পূর্ব রেলের পরিবর্তিত সূচি অনুযায়ী সময় বদলেছে উত্তরবঙ্গের গৌড় এক্সপ্রেস, দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, কাজিরাঙা এক্সপ্রেস, গৌড় এক্সপ্রেস এবং বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস। প্রতীকী ছবি।

Rail: পুজোর মধ্যেই বদলে গেল বহু গুরুত্বপূর্ণ ট্রেনের সময়! চোখ বুলিয়ে নিন নতুন টাইমটেবিলে

*উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তার নেটওয়ার্কের মধ্যে চলাচল করা দশটি (১০) ট্রেনের সময়সূচি ১২ অক্টোবর, ২০২৪ থেকে কয়েকটি স্টেশনে সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি করতে এবং সময়ানুবর্তিতা উন্নত করার লক্ষ্যে এই সংশোধনগুলি করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে তার নেটওয়ার্কের মধ্যে চলাচল করা দশটি (১০) ট্রেনের সময়সূচি ১২ অক্টোবর, ২০২৪ থেকে কয়েকটি স্টেশনে সংশোধন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সুবিধা বৃদ্ধি করতে এবং সময়ানুবর্তিতা উন্নত করার লক্ষ্যে এই সংশোধনগুলি করা হয়েছে। সংগৃহীত ছবি।
*ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছবে ১৬.৪০ ঘণ্টায় এবং ১৬.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪.০৫ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়)এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছবে ০৮.৪০ ঘণ্টায় এবং ০৮.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.২০ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সংগৃহীত ছবি। 
*ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ অসম এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছবে ১৬.৪০ ঘণ্টায় এবং ১৬.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৪.০৫ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৯০৪ (চণ্ডীগড়-ডিব্রুগড়)এক্সপ্রেস নিউ জলপাইগুড়িতে পৌঁছবে ০৮.৪০ ঘণ্টায় এবং ০৮.৫০ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ০৫.২০ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সংগৃহীত ছবি।
*সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ২২৫০৩ (কন্যাকুমারী-ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস মরিয়নিতে পৌঁছবে ১৬.২০ ঘণ্টায় এবং ১৬.২৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ২২৫০৩ (কন্যাকুমারী-ডিব্রুগড়) বিবেক এক্সপ্রেস মরিয়নিতে পৌঁছবে ১৬.২০ ঘণ্টায় এবং ১৬.২৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২০.৫০ ঘণ্টায় ডিব্রুগড়ে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি।
*ট্রেন নং. ২২৫০১ (এসএমভিটি বাঙ্গালুরু-নিউ তিনসুকিয়া) সুপারফাস্ট এক্সপ্রেস কিষানগঞ্জে পৌঁছবে ১৯.১৫ ঘণ্টায় এবং ১৯.১৭ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৬.২৫ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৮১৮ (নাহরলগুন-শুখোভি) দনি পোলো এক্সপ্রেস চাপরমুখে পৌঁছবে ০৫.৫৫ ঘণ্টায় এবং ০৫.৫৭ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ০৯.৫০ ঘণ্টায় শুখোভি পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*ট্রেন নং. ২২৫০১ (এসএমভিটি বাঙ্গালুরু-নিউ তিনসুকিয়া) সুপারফাস্ট এক্সপ্রেস কিষানগঞ্জে পৌঁছবে ১৯.১৫ ঘণ্টায় এবং ১৯.১৭ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১৬.২৫ ঘণ্টায় নিউ তিনসুকিয়া পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৮১৮ (নাহরলগুন-শুখোভি) দনি পোলো এক্সপ্রেস চাপরমুখে পৌঁছবে ০৫.৫৫ ঘণ্টায় এবং ০৫.৫৭ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ০৯.৫০ ঘণ্টায় শুখোভি পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি।
*ট্রেন নং. ১৫৬১৩ (গুয়াহাটি-মুর্কংসেলেক) লাচিত এক্সপ্রেস নর্থ লখিমপুরে পৌঁছবে ০৪.১০ ঘণ্টায় এবং ০৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ০৭.৫০ ঘণ্টায় মুর্কংসেলেক পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে।ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস বরহাটে পৌঁছবে ১৭.৩১ ঘণ্টায় এবং ১৭.৩৩ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২১.৪৫ ঘণ্টায় লিডু পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*ট্রেন নং. ১৫৬১৩ (গুয়াহাটি-মুর্কংসেলেক) লাচিত এক্সপ্রেস নর্থ লখিমপুরে পৌঁছবে ০৪.১০ ঘণ্টায় এবং ০৪.১৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ০৭.৫০ ঘণ্টায় মুর্কংসেলেক পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে।ট্রেন নং. ১৫৯৬৭ (রঙিয়া-লিডু) এক্সপ্রেস বরহাটে পৌঁছবে ১৭.৩১ ঘণ্টায় এবং ১৭.৩৩ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২১.৪৫ ঘণ্টায় লিডু পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি।
*ট্রেন নং. ১৫৬৬৫ (গুয়াহাটি-মরিয়নি) বিজি এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংশোধিত সময় ১৪.৪০ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২৩.৫০ ঘণ্টায় মরিয়নি পৌঁছবে। এছাড়াও, সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৬৬৯ (গুয়াহাটি-ডিব্রুগড়) নাগাল্যান্ড এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংশোধিত সময় ২০.৫৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৪০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। সংগৃহীত ছবি। 
*ট্রেন নং. ১৫৬৬৫ (গুয়াহাটি-মরিয়নি) বিজি এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংশোধিত সময় ১৪.৪০ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে ২৩.৫০ ঘণ্টায় মরিয়নি পৌঁছবে। এছাড়াও, সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১৫৬৬৯ (গুয়াহাটি-ডিব্রুগড়) নাগাল্যান্ড এক্সপ্রেস গুয়াহাটি থেকে সংশোধিত সময় ২০.৫৫ ঘণ্টায় রওনা দিয়ে পরের দিন ১০.৪০ ঘণ্টায় ডিব্রুগড় পৌঁছবে। সংগৃহীত ছবি।
*সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১২০৬৭/১২০৬৮ (গুয়াহাটি-যোরহাট টাউন-গুয়াহাটি) জন শতাব্দী এক্সপ্রেস গুয়াহাটি/জোরহাট টাউন থেকে সংশোধিত সময় যথাক্রমে ০৬.২০/১৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে যথাক্রমে ১৩.০৫/২১.২০ ঘণ্টায় তার গন্তব্যস্থলে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে উভয় ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি। 
*সবগুলি নির্ধারিত স্টপেজে ট্রেনটির সময়সূচি সংশোধন করা হয়েছে। ট্রেন নং. ১২০৬৭/১২০৬৮ (গুয়াহাটি-যোরহাট টাউন-গুয়াহাটি) জন শতাব্দী এক্সপ্রেস গুয়াহাটি/জোরহাট টাউন থেকে সংশোধিত সময় যথাক্রমে ০৬.২০/১৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে একইদিনে যথাক্রমে ১৩.০৫/২১.২০ ঘণ্টায় তার গন্তব্যস্থলে পৌঁছবে। সবগুলি নির্ধারিত স্টপেজে উভয় ট্রেনের সময়সূচি সংশোধন করা হয়েছে। সংগৃহীত ছবি।
*এই নতুন সময়সূচি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে উন্নত ট্রেন পরিচালনের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হয়েছে। যাত্রা শুরু করার আগে ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেমে (এনটিইএস) রিয়েল টাইম ভিত্তিতে ট্রেনের বর্তমান অবস্থান এবং সময়সূচির বিবরণ দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সংগৃহীত ছবি।
*এই নতুন সময়সূচি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে উন্নত ট্রেন পরিচালনের ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হয়েছে। যাত্রা শুরু করার আগে ন্যাশনাল ট্রেন এনকোয়ারি সিস্টেমে (এনটিইএস) রিয়েল টাইম ভিত্তিতে ট্রেনের বর্তমান অবস্থান এবং সময়সূচির বিবরণ দেখে নেওয়ার জন্য যাত্রীদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। সংগৃহীত ছবি।