Indian Railways: রেলের বিরুদ্ধে অভিযোগ, রিসার্ভেশন টিকিট হাতেও এই স্টেশন থেকে ওই স্টেশনে দৌড় কেন?

যাত্রী হয়রানিতে চক্রধরপুর এক্সপ্রেস! ট্রেন ধরতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে দৌড়। রাত্রি ১২:৫ এ হাওড়া থেকে ট্রেনের যাত্রা শুরু। সেই ট্রেনে সংরক্ষিত টিকিট রয়েছে যাত্রীদের। (রাকেশ মাইতি) 
যাত্রী হয়রানিতে চক্রধরপুর এক্সপ্রেস! ট্রেন ধরতে এক স্টেশন থেকে অন্য স্টেশনে দৌড়। রাত্রি ১২:৫ এ হাওড়া থেকে ট্রেনের যাত্রা শুরু। সেই ট্রেনে সংরক্ষিত টিকিট রয়েছে যাত্রীদের। (রাকেশ মাইতি)
হয়ত, অনেকেই ট্রেন ধরতে হাওড়া মুখে অথবা কেউ পৌঁছে গিয়েছে হাওড়া স্টেশনে। যাত্রীদের হাতে সংরক্ষিত কামরার টিকিট। ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় হঠাৎ যাত্রীর ফোনে রেলের মেসেজ। যে মেসেজে রেলের তরফে জানান হচ্ছে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে ট্রেন।
হয়ত, অনেকেই ট্রেন ধরতে হাওড়া মুখে অথবা কেউ পৌঁছে গিয়েছে হাওড়া স্টেশনে। যাত্রীদের হাতে সংরক্ষিত কামরার টিকিট। ট্রেন ছাড়ার কয়েক ঘণ্টা আগে সন্ধ্যায় হঠাৎ যাত্রীর ফোনে রেলের মেসেজ। যে মেসেজে রেলের তরফে জানান হচ্ছে হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়বে ট্রেন।
আবার অন্যদিকে সাঁতরাগাছি স্টেশনে যাত্রীর হাতে সংরক্ষিত টিকিট রয়েছে। ফোনে বার্তা এল ট্রেন সাঁতরাগাছিতে থামবে না। এই ট্রেন ধরতে হলে পৌঁছতে হবে বাউড়িয়া স্টেশন।
আবার অন্যদিকে সাঁতরাগাছি স্টেশনে যাত্রীর হাতে সংরক্ষিত টিকিট রয়েছে। ফোনে বার্তা এল ট্রেন সাঁতরাগাছিতে থামবে না। এই ট্রেন ধরতে হলে পৌঁছতে হবে বাউড়িয়া স্টেশন।
রেলের যাত্রী হয়রানির অভিযোগ, হাওড়া থেকে বাঁকুড়া, পুরুলিয়া যাওয়ার ' হাওড়া - চক্রধরপুর - বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে '। ডাউন বা ফেরার সময়ও সমস্যা হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতেই শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
রেলের যাত্রী হয়রানির অভিযোগ, হাওড়া থেকে বাঁকুড়া, পুরুলিয়া যাওয়ার ‘ হাওড়া – চক্রধরপুর – বোকারো স্টিল সিটি এক্সপ্রেসে ‘। ডাউন বা ফেরার সময়ও সমস্যা হাওড়ার পরিবর্তে সাঁতরাগাছিতেই শেষ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।
এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, পাওয়ার ব্লক কাজের কারণে হাওড়ার থেকে স্টেশন পরিবর্তন করা ছাড়া হচ্ছিল। পুণরায় হাওড়া থেকে শুরু এবং যাত্রীদের সুবিধার্থে ফোনে মেসেজের মাধ্যমে বার্তা দেওয়া হয়। তিনি আরও বলেন, যে স্টেশনে অবস্থান তার আগাম স্টেশনের বার্তা আসে যাত্রীর ফোনে।
এ প্রসঙ্গে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ওমপ্রকাশ চরণ বলেন, পাওয়ার ব্লক কাজের কারণে হাওড়ার থেকে স্টেশন পরিবর্তন করা ছাড়া হচ্ছিল। পুণরায় হাওড়া থেকে শুরু এবং যাত্রীদের সুবিধার্থে ফোনে মেসেজের মাধ্যমে বার্তা দেওয়া হয়। তিনি আরও বলেন, যে স্টেশনে অবস্থান তার আগাম স্টেশনের বার্তা আসে যাত্রীর ফোনে।