ইন্ডিগোর কর্মীরা চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছলেন ! ভাইরাল ভিডিও

#চণ্ডীগড়: ইন্ডিগো এয়ারলাইন সবসময় যে, টিকিটে ছাড় বা ব্যবসায়িক কারণে খবরের শিরোনামে আসে এমনটা একেবারেই নয়৷ বিচিত্র ঘটনার জন্যও ইন্ডিগোকে নিয়ে প্রায়শই খবর হয়৷ দু’মাস আগেই দিল্লি থেকে বেঙ্গালুরু আসার পথে ইন্ডিগোর বিমানে এক মহিলা সন্তান প্রসব করার খবর হয়েছিল৷ এবার খাস ইন্ডিগোর কর্মচারীদের অভিজ্ঞতা শুনলে অবাক হতে হবে৷

গত ৮ ডিসেম্বর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা ‘ভারত বনধ’ ডেকেছিলেন৷ সেদিন ইন্ডিগোর আট কর্মচারী হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য কোনও ক্যাব পাননি৷ বাধ্য হয়েই চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন তাঁরা৷ দু’পাশে ধুধু সবুজ চাষের জমি, মাঝখানের ভাঙাচোরা, সরু সিমেন্টের রাস্তা দিয়ে বিমানকর্মীরা হেঁটে চলেছেন ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে৷ এমন দৃশ্য সচারচর দেখা যায় না৷ হাঁটতে হাঁটতেই এই ভিডিওটাও তাঁদের মধ্যে কেউ একজন মোবাইলে শুট করেছিলেন৷ পরে সেটি ছড়িয়ে পড়ে ট্যুইটারে৷

যদিও পুরো রাস্তাটাই মজা করে এসেছিলেন তাঁরা৷ এক মহিলা বিমানকর্মী জন ডেনভারের বিখ্যাত গান ‘কান্ট্রি রোড’ গানটি ধরেন হাঁটতে হাঁটতে৷ তাঁর সঙ্গে গলা মেলান আরেকজন৷ কেউ আবার মজা করে সেই গানের কথা বদলে “কান্ট্রি রোডস, টেক মি টু দ্য এয়ারপোর্ট” করেই গাইতে থাকেন৷ এসব দেখে ক্যাপ্টেন বলে ওঠেন, “২০২০ এর চেয়ে ভাল ভাবে শেষ করা যেত না৷”

Subhapam Saha