মেয়েদের কাছে হেরে গেল ছেলেরা!

WBBSE Madhyamik Result 2024: মাধ্যমিকে নতুন রেকর্ড! ফলাফলে এমন ঘটনা ঘটল এবারেই প্রথম, জেনে একেবারে চমকে যাবেন

কলকাতা: এ বারের মাধ্যমিকে নতুন রেকর্ড, যা নিয়ে বেজায় খুশি মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিকে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী প্রথম বিভাগে পাশ করেছে, যা এককথায় নজিরবিহীন। মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করেছে ১,১৮,৮১১ জন। মাধ্যমিকে প্রথম ভাষায় ১৮৪৩৩ জন ৯০ থেকে ১০০ নম্বর পেয়েছে, অর্থাৎ ‘AA’ গ্রেড। পাশাপাশি দ্বিতীয় ভাষায় ৯,৯২২ জন, অঙ্কে ২২,৮৩২ জন, ভৌতবিজ্ঞানে ১৪,৪১৫, জীবন বিজ্ঞানে ২৮,৬৮৪, ইতিহাসে ১৪,৭১৬, ভূগোলে ৪৯,৯৯৪ জন পেয়েছে।

WB HS Results 2024 Today LIVE: আজ উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, অপেক্ষায় লক্ষ লক্ষ পরীক্ষার্থী! সহজে-সরাসরি রেজাল্ট দেখতে ক্লিক করুন এখানে

এ বার মাধ্যমিকে সব থেকে বেশি ভূগোল ‘এ’ পেয়েছে পড়ুয়ারা। প্রায় ৫০ হাজার পরীক্ষার্থী ‘AA’ পেয়েছে, যাকে নজিরবিহীন হিসাবে দাবি করছে পর্ষদ। মাধ্যমিক বোর্ডে ৬০ পার্সেন্ট পেয়েছে ১,১৮,৪১১ জন। AA পেয়েছে ৯,৯৬১ জন। A+ ২৪,৬৪৩ জন, A পেয়েছে ৮৩,৮০৭ জন।

আরও পড়ুনঃ মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন জেলা থেকে কোন স্কুলের কে পেল স্থান? রইল তালিকা

মধ্যশিক্ষা পর্ষদের ভবন থেকে সকালে প্রকাশিত হল মাধ্যমিকের এ বছরের ফলাফল। সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, ৮০ দিনের মাথায় হল এ বছরের ফল ঘোষণা।

এ বছর মোট ৯ লক্ষ ২৩ হাজার ৬৩৬ জন পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। যার মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল বলেও জানা গিয়েছে। পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, ৪ লক্ষের কিছু বেশি ছাত্র এবং ৫ লক্ষের কিছু বেশি ছাত্রী জীবনের প্রথম এই বড় পরীক্ষায় বসেছিল। সফলভাবে উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৬৫ হাজার ২৫২ জন। পাশের হার ৮৬.৩১%, যার মধ্যে সর্বোচ্চ কালিম্পং, দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর ও কলকাতা।

আরও পড়ুনঃ রোজ এসি চালাচ্ছেন তো? সুইচ অনের আগে ৩ কাজ করুন অবশ্যই, চরম গরমে ১০ মিনিটে কনকনে ঠান্ডা ঘর

রাজ্যের মোট ৪৯ ক্যাম্প অফিস থেকে রেজাল্ট বিতরণ করা হবে বলেও পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে। মোট ৫৭ জন স্থানাধিকারী রয়েছে মেধা তালিকায়। তার মধ্যে রাজ্যে এ বছর মাধ্যমিক পরীক্ষায় প্রথম কোচবিহারের রামভোলা হাই স্কুলের চন্দ্রচূড় সেন, তার প্রাপ্ত নম্বর ৬৯৩। উত্তর ২৪ পরগণা জেলা থেকে মেধাতালিকায় রয়েছে মাত্র দু’জন। ফল ঘোষণার পর ওয়েবসাইটে এবং পরবর্তীতে স্কুলে গিয়ে রেজাল্ট সংগ্রহ করতে হবে ছাত্রছাত্রীদের বলেও পর্ষদের তরফে জানানো হয়।

তথ্য সৌজন্যেঃ সোমরাজ বন্দ্যোপাধ্যায় 

Rudra Narayan Roy