Tag Archives: North East India

Indian Railways: পণ্য লোডিংয়ে অভূতপূর্ব সাফল্য! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আয় বৃদ্ধি ২৩.২ শতাংশ 

আগরতলা: উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে নিজেদের গ্রাহকদের পরিষেবা দিতে এবং প্রত্যন্ত অঞ্চলের ব্যবহারকারীদের কাছে সময়ে প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া নিশ্চিত করতে একনিষ্ঠভাবে দিনরাত চব্বিশ ঘণ্টা কাজ করছে। সেজন্যই পণ্য লোডিংয়ের ক্ষেত্রে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের বিকাশ ক্রমাগতভাবে বৃদ্ধি পাচ্ছে।

২০২৪-এর জুলাই মাসে বিভিন্ন পণ্যের ০.৯১৩ মিলিয়ন টন লোডিং হয়েছে। যার ফলে বিগত বর্ষের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি ঘটেছে ২৩.২ শতাংশ। ২০২৪-এর জুলাই মাসে কিছু সামগ্রীর লোডিঙের ক্ষেত্রে পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য অগ্রগতি নথিভুক্ত করা হয়েছে। ওই মাসে, খাদ্য শস্যের ক্ষেত্রে ৩০.৫ শতাংশ, সিমেন্ট লোডিংয়ে ক্ষেত্রে ৬৬৬.৭ শতাংশ বৃদ্ধি পায়। পূর্ববর্তী বর্ষের একই সময়ের তুলনায় পিওএল লোডিংয়ে ক্ষেত্রে ২৬.১ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কনটেনার লোডিং ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিগত অর্থ বর্ষের একই সময়ের তুলনায় কাঠ ও ব্যালাস্টের মতো বিভিন্ন সামগ্রী লোডিংয়ের ক্ষেত্রে যথাক্রমে ৬০০ এবং ২৭.২ শতাংশ বৃদ্ধি নথিভুক্ত করা হয়েছিল। অবশেষে, বছরের পর বছর ধরে পণ্য লোডিং বৃদ্ধি পাওয়াটা অঞ্চলটির বর্ধিত অর্থনৈতিক কার্যকলাপের ইঙ্গিত বহন করে। পণ্য লোডিংয়ে অগ্রগতির ফলে উল্লেখযোগ্য পরিমাণের পণ্য রাজস্ব সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: ঝেঁপে আসছে…! আগামী ৪৮ ঘণ্টা আবহাওয়ার বিরাট রদবদল! বজ্রবিদ্যুৎ-বৃষ্টি কাঁপাবে দক্ষিণবঙ্গ! ভিজবে কলকাতা? জানিয়ে দিল আলিপুর

২০২৪-এর জুলাই মাসে পণ্য আনলোডিংয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের স্থির বৃদ্ধি অব্যাহত উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে পণ্য আনলোডিংয়ে ক্ষেত্রে ধারাবাহিকভাবে স্থির বৃদ্ধি করে আসছে। ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের দ্বারা ১০৫৬টি পণ্যবাহী রেক আনলোড করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে এফসিআই চাল, চিনি, লবণ, খাদ্য উপযোগী তেল, খাদ্য শস্য, সার, সিমেন্ট, কয়লা, শাকসবজি, অটো, তাঁকে র মতো পণ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সংশ্লিষ্ট মাসে পরিবহণ করেছে এবং তার অধিক্ষেত্রের অধীনে বিভিন্ন গুডস শেডে সেগুলি আনলোড করেছে।

২০২৪-এর জুলাই মাসে অসমে পণ্যবাহী ট্রেনের ৫৯৩টি রেক আনলোড করা হয়েছে, যার মধ্যে ৩০৫টি রেকে অত্যাবশ্যকীয় সামগ্রী লোড ছিল। সংশ্লিষ্ট মাসে ত্রিপুরায় ৭২টি রেক, নাগাল্যান্ডে ২৩টি রেক, অরুণাচল প্রদেশে ১১টি রেক, মণিপুরে ২টি রেক এবং মিজোরামে ৯টি রেক আনলোড করা হয়। এছাড়াও, ২০২৪-এর জুলাই মাসে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের অধিক্ষেত্রের মধ্যে পশ্চিমবঙ্গে ১৯১টি পণ্যবাহী রেক ও বিহারে ১৫৫টি পণ্যবাহী রেক আনলোড করা হয়। কাজ আরও সুবিধাজনক করে তুলতে আধুনিক টার্মিনাল হ্যান্ডলিং সুবিধা এবং আরও গুডস শেড চালু করা হয়েছে, যার ফলে সীমিত সময়ের মধ্যে অন্তর্মুখী রেক আনলোড ও খালি করার জন্য গ্রাহক ও অন্যান্য স্টেকহোল্ডাররা উপকৃত হয়েছেন। সমস্ত পর্যায়ে ক্রমাগত পর্যবেক্ষণের ফলে টার্নঅ্যারাউন্ডের সময় হ্রাস হয়েছে এবং আনলোডিংয়ের দক্ষতা বৃদ্ধি পেয়েছে।

Indian Railways: যোগ ব্যায়ামে জোর উত্তর পূর্ব সীমান্ত রেলের! ট্রেন চালকদের জন্য অভিনব উদ্যোগ

কলকাতা: মানসিক স্থিরতা, মনসংযোগ যথাযথ বজায় রাখতে প্রয়োজন যোগ ব্যায়ামের। ট্রেন চালক, সহকারী চালক, গার্ড ও টেকনিক্যাল বিভাগের কর্মীদের জন্য তাই যোগায় জোর দিচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল।

সুস্থতার জন্য বিশ্বব্যাপী উদযাপন হিসেবে সমগ্র উত্তর পূর্ব সীমান্ত রেলওয়েতে আন্তর্জাতিক যোগ দিবস (আইডিওয়াই-২০২৪) পালন করা হয়। যোগের গুরুত্ব ও জনসাধারণের স্বাস্থ্যের উপর এর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ে, সবগুলি ডিভিশনে ও ওয়ার্কশপে যোগ অনুশীলন কর্মশালার আয়োজন করা হয়। আন্তর্জাতিক যোগ দিবস ২০২৪-এর থিম ছিল “নিজের এবং সমাজের জন্য যোগ”।

যোগাভ্যাসের দ্বিগুন উপকার: ‘ব্যক্তিগত সুস্থতা বৃদ্ধি ও বৃহৎ পরিসরে সমাজের উন্নতির উপর গুরুত্ব আরোপ’ এই থিমটির দ্বারা স্বীকৃত এই বিষয়টি। অভ্যন্তরীণ শান্তি ও আত্ম-যত্ন হল একটি সুখী ও সুস্থ অস্তিত্বের মূল ভিত্তি। উল্লেখযোগ্য, ২০২৪ আন্তর্জাতিক যোগ দিবস হল এই দিবস পালনের ১০ম বর্ষপূর্তি।

“নিজের এবং সমাজের জন্য যোগ” থিমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য কার্যালয়ের আন্তর্জাতিক এই যোগ দিবসের কর্মসূচির আয়োজন করা হয় মালিগাঁওস্থিত রেলওয়ে ইন্ডোর স্টেডিয়ামে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রী চেতন কুমার শ্রীবাস্তব অন্যান্য বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে রেলওয়ে আধিকারিকরা ও কর্মচারীরা নিজেদের পরিবারবর্গকে সঙ্গে নিয়ে আন্তরিকভাবে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন “আসন” প্রদর্শন করেন।

হাজার হাজার রেলকর্মী ও তাঁদের পরিবারবর্গের অংশগ্রহণের মাধ্যমে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পাঁচটি ডিভিশনে আইডিওয়াই-২০২৪ পালন করা হয়। ২১ জুন হল উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘ দিন। এটি বিকাশ, বৃদ্ধি ও প্রাকৃতিক জগৎ ও নিজের সাথে সংযোগ পুনঃপ্রতিষ্ঠিত করার প্রতীক। সদ্য ট্রেন দূর্ঘটনা ঘটেছে এই জোনে। রাঙ্গাপানি স্টেশনে ট্রেন দূর্ঘটনা নিয়ে অতিরিক্ত কাজের চাপ, দৈহিক ও মানসিক পরিশ্রমের কথা বলা হচ্ছে। এই অবস্থায় রেলের তরফে যোগাভ্যাসে জোর দেওয়া কার্যকরি ভূমিকা নেবে বলেই বিশ্বাস বিশেষজ্ঞ মহলের।

Viral Video: Remal ঘূর্ণিঝড়ের জের…! দুর্যোগে উত্তর-পূর্বে! গায়ে কাঁটা দেওয়া উদ্ধার ইম্ফলে! হাড়হিম ভিডিও

রিমলের তাণ্ডব পিছু ছাড়ছে না! উত্তর-পূর্ব জুড়ে রাক্ষুসে বৃষ্টিতে তোলপাড় পরিস্থিতি। উত্তর পূর্বের রাজ্যগুলিতে বন্যা পরিস্থিতি ক্রমে আরও ভয়াবহ হচ্ছে৷ ঘূর্ণিঝড় রেমাল শক্তি হারিয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরে বৃষ্টির দাপটে কার্যত ভাসিয়ে দিচ্ছে উত্তরের জেলা ও রাজ্যগুলি৷ আর তাই নিয়েই তীব্র শঙ্কটে পড়েছেন সাধারণ মানুষ৷ ভয়াবহ অবস্থা পশ্চিমবঙ্গের উত্তরেও। আবহাওয়া দফতরের কমলা সতর্কতা জারি করেছে জলপাইগুড়ি জেলায়। ভুটান পাহাড় ও সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টি চলছে। আর যার জেরে হুহু করে জল বাড়তে শুরু করেছে ডুয়ার্সের বিভিন্ন নদীতে। এমনই ছবি ধরা পরল ধূপগুড়ি জলঢাকা নদীতে। ধুপগুড়ি ব্লকের গোদেয়ার কুটি এলাকায় জলঢাকা নদীতে প্রবল বর্ষণেৃর ফলে শুকনা নদীতে ও জল বাড়তে শুরু করেছে। আর তাতেই আতঙ্ক বাড়ছে৷ এরই মধ্যে উদ্বেগজনক বন্যা পরিস্থিতিতে উদ্ধারের রোমহর্ষক ছবি উঠে এল ভাইরাল ভিডিওতে।