এই সময়ে ট্রেনের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। তাই অনেকেই দার্জিলিং ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকলেও ট্রেনের টিকিট না পাওয়ার জন্য সেই ইচ্ছে পূরণ হয় না।

Train Timetable: বহু ট্রেনের যাত্রাপথ পরিবর্তন, একবার চোখ বুলিয়ে নিন সেই তালিকায়

আবীর ঘোষাল, কলকাতা: বহু যাত্রী তাদের গন্তব্যের জন্য ট্রেনের টিকিট কেটে রেখেছেন। কিন্তু রেলের কাজের জন্য সেই গন্তব্যে যেতে পারবেন তো? একবার দেখে নিন বিভিন্ন ট্রেনের সময়ের তালিকা ৷

আলুয়াবাড়ি রোড-নিউ জলপাইগুড়ি-শিলিগুড়ি জং. হয়ে পথ পরিবর্তন:➢ ০৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৪৯ (শিয়ালদহ-আলিপুরদুয়ার জং.) এক্সপ্রেস, ট্রেন নং. ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার জং.) মহানন্দা এক্সপ্রেস এবং ট্রেন নং. ১৩২৪৮ (রাজেন্দ্রনগর – কামাখ্যা) এক্সপ্রেস। শিলিগুড়ি জং. -নিউ জলপাইগুড়ি-আলুয়াবাড়ি রোড হয়ে পথ পরিবর্তন:➢ ০৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৪৮৩ (আলিপুরদুয়ার জং.-দিল্লি) মহানন্দা এক্সপ্রেস এবং ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৫০ (আলিপুরদুয়ার জং.-শিয়ালদহ) এক্সপ্রেস।

আরও পড়ুন– বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকবে রাজ্যে, শনিবার বৃষ্টি শুরু উপকূলে, রবিবার থেকে বৃষ্টি বাড়ার পূর্বাভাস

ট্রেনের আংশিক বাতিল:➢ ০২ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭১৬ (আজমের জং.-কিষানগঞ্জ) এক্সপ্রেসের চলাচল কাটিহারে সংক্ষিপ্ত সমাপন করা হবে এবং কাটিহার ও কিষানগঞ্জের মধ্যে বাতিল থাকবে।➢ ০৩ ও ০৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭১৫ (কিষানগঞ্জ-আজমের জং.) এক্সপ্রেসের চলাচল কাটিহার থেকে সংক্ষিপ্ত আরম্ভ করা হবে এবং কিষানগঞ্জ ও কাটিহারের মধ্যে বাতিল থাকবে।  ট্রেনের সময় পুনর্নির্ধারণ:➢ ০৩ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবোধ অসম এক্সপ্রেসের সময় ১৯:৫০ ঘণ্টার পরিবর্তে ০৪ মে, ২০২৪ তারিখের ০১:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন– সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তনের পূর্বাভাস, রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে

পাশাপাশি ০৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত উল্লেখিত ট্রেনটির সময় ১৯:৫০ ঘণ্টার পরিবর্তে ২৩:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।➢ ০৫ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের সময় ০৬:৫০ ঘণ্টার পরিবর্তে ১২:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।➢ ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৭৫ (শিয়ালদহ-শিলচর) কাঞ্চনজংঘা এক্সপ্রেসের সময় ০৬:৫০ ঘণ্টার পরিবর্তে ১০:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।➢ ০৪ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৯৬০১ (উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি) এক্সপ্রেসের সময় ০৪:৪৫ ঘণ্টার পরিবর্তে ০০:৪৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।➢ ০৪ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৪৩ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেসের সময় ২২:১০ ঘণ্টার পরিবর্তে ০৫ মে, ২০২৪ তারিখের ০২:১০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৩ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫০৯ (এসএমভিটি বাঙ্গালুরু-গুয়াহাটি) এক্সপ্রেসের সময় ২৩:৪০ ঘণ্টার পরিবর্তে ০৪ মে, ২০২৪ তারিখের ০২:৪০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৩ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩৫ (ওখা-গুয়াহাটি) এক্সপ্রেসের সময় ১২:১৫ ঘণ্টার পরিবর্তে ১৫:৪৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৪৮৪ (দিল্লি-আলিপুরদুয়ার) মহানন্দা এক্সপ্রেসের সময় ০৭:৩৫ ঘণ্টার পরিবর্তে ১০:৩৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৩১ (বাড়মের-গুয়াহাটি) এক্সপ্রেসের সময় ০০:২৫ ঘণ্টার পরিবর্তে ০৭ মে, ২০২৪ তারিখের ০৩:২৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১২৫১৬ (শিলচর-কোয়েম্বাটোর জং.) এক্সপ্রেসের সময় ১৯:৫০ ঘণ্টার পরিবর্তে ২২:৫০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২৫০৪ (ডিব্রুগড়-কন্যাকুমারী) এক্সপ্রেসের সময় ১৯:৫৫ ঘণ্টার পরিবর্তে ২২:৫৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৪৮৩ (আলিপুরদুয়ার জং.-দিল্লি) মহানন্দা এক্সপ্রেসের সময় ১০:৩০ ঘণ্টার পরিবর্তে ১৩:৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার-শিয়ালদহ) তিস্তা-তোর্সা এক্সপ্রেসের সময় ১২:২০ ঘণ্টার পরিবর্তে ১৫:২০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩২৪৭ (কামাখ্যা-রাজেন্দ্র নগর) এক্সপ্রেসের সময় ০৫:৩৫ ঘণ্টার পরিবর্তে ০৮:০০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।

➢ ০৫ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ২২২৩৪ (পাটনা জং.-নিউ জলপাইগুড়ি) বন্দে ভারত এক্সপ্রেসের সময় ১৩:০০ ঘণ্টার পরিবর্তে ১৫:১৫ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ০৮ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত উল্লেখিত ট্রেনটির সময় ১৩:০০ ঘণ্টার পরিবর্তে ১৩:৩০ ঘণ্টায় পুনর্নির্ধারণ করা হয়েছে।