আসন্ন পুজো, দীপাবলি এবং ছট পুজোর সময় ভ্রমণের দিক গুরুত্ব রেখে স্পেশাল ট্রেন। পূর্ব রেলওয়ে যাত্রীদের সর্বাধিক চাহিদা মেটাতে কুড়ি জোড়া স্পেশাল ট্রেন চালাচ্ছে এই পুজোয়। বিশেষ করে ট্রেনের ৩৯০টি ট্রিপ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এই বিশেষ ট্রেনগুলি পুজোর মরশুমে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করতে সাহায্য করবে।

Indian Railway: উত্তরবঙ্গগামী ট্রেনে লম্বা ওয়েটিং লিস্ট, পাহাড় ঘোরার প্ল্যান ক্যানসেল না করতে হয় !

চলতি সপ্তাহেই লম্বা ছুটি। আর এই ছুটিতে ট্রেনের টিকিটের লম্বা ওয়েটিং লিস্ট। উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনের টিকিটেই ওয়েটিং লিস্ট পড়ে গিয়েছে। কিছু ট্রেনে একশ পেরিয়ে গিয়েছে ওয়েটিং লিস্ট।
চলতি সপ্তাহেই লম্বা ছুটি। আর এই ছুটিতে ট্রেনের টিকিটের লম্বা ওয়েটিং লিস্ট। উত্তরবঙ্গগামী প্রায় সমস্ত ট্রেনের টিকিটেই ওয়েটিং লিস্ট পড়ে গিয়েছে। কিছু ট্রেনে একশ পেরিয়ে গিয়েছে ওয়েটিং লিস্ট।
আগামী ২৩ মে ট্রেনের টিকিটের এমন অবস্থা। কারণ এদিন অর্থাৎ ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি , যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি।
আগামী ২৩ মে ট্রেনের টিকিটের এমন অবস্থা। কারণ এদিন অর্থাৎ ২৩শে মে বুদ্ধ পূর্ণিমার ছুটি , যদি মাঝের একটা দিন কোনওভাবে ছুটি নেওয়া যায়, তাহলে রবিবার অবধি পাওয়া যাবে একটা লম্বা ছুটি।
বাঙালি এই সুযোগটা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না। বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে , তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমান টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়।
বাঙালি এই সুযোগটা কোনওভাবেই হাতছাড়া করতে চাইছে না। বিভিন্ন স্কুলে বাচ্চাদের ছুটি চলছে , তাই এই সুযোগে বাঙালি সপরিবারে দার্জিলিং বা পুরী ঘুরে আসতেই পারে, আর সেই প্রমান টিকিটের চাহিদা থেকে সহজেই অনুমেয়।
রেল সূত্রে জানা গিয়েছে,১২৩৪৩ শিয়ালদহ - নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২ ও ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে। ২২৩০১ হাওড়া - নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।
রেল সূত্রে জানা গিয়েছে,১২৩৪৩ শিয়ালদহ – নিউ জলপাইগুড়ি দার্জিলিং মেলে ২২ ও ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট ১০০ এর উপরে। ২২৩০১ হাওড়া – নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে ২৩ মে টিকিটের ওয়েটিং লিস্ট-ও প্রায় ১০০।
পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া - পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ২৪ মে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গেছে।অন্যান্য ট্রেনের টিকেট গুলিতে লম্বা ওয়েটিং লিস্ট পড়ার আগেই ভ্রমণপিপাসু বাঙালির কাছে দ্রুত টিকিট কেটে নেওয়ার অনুরোধ রেলের।
পিছিয়ে নেই পুরী-ও , ২২৮৯৫ হাওড়া – পুরী বন্দে ভারত এক্সপ্রেসে ২৪ মে ওয়েটিং লিস্ট ১০০ ছাড়িয়ে গেছে।অন্যান্য ট্রেনের টিকেট গুলিতে লম্বা ওয়েটিং লিস্ট পড়ার আগেই ভ্রমণপিপাসু বাঙালির কাছে দ্রুত টিকিট কেটে নেওয়ার অনুরোধ রেলের।
কারণ যে হারে টিকিটের চাহিদা রয়েছে এই সপ্তাহে তাতে অগ্রিম টিকিট না কাটলে বেড়াতে ‌যাওয়ারপরিকল্পনা ভেস্তে যেতে পারে অনেকের।
কারণ যে হারে টিকিটের চাহিদা রয়েছে এই সপ্তাহে তাতে অগ্রিম টিকিট না কাটলে বেড়াতে ‌যাওয়ারপরিকল্পনা ভেস্তে যেতে পারে অনেকের।