পুরুলিয়ার আবহাওয়া

Purulia News : ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, ওঠানামা করছে তাপমাত্রার পারদ!

পুরুলিয়া : বিগত বেশ কিছুদিন ঝড় বৃষ্টির প্রকল্প আপাতত বহাল রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। পুরুলিয়াতে সমানে বৃষ্টির দাপট চলছে। ‌ দানার প্রকোপ বিশেষ অর্থে না পড়লেও প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে পুরুলিয়াবাসীদের।

তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। এই দিন সকাল থেকে হালকা মেঘলা আকাশে ঢাকা রয়েছে গোটা জেলা। বেলা বাড়তেও মেঘের প্রভাব রয়েছে। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ।

এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ  ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার  ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। টানা ঝড় বৃষ্টির কারণে হালকা ঠান্ডার আমেজ বহাল থাকছে জেলায়।

বেশ কিছু দিন আর টানা ঝড় বৃষ্টির পর খানিকটা স্বস্তি। ‌ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে বাংলায়। এখনই আর দুর্যোগের আশঙ্কা নেই। কালীপুজোর আগে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

তবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, দুই উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

উত্তরের জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই এক-দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি ভিজতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি।

দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা ঝড় বৃষ্টি হবে না কোথাও। ‌হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়। মোটের উপর ওঠানামা করবে তাপমাত্রার পারদ ‌।

শর্মিষ্ঠা ব্যানার্জি