Indian Railways: ট্রেনে বিপদে পড়লে কাকে ফোন করবেন? নম্বর দেখে সেভ করে নিন, কোনও সমস্যা হবে না

রেল লাইনের ওপরে কোনও অপ্রীতিকর ঘটনা বা কিছু জিনিস রেখে দেওয়ার দৃশ্য দেখলে তৎক্ষণাৎ রেলের নির্দিষ্ট একটি নম্বরে যোগাযোগ করে জানানোর আবেদন জানালেন উত্তর-পূর্ব ভারত রেল সীমান্তের জেনারেল ম্যানেজার। (সুরজিৎ দে)
রেল লাইনের ওপরে কোনও অপ্রীতিকর ঘটনা বা কিছু জিনিস রেখে দেওয়ার দৃশ্য দেখলে তৎক্ষণাৎ রেলের নির্দিষ্ট একটি নম্বরে যোগাযোগ করে জানানোর আবেদন জানালেন উত্তর-পূর্ব ভারত রেল সীমান্তের জেনারেল ম্যানেজার। (সুরজিৎ দে)
এদিন জলপাইগুড়িতে এসে পরিবার পরিজনদের রেলযাত্রা নিরাপদ করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন উত্তর পূর্ব ভারতের জেনারেল ম্যানেজার। ডি আর এম আলিপুরদুয়ার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার স্থান ঘুরে দেখেন তিনি।
এদিন জলপাইগুড়িতে এসে পরিবার পরিজনদের রেলযাত্রা নিরাপদ করতে সাধারণ মানুষের কাছে আবেদন জানালেন উত্তর পূর্ব ভারতের জেনারেল ম্যানেজার। ডি আর এম আলিপুরদুয়ার সহ রেলের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে মালগাড়ি লাইনচ্যুত হওয়ার স্থান ঘুরে দেখেন তিনি।
পরিদর্শন স্থলে উপস্তিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার সাধারণ মানুষের কাছে আবেদন করে বলেন, বেশকিছু রেল পথে নানা সামগ্রী পাওয়া যাচ্ছে, যেটা রেল চলাচলের পক্ষে খুবই বিপজ্জনক।
পরিদর্শন স্থলে উপস্তিত সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের জেনারেল ম্যানেজার সাধারণ মানুষের কাছে আবেদন করে বলেন, বেশকিছু রেল পথে নানা সামগ্রী পাওয়া যাচ্ছে, যেটা রেল চলাচলের পক্ষে খুবই বিপজ্জনক।
প্রসঙ্গত, সম্প্রতি এই ডিভিশনের সেবক রেলপথে আয়রন শিট দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। উক্ত ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রেল নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা কাজ করেছে, আটক করা হয় এক যুবককে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায়, আয়রন শিটকে টুকরো করার লক্ষেই সে রেল পথে রেখেছিল।
প্রসঙ্গত, সম্প্রতি এই ডিভিশনের সেবক রেলপথে আয়রন শিট দেখতে পেয়ে চালক ট্রেন থামিয়ে দেওয়ায় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। উক্ত ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে রেল নিরাপত্তা বাহিনীর গোয়েন্দা শাখা কাজ করেছে, আটক করা হয় এক যুবককে। জিজ্ঞাসাবাদে ধৃত যুবক জানায়, আয়রন শিটকে টুকরো করার লক্ষেই সে রেল পথে রেখেছিল।
সেই কারণেই আম জনতার কাছে তিনি আবেদন জানান, রেল পথে কোনও সন্দেহজনক কিছু দেখলেই আর কিছু করতে না পারলে অন্তত 131 এই নম্বরে সরাসরি ফোন করে রেল এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার।
সেই কারণেই আম জনতার কাছে তিনি আবেদন জানান, রেল পথে কোনও সন্দেহজনক কিছু দেখলেই আর কিছু করতে না পারলে অন্তত 139 এই নম্বরে সরাসরি ফোন করে রেল এবং যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করার।