এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী! এত ফেল কেন?

WBBSE Madhyamik Result 2024: এবার মাধ্যমিকে অনুত্তীর্ণ দেড় লক্ষেরও বেশি পরীক্ষার্থী! এত ফেল কেন? উদ্বিগ্ন শিক্ষামহল

কলকাতা: বৃহস্পতিবার সকাল ৯টায় মাধ্যমিকের ফলাফল প্রকাশিত৷ ৮০ দিনের মাথায় ঘোষণা হল এ বছরের মাধ‍্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি, শেষ হয় ১২ ফেব্রুয়ারি। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,২৩,০১৩ জন পড়ুয়া। এদের মধ্যে ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা- ৪,০৫,৯৯৪। ছাত্রী পরীক্ষার্থীদের সংখ্যা- ৫,১৭০,১৯ জন। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা- ২৬৭৫টি।

চলতি বছর মোট ৭৬৫২৫২ পরীক্ষর্থী পাশ করেছে মাধ্যমিকে। এবার অকৃতকার্য হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৭১৩ জন। এবার অসফল হওয়ার হার প্রায় ১৪ শতাংশ।

আরও পড়ুন: ফের পিছনের সারিতে কলকাতা, মাধ্যমিকের মেধাতালিকায় জেলার দাপট! প্রথম দশে শহরের কতজন

যারা পরীক্ষাকেন্দ্রে মোবাইল সমেত ধরা পড়েছিল, qr code দিয়ে ধরা পড়েছিল তাদের পরীক্ষা বাতিল করা হয়েছে। সেই সংখ্যাটি এবার ৪৮।

গত বছর, ২০২৩ সালে মাধ্যমিকে ১ লক্ষ ১১ হাজার ছাত্রছাত্রী অকৃতকার্য ছিল। গত বছরের তুলনায় এবার পাশের হার বেড়েছে। কিন্তু এবার দেড় লক্ষেরও বেশি জন ফেল করেছে। কেন এত বেশি পড়ুয়া অনুত্তীর্ণ হচ্ছে এই পরীক্ষায়?

মাধ্যমিকে সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের আধিক্যের পরেও এত সংখ্যক পড়ুয়া অকৃতকার্য হচ্ছে কেন, সেই বিষয়ে উদ্বিগ্ন শিক্ষামহল।