Tag Archives: Weather Change

Purulia News : ফের আবহাওয়া বদলের ইঙ্গিত, ওঠানামা করছে তাপমাত্রার পারদ!

পুরুলিয়া : বিগত বেশ কিছুদিন ঝড় বৃষ্টির প্রকল্প আপাতত বহাল রয়েছে দক্ষিণের একাধিক জেলায়। পুরুলিয়াতে সমানে বৃষ্টির দাপট চলছে। ‌ দানার প্রকোপ বিশেষ অর্থে না পড়লেও প্রবল বৃষ্টির সম্মুখীন হতে হয়েছে পুরুলিয়াবাসীদের।

তবে ধীরে ধীরে বৃষ্টির দাপট কমবে। এই দিন সকাল থেকে হালকা মেঘলা আকাশে ঢাকা রয়েছে গোটা জেলা। বেলা বাড়তেও মেঘের প্রভাব রয়েছে। ক্রমাগতই ওঠানামা করছে তাপমাত্রার পারদ।

এই দিন পুরুলিয়া সর্বোচ্চ তাপমাত্রার পারদ  ৩০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার  ২৩ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গিয়েছে হাওয়া অফিস সূত্রে।

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। টানা ঝড় বৃষ্টির কারণে হালকা ঠান্ডার আমেজ বহাল থাকছে জেলায়।

বেশ কিছু দিন আর টানা ঝড় বৃষ্টির পর খানিকটা স্বস্তি। ‌ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের প্রভাব কেটেছে বাংলায়। এখনই আর দুর্যোগের আশঙ্কা নেই। কালীপুজোর আগে পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।

তবে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে৷ হালকা বৃষ্টি হতে পারে কলকাতা, দুই উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই।

উত্তরের জেলাগুলিতে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় সব জেলাতেই এক-দু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গের জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। হালকা থেকে মাঝারি ভিজতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলি।

দক্ষিণের জেলাগুলিতে সোমবার থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। টানা ঝড় বৃষ্টি হবে না কোথাও। ‌হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গায়। মোটের উপর ওঠানামা করবে তাপমাত্রার পারদ ‌।

শর্মিষ্ঠা ব্যানার্জি

Child Health Tips: পুজো কাটলেই শীত-শীত ভাব হাওয়ায়, বাড়বে অসুস্থতা! কীভাবে রক্ষা পাবেন? জানুন ডাক্তারের মত

বদলাচ্ছে মরসুম! গ্রীষ্ম-বর্ষার খামখেয়ালিপনা ছেড়ে আবহাওয়া এখন শীতলমুখী। দুর্গা পুজোর মরসুমে গরম থেকে হুট করে আবহাওয়ার পরিবর্তন কচিকাঁচাদের ঘায়েল করতে পারে মুহূর্তেই! তাই বাবা-মা'দের সতর্ক থাকতে হবে এখন থেকেই।
বদলাচ্ছে মরসুম! গ্রীষ্ম-বর্ষার খামখেয়ালিপনা ছেড়ে আবহাওয়া এখন শীতলমুখী। দুর্গা পুজোর মরসুমে গরম থেকে হুট করে আবহাওয়ার পরিবর্তন কচিকাঁচাদের ঘায়েল করতে পারে মুহূর্তেই! তাই বাবা-মা’দের সতর্ক থাকতে হবে এখন থেকেই।
বাড়ির সবচেয়ে ছোট ছটফটে সদস্য যাতে সুস্থ থাকে তার জন্য কী করণীয়? কী খাওয়াবেন? কীভাবে যত্ন নেবেন? যাবতীয় সব বিষয়ে পরামর্শ রইল জলপাইগুড়ি শহরের চিকিৎসকের।
বাড়ির সবচেয়ে ছোট ছটফটে সদস্য যাতে সুস্থ থাকে তার জন্য কী করণীয়? কী খাওয়াবেন? কীভাবে যত্ন নেবেন? যাবতীয় সব বিষয়ে পরামর্শ রইল জলপাইগুড়ি শহরের চিকিৎসকের।
চিকিৎসকের কথায় আবহাওয়ার এমন অদলবদলে হঠাৎ করেই প্রত্যেক ঘরে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। সঙ্গে দোসর হয় পেটের সমস্যা। তাই রোজকার ডায়েটে বিশেষ নজর দেওয়া উচিত অভিভাবকদের।
চিকিৎসকের কথায় আবহাওয়ার এমন অদলবদলে হঠাৎ করেই প্রত্যেক ঘরে বাচ্চাদের জ্বর, সর্দি, কাশি লেগেই থাকে। সঙ্গে দোসর হয় পেটের সমস্যা। তাই রোজকার ডায়েটে বিশেষ নজর দেওয়া উচিত অভিভাবকদের।
কোনও মশলা জাতীয় খাবার নয় বরং পাতে থাকুক বাড়িতে বানানো হালকা খাবার। বেশি মাংস খাওয়াবেন না। পাঁঠার মাংস সহজে হজম হতে চায় না। ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বমি, ডায়ারিয়ার মতো রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে।
কোনও মশলা জাতীয় খাবার নয় বরং পাতে থাকুক বাড়িতে বানানো হালকা খাবার। বেশি মাংস খাওয়াবেন না। পাঁঠার মাংস সহজে হজম হতে চায় না। ফলে গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, বমি, ডায়ারিয়ার মতো রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে।
বাইরের চাউমিন, নুডুলস-সহ নানা ফাস্ট ফুড,আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস থেকে বিরত রাখুন খেতে ইচ্ছে করলে বাড়িতে বানানো তাজা ফলের ফ্রুট জুস কিংবা বাড়ির বানানো হেলদি স্ন্যাক্স রাখুন বাচ্চার পাতে।
বাইরের চাউমিন, নুডুলস-সহ নানা ফাস্ট ফুড,আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস থেকে বিরত রাখুন খেতে ইচ্ছে করলে বাড়িতে বানানো তাজা ফলের ফ্রুট জুস কিংবা বাড়ির বানানো হেলদি স্ন্যাক্স রাখুন বাচ্চার পাতে।
এরই সঙ্গে কেক, পেস্ট্রি, চকলেট অতিরিক্ত যেন না খাওয়া হয়ে যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে মায়েদের। চিকিৎসক জানান, এই সময়ে বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমতে পারে। ফলে অচিরেই দুর্বল হয়ে পড়বে ইমিউনিটি।
এরই সঙ্গে কেক, পেস্ট্রি, চকলেট অতিরিক্ত যেন না খাওয়া হয়ে যায় সেদিকে বিশেষ নজর দিতে হবে মায়েদের। চিকিৎসক জানান, এই সময়ে বেশি পরিমাণে মিষ্টি জাতীয় খাবার খেলে দেহে শ্বেত রক্তকণিকার সংখ্যা কমতে পারে। ফলে অচিরেই দুর্বল হয়ে পড়বে ইমিউনিটি।
চিকিৎসকের পরামর্শ, সহজপাচ্য খাবারের পাশাপাশি রোজ শরীরচর্চা, খেলাধুলোয় বাচ্চাদের অ্যাকটিভ থাকা খুবই জরুরি। সঠিক সময় মতো ঘুমানো প্রয়োজন। (রিপোর্টার-- সুরজিৎ দে)
চিকিৎসকের পরামর্শ, সহজপাচ্য খাবারের পাশাপাশি রোজ শরীরচর্চা, খেলাধুলোয় বাচ্চাদের অ্যাকটিভ থাকা খুবই জরুরি। সঠিক সময় মতো ঘুমানো প্রয়োজন। (রিপোর্টার– সুরজিৎ দে)