এই ট্রেনগুলি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যাওয়ার অন্যতম জনপ্রিয় ট্রেন। তবে এবার একাধিক ট্রেনের সময় বদল করা হচ্ছে।

Indian Railways: উৎসবের মরসুমে রেকর্ড গড়ল ভারতীয় রেল, বিরাট লাভবান হবে উত্তর-পূর্ব ভারত ও উত্তরবঙ্গ! জানুন

শিলিগুড়ি: উৎসবের মরসুমে পণ্য পরিবহণে রেকর্ড গড়ছে রেল। স্বল্পমূল্যে দ্রুত পণ্য পাঠানোর ব্যবস্থা করল রেল। বিশেষ করে উত্তরবঙ্গের ও উত্তর পূর্ব ভারতের ব্যবসায়ী ও মানুষের এতে সুবিধা হতে চলেছে। কারণ প্রবল প্রাকৃতিক দুর্যোগে এই পণ্য পাঠানো সড়কপথে সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। পুজোর আগে সেই কাজ করে দিল রেল।

২০২৪-এর সেপ্টেম্বর মাসে পণ্যবাহী রেক আনলোডিং-এ অগ্রগতি উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পণ্য আনলোডিং ক্রমাগত একটি স্থির বৃদ্ধিতে অগ্রসর হচ্ছে৷ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে তার অধিক্ষেত্রের অধীনে প্রত্যেকটি রাজ্যের প্রত্যেকটি কোণায় আবশ্যকীয় এবং প্রয়োজনীয় পণ্য সরবরাহ নিশ্চিত করে। ফলে, ২০২৪-এর সেপ্টেম্বর মাসে, অধিক্ষেত্রের অধীনে ৯৬৬টি মালবাহী রেক আনলোড করা হয়।

আরও পড়ুন: গাছের ২টি পাতা, অযত্নের আগাছা ডায়াবেটিসের ‘মৃত্যুবাণ’! এভাবে খেলেই নামবে ব্লাড সুগার

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, ট্যাংকের মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং নিজস্ব অধিক্ষেত্রের বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে। ২০২৪-এর সেপ্টেম্বর মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫২৬টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ২৬৪টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৬৪টি রেক, নাগাল্যান্ডে ১৮টি রেক, অরুণাচল প্রদেশে ০৯টি রেক এবং মণিপুরে ০১টি রেক আনলোড করা হয়।

আরও পড়ুন: যত খুশি নয়, ওজন ঝরাতে ঠিক কত পা হাঁটতে হবে জানেন? রইল ডাক্তারের পরামর্শ 

এছাড়াও, ২০২৪-এর সেপ্টেম্বর মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৭৯ পণ্যবাহী রেক ও বিহারে ১৬৯টি পণ্যবাহী রেক আনলোড করা হয়। অত্যাবশ্যকীয় ও অন্যান্য পণ্য সামগ্রী শুধুমাত্র সাধারণ জনগণের চাহিদা পূরণের জন্য নয়, বরং তার পাশাপাশি সমগ্র অঞ্চলের অর্থনৈতিক কার্যকলাপকে সক্রিয় রাখতে ও বিকশিত করতে নিয়মিতভাবে পরিবহণ করা হচ্ছে। এর ফলে নিত্যপ্রয়োজনীয় ও অন্যান্য সামগ্রীর চলাচল বৃদ্ধির পাশাপাশি মাল আনলোডিংও বৃদ্ধি পায়।

আবীর ঘোষাল