Coronavirus News Updates: দৈনিক সংক্রমণ ছাড়াল ৩৫০০০, গত ডিসেম্বরের পর সর্বোচ্চ!

#নয়াদিল্লি: দেশের করোনা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ হচ্ছে! গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা৩৫,৮৭১টি করোনা কেসের হদিশ মিলল৷ গত বছর ডিসেম্বরের শুরুর পর এটাই সর্বোচ্চ সংক্রমণের নজির৷ গতকালই কেন্দ্র জানিয়েছিল যে, দেশের ১৬টি রাজ্যের মোট ৭০টি জেলায় গত ১ মার্চ থেকে ১৫ মার্চের মধ্যে ১৫০ শতাংশ অ্যাক্টিভ কেস বেড়েছে৷ ঘটনায় রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

দেশের করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের (পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায় ও ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ছিলেন না)৷ নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন মোদি৷ সেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যে করেই হোক আছড়ে পড়া করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ মোদি বলেন, “আমরা যদি মহামারিকে এখনই থামাতে না পারি, তাহলে দেশ জুড়ে সংক্রমণ ছড়িয়ে পড়বে৷ অবিলম্বে আমাদের করোনার দ্বিতীয় ঢেউকে থামাতেই হবে৷ আমাদের বড় ও সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে হবে৷” প্রধানমন্ত্রী আরটি-পিসিআর টেস্টের ওপর জোর দেওয়ার সঙ্গেই ট্র্যাকিং অর্থাৎ করোনা আক্রমণ চিহ্নিত করতে বলছেন দ্রুত৷ শুধু র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টের ওপর রাজ্যগুলিকে  নির্ভরশীল হতে বারণ করেছেন তিনি৷

অন্যদিকে মহারাষ্ট্রের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপ হচ্ছে৷ গতকাল নতুন ২৩ হাজার ১৭৯টি কেসের রিপোর্ট এসেছে৷ যা ফের রেকর্ড৷ মুম্বই মেট্রোপলিটান রিজিয়ন (এমএমআর) গত ২৪ ঘণ্টায় নতুন ৪৮১১টি রেকর্ড নতুন কেসের সন্ধান মিলেছে৷ মহারাষ্ট্র একদিনে সর্বোচ্চ করোনা সংক্রমণ দেখেছে, গতবছর মহামারি শুরু হওয়ার পর থেকে এমনটা প্রথম দেখেছে এই রাজ্য৷