আর গতি বাড়ানোর ফলে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছতে আগের থেকে কম সময় লাগবে। সেই দিকে তাকিয়েই সময়সূচির পরিবর্তন করা হয়েছে। নভেম্বর মাসের শেষের দিকে এই নয়া সূচি কার্যকর হবে। প্রতীকী ছবি।

Train accident: দ্রুত গতিতে ছুটে আসছিল ট্রেন, হঠাৎ রেললাইনে ঢুকে পড়ল গাড়ি! শেষ মুহূর্তে যা ঘটল…

দেশ জুড়ে রেল দুর্ঘটনা প্রায় নিয়মিতই একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই নিয়ে নানা রকমের চক্রান্তের অভিযোগ করা হলেও অনেক ক্ষেত্রে ট্রেন দুর্ঘটনার জন্য রেল নিজেদের দায় এড়াতে পারে না। ‍
দেশ জুড়ে রেল দুর্ঘটনা প্রায় নিয়মিতই একটি ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রেলের পক্ষ থেকে বিভিন্ন সময়ে এই নিয়ে নানা রকমের চক্রান্তের অভিযোগ করা হলেও অনেক ক্ষেত্রে ট্রেন দুর্ঘটনার জন্য রেল নিজেদের দায় এড়াতে পারে না। ‍
সেই রকমই একটি বড় দুর্ঘটনার মুখে পড়ল শনিবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেই সময় লাইন দিয়ে ছুটে আসছিল গোরক্ষপুর-লখনউ সুপারফাস্ট এক্সপ্রেস।
সেই রকমই একটি বড় দুর্ঘটনার মুখে পড়ল শনিবার। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেই সময় লাইন দিয়ে ছুটে আসছিল গোরক্ষপুর-লখনউ সুপারফাস্ট এক্সপ্রেস।
সেই সময়ই হঠাৎই একটি গাড়ি ট্রেনের সামনে এসে পড়ে। নিশ্চিত দুর্ঘটনার মুখে পড়ে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনের চালক। কিছু দূর এগিয়ে গাড়িটির কাছে এসে থেমে যায় ট্রেনটি।
সেই সময়ই হঠাৎই একটি গাড়ি ট্রেনের সামনে এসে পড়ে। নিশ্চিত দুর্ঘটনার মুখে পড়ে ইমার্জেন্সি ব্রেক কষেন ট্রেনের চালক। কিছু দূর এগিয়ে গাড়িটির কাছে এসে থেমে যায় ট্রেনটি।
ট্রেনের চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এবং গাড়িটি। তবে ঘটনার পরেই তদন্ত শুরু করা হয়, কী ভাবে চলন্ত ট্রেনের সামনে গাড়িটি চলে এল তা জানতে তদন্ত শুরু করা হয়।
ট্রেনের চালকের তৎপরতায় বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রেন এবং গাড়িটি। তবে ঘটনার পরেই তদন্ত শুরু করা হয়, কী ভাবে চলন্ত ট্রেনের সামনে গাড়িটি চলে এল তা জানতে তদন্ত শুরু করা হয়।
তদন্তে জানা গিয়েছে, গাড়িটি সেই সময়ে লখনউ থেকে আসছিল। রেল গেটের সামনে আসার পর গাড়ির চালক দেখেন গেটটি বন্ধ হবে, সেই সময়ই দ্রুত গতিতে লাইন পেরোতে চেষ্টা করেন। তার ফলেই নাকি দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি, ঘটনার জেরে গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, গাড়িটি সেই সময়ে লখনউ থেকে আসছিল। রেল গেটের সামনে আসার পর গাড়ির চালক দেখেন গেটটি বন্ধ হবে, সেই সময়ই দ্রুত গতিতে লাইন পেরোতে চেষ্টা করেন। তার ফলেই নাকি দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি, ঘটনার জেরে গাড়ির চালকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।