বিরাট লাভ ভারতীয় রেলের!

Indian Railways: পণ্য লোডিংয়ে অভূতপূর্ব সাফল্য! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আয় বৃদ্ধি ২৩.২ শতাংশ 

আগরতলা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের কাছে সময়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে একনিষ্ঠভাবে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে। সেজন্যই পণ্য লোডিংয়ের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিকাশ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

২০২৪-এর জুলাই মাসে বিভিন্ন পণ্যের ০.৯১৩ মিলিয়ন টন লোডিং হয়েছে। যার ফলে বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ঘটেছে ২৩.২ শতাংশ। ২০২৪-এর জুলাই মাসে কিছু সামগ্রীর লোডিঙের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। ওই মাসে, খাদ্য শস্যের ক্ষেত্রে ৩০.৫ শতাংশ, সিমেন্ট লোডিংয়ে ক্ষেত্রে ৬৬৬.৭ শতাংশ বৃদ্ধি পায়। পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় পিওএল লোডিংয়ে ক্ষেত্রে ২৬.১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কনটেনার লোডিং ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থ বর্ষের একই সময়ের তুলনায় কাঠ ও ব্যালাস্টের মতো বিভিন্ন সামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ এবং ২৭.২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছিল। অবশেষে, বছরের পর বছর ধরে পণ্য লোডিং বৃদ্ধি পাওয়াটা অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের ইঙ্গিত বহন করে। পণ্য লোডিংয়ে অগ্রগতির ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিরাট রদবদল! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গ! ভিজবে কলকাতা? জানিয়ে দিল আলিপুর

২০২৪-এর জুলাই মাসে পণ্য আনলোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের স্থির বৃদ্ধি অব্যাহত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিংয়ে ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি করে আসছে। ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১০৫৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, তাঁকে র মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং তার অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

২০২৪-এর জুলাই মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৯৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৫টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭২টি রেক, নাগাল্যান্ডে ২৩টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৯টি রেক আনলোড করা হয়। এছাড়াও, ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৯১টি পণ্যবাহী রেক ও বিহারে ১৫৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়। কাজ আরও সুবিধাজনক করে তুলতে আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও গুডস শেড চালু করা হয়েছে, যার ফলে সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেক আনলোড ও খালি করার জন্য গ্রাহক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপকৃত হয়েছেন। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিংয়ের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।