট ম্যাপ রইল

পুজো স্পেশাল ট্রেন! এবার যাত্রী সুবিধার্থে স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজো মানে নতুন পোশাকে পুজোর আনন্দ। একইসঙ্গে বহু মানুষের কাছে পুজো মানে ভ্রমণের মরশুম। সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে পুজোর ছুটিকেই বেড়াতে যাবার আদর্শ সময় মনে করেন। সেই দিক থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রী সাচ্ছন্দ বজায় রাখতে বিশেষ উদ্যোগ রেলের।
পুজো স্পেশাল ট্রেন! এবার যাত্রী সুবিধার্থে স্পেশাল ট্রেন ঘোষণা ভারতীয় রেলের। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। পুজো মানে নতুন পোশাকে পুজোর আনন্দ। একইসঙ্গে বহু মানুষের কাছে পুজো মানে ভ্রমণের মরশুম। সারা বছরের কর্মব্যস্ততার মধ্যে পুজোর ছুটিকেই বেড়াতে যাবার আদর্শ সময় মনে করেন। সেই দিক থেকে দূরপাল্লার ট্রেনে যাত্রী সাচ্ছন্দ বজায় রাখতে বিশেষ উদ্যোগ রেলের।
এই পুজোর মরশুমে যে সমস্ত স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল তা হল-৬ ই অক্টোবর থেকে মালদা টাউন থেকে - উদনা প্রতি রবিবার। ওই ট্রেন প্রত্যেক মঙ্গলবার উদনা থেকে ফিরবে।
এই পুজোর মরশুমে যে সমস্ত স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিয়েছে ভারতীয় রেল তা হল-৬ ই অক্টোবর থেকে মালদা টাউন থেকে – উদনা প্রতি রবিবার। ওই ট্রেন প্রত্যেক মঙ্গলবার উদনা থেকে ফিরবে।
হাওড়া থেকে খাঁকিপুরা প্রতি রবিবার। মঙ্গলবার খাঁকিপুরা ছেড়ে আসবে।হাওড়া থেকে ভিড় কম করতে, ১ লা অক্টোবর থেকে শুরু, আসানসোল থেকে খাঁকিপুরা ট্রেন চলবে প্রতি মঙ্গলবার।
হাওড়া থেকে খাঁকিপুরা প্রতি রবিবার। মঙ্গলবার খাঁকিপুরা ছেড়ে আসবে।হাওড়া থেকে ভিড় কম করতে, ১ লা অক্টোবর থেকে শুরু, আসানসোল থেকে খাঁকিপুরা ট্রেন চলবে প্রতি মঙ্গলবার।
৫ ই অক্টোবর থেকে শুরু, শিয়ালদহ থেকে গোরখপুর, প্রতি শনিবার ও সোমবার।৫ ই অক্টোবর থেকে শুরু হাওড়া থেকে রক্সুল প্রতি শনিবার। রক্সুল ছাড়বে প্রতি রবিবার।
৫ ই অক্টোবর থেকে শুরু, শিয়ালদহ থেকে গোরখপুর, প্রতি শনিবার ও সোমবার।৫ ই অক্টোবর থেকে শুরু হাওড়া থেকে রক্সুল প্রতি শনিবার। রক্সুল ছাড়বে প্রতি রবিবার।
পুজোয় দিল্লি গামী যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ৪ র্থ অক্টোবর শুরু আসানসোল থেকে আনন্দবিহার ট্রেন প্রতি শুক্রবার।
পুজোয় দিল্লি গামী যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ৪ র্থ অক্টোবর শুরু আসানসোল থেকে আনন্দবিহার ট্রেন প্রতি শুক্রবার।
৭ ই অক্টোবর থেকে শুরু, মালদা টাউন থেকে আনন্দবিহার প্রতি সোমবার। ৮ ই অক্টোবর এই ট্রেন দিল্লি ছাড়বে।এছাড়াও আরও বেশ কিছু পুজো স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল।( Reporter-রাকেশ মাইতি)
৭ ই অক্টোবর থেকে শুরু, মালদা টাউন থেকে আনন্দবিহার প্রতি সোমবার। ৮ ই অক্টোবর এই ট্রেন দিল্লি ছাড়বে।এছাড়াও আরও বেশ কিছু পুজো স্পেশাল ট্রেন চালানোর উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল।( Reporter-রাকেশ মাইতি)