Indian Railways: পর্যটকদের জন্য দারুণ খবর! আরও সস্তা ও সহজ হল উত্তরবঙ্গে পর্যটন!

নতুন সাজে উত্তরবঙ্গ! এবার সাজল উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার বাহন। পুরোনোর খোলস ছেড়ে এক্কেবারে নতুন রুপে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন। বছরের বিভিন্ন সময়ে উত্তরবঙ্গের প্রকৃতি এক এক রূপে সেজে ওঠে। সব মরশুমেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এছাড়াও কর্মসূত্রের জন্যেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এক অনন্য যোগাযোগ থাকে সবসময়ই। (সুরজিৎ দে)
নতুন সাজে উত্তরবঙ্গ! এবার সাজল উত্তরবঙ্গ পাড়ি দেওয়ার বাহন। পুরোনোর খোলস ছেড়ে এক্কেবারে নতুন রুপে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন। বছরের বিভিন্ন সময়ে উত্তরবঙ্গের প্রকৃতি এক এক রূপে সেজে ওঠে। সব মরশুমেই উত্তরবঙ্গে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এছাড়াও কর্মসূত্রের জন্যেও দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের এক অনন্য যোগাযোগ থাকে সবসময়ই। (সুরজিৎ দে)
বহু পরিযায়ী শ্রমিকও কাজের উদ্দেশ্যে এই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই ট্রেনগুলিতে পুরনো প্রযুক্তির আইসিএফ কোচ ব্যবহার করা হচ্ছে। সেই কোচগুলির অবস্থাও লড়ঝড়ে। যতদিন গেছে ততই উত্তরবঙ্গে যাতায়াতের পরিবহণ ব্যবস্থা উন্নত হয়েছে। এখন বহু ট্রেন ও বাস চলে উত্তরবঙ্গের উদ্দেশে।
বহু পরিযায়ী শ্রমিকও কাজের উদ্দেশ্যে এই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই ট্রেনগুলিতে পুরনো প্রযুক্তির আইসিএফ কোচ ব্যবহার করা হচ্ছে। সেই কোচগুলির অবস্থাও লড়ঝড়ে। যতদিন গেছে ততই উত্তরবঙ্গে যাতায়াতের পরিবহণ ব্যবস্থা উন্নত হয়েছে। এখন বহু ট্রেন ও বাস চলে উত্তরবঙ্গের উদ্দেশে।
এই ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। তাই পর্যটকদের যাতায়াত আরও সুবিধাজনক ও নিরাপদ করে তুলতেই রেল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ। কোচবিহার থেকে শিয়ালদহে ইনাগরেশন রানে পাড়ি দিল নয়া সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন।
এই ট্রেনগুলির মধ্যে অন্যতম একটি জনপ্রিয় ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেস। তাই পর্যটকদের যাতায়াত আরও সুবিধাজনক ও নিরাপদ করে তুলতেই রেল কর্তৃপক্ষের তরফে এই উদ্যোগ। কোচবিহার থেকে শিয়ালদহে ইনাগরেশন রানে পাড়ি দিল নয়া সাজে উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেন।
নতুন রুপে ঝকঝকে ট্রেন পেয়ে বেজায় খুশি নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, আগে এই রেলে ছিল আইসিএফ ( ICF ) কোচ। এখন তা বদলে হল উন্নতমানের এলএইচবি (LHB)। এরই সঙ্গে আসন সংখ্যাও বেড়েছে।
নতুন রুপে ঝকঝকে ট্রেন পেয়ে বেজায় খুশি নিত্যযাত্রীরা। রেল সূত্রে জানা গিয়েছে, আগে এই রেলে ছিল আইসিএফ ( ICF ) কোচ। এখন তা বদলে হল উন্নতমানের এলএইচবি (LHB)। এরই সঙ্গে আসন সংখ্যাও বেড়েছে।
আগে বাতানুকূল ২ টিয়ারের কোচে ৪৮ টি সিট ছিল। বর্তমানে বেড়ে দাঁড়াল ৫২ তে এবংএসি ২ টিয়ারে একটি কোচ বেড়ে দুটি কোচ হয়েছে। একই সঙ্গে বাতানুকূলে থ্রি ট্রিয়ারে ৬৪ টি সিট ছিল, এখন বেড়ে হয়েছে ৭২। এসি প্রথম শ্রেণিতে আগে অর্ধেক আসন সংখ্যা ছিল, এখন পুরো আসন সংখ্যা হয়েছে HA1 কোচে।
আগে বাতানুকূল ২ টিয়ারের কোচে ৪৮ টি সিট ছিল। বর্তমানে বেড়ে দাঁড়াল ৫২ তে এবংএসি ২ টিয়ারে একটি কোচ বেড়ে দুটি কোচ হয়েছে। একই সঙ্গে বাতানুকূলে থ্রি ট্রিয়ারে ৬৪ টি সিট ছিল, এখন বেড়ে হয়েছে ৭২। এসি প্রথম শ্রেণিতে আগে অর্ধেক আসন সংখ্যা ছিল, এখন পুরো আসন সংখ্যা হয়েছে HA1 কোচে।