বন্দে ভারতের গতি বেশি নাকি চিতার? উত্তরটা শুনলে হা হয়ে যাবেন, গ্যারান্টি

বন্দেভারত শুধুমাত্র গতির জন্য জনপ্রিয় নয়। এমনকী যাত্রী স্বাচ্ছন্দ্যের নিরিখেও বন্দে ভারত এখন অনেকের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে।
বন্দেভারত শুধুমাত্র গতির জন্য জনপ্রিয় নয়। এমনকী যাত্রী স্বাচ্ছন্দ্যের নিরিখেও বন্দে ভারত এখন অনেকের কাছে প্রথম পছন্দ হয়ে উঠেছে।
বন্দে ভারতে রয়েছে GPS ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা। এছাড়া ওয়াই-ফাই পরিষেবা ও আরামদায়ক সিট যাত্রীদের মন ভাল করে দেয়। যদিও বন্দে ভারতের খাবারের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
বন্দে ভারতে রয়েছে GPS ভিত্তিক যাত্রী তথ্য ব্যবস্থা। এছাড়া ওয়াই-ফাই পরিষেবা ও আরামদায়ক সিট যাত্রীদের মন ভাল করে দেয়। যদিও বন্দে ভারতের খাবারের মান নিয়ে বারবার প্রশ্ন উঠেছে।
বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচের সিট ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। এছাড়া এই ট্রেনের বায়ো ভ্যাকুয়াম পদ্ধতিতে তৈরি টয়লেট যাত্রীদের পছন্দ হয়।  বন্দে ভারতের কোচগুলি সাউন্ডপ্রুফ।
বন্দে ভারতের এক্সিকিউটিভ কোচের সিট ১৮০ ডিগ্রি ঘুরতে পারে। এছাড়া এই ট্রেনের বায়ো ভ্যাকুয়াম পদ্ধতিতে তৈরি টয়লেট যাত্রীদের পছন্দ হয়। বন্দে ভারতের কোচগুলি সাউন্ডপ্রুফ।
রাজধানী, দুরন্ত, তেজস, বন্দে ভারত। প্রতিটাই ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন। তবে এখনও অনেকের মনে সংশায় রয়েছে, ভারতে বন্দে ভারত কি সবচেয়ে দ্রুততম ট্রেন?
রাজধানী, দুরন্ত, তেজস, বন্দে ভারত। প্রতিটাই ভারতীয় রেলের প্রিমিয়াম ট্রেন। তবে এখনও অনেকের মনে সংশয় রয়েছে, ভারতে বন্দে ভারত কি সবচেয়ে দ্রুততম ট্রেন?
বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৬০ কিমি প্রতি ঘন্টা। সেমি হাই স্পিড ট্রেন এটি। পুশ- পুল ফিচার-এর জন্য এই ট্রেনের গতি এতটা বেশি বলে জানায় রেল।
বন্দে ভারতের সর্বোচ্চ গতি ১৬০ কিমি প্রতি ঘন্টা। সেমি হাই স্পিড ট্রেন এটি। পুশ- পুল ফিচার-এর জন্য এই ট্রেনের গতি এতটা বেশি বলে জানায় রেল।
পৃথিবীর দ্রুততম প্রাণী চিতার সর্বোচ্চ গতি ঘন্টায় ১৩০ কিমি। অর্থাৎ চিতাকে গতির দিক থেকে হারাতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।
পৃথিবীর দ্রুততম প্রাণী চিতার সর্বোচ্চ গতি ঘন্টায় ১৩০ কিমি। অর্থাৎ চিতাকে গতির দিক থেকে হারাতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।
রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘন্টা। ফলে তা কিন্তু চিতার গতির সমান।
রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেসের সর্বোচ্চ গতি ১৩০ কিমি প্রতি ঘন্টা। ফলে তা কিন্তু চিতার গতির সমান।