Tag Archives: Indigo

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ, ভাঙল ডানা! তদন্তের নির্দেশ দিল ডিজিসিএ

কলকাতা: কলকাতা বিমানবন্দরে যাত্রী নিয়ে ওড়ার অপেক্ষায় থাকা একটি বিমানের সঙ্গে অন্য একটি বিমানের সংঘর্ষ৷ বড় ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হলেও এই ঘটনায় যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে৷ এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ৷ এই ঘটনায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এবং ইন্ডিগোর দুটি বিমানেরই ডানার সামান্য অংশ ভেঙে গিয়েছে৷

এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, এ দিন কলকাতা থেকে চেন্নাইগামী একটি বিমান যখন যাত্রী নিয়ে রানওয়েতে প্রবেশের জন্য অপেক্ষা করছিল, তখন ট্যাক্সি বে-তে তার সেটির ডানা ঘষে দিয়ে যায় অন্য একটি বিমান৷ এই দুর্ঘটনার ফলে বিমানটি আর উড়তে পারেনি৷ সেটির ক্ষয়ক্ষতি পরীক্ষা করে দেখেন সংস্থার ইঞ্জিনিয়াররা৷ সংস্থার পক্ষ থেকে দ্রুত ওই বিমানের যাত্রীদের চেন্নাই পৌঁছে দেওয়ার বিকল্প ব্যবস্থা করা হয়৷

আরও পড়ুন:মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো কজ করল নির্বাচন কমিশন! বিপাকে বিজেপি নেতা

অন্যদিকে ইন্ডিগো সংস্থার পক্ষ থেকেও জানানো হয়েছে, কলকাতা থেকে দ্বারভাঙা গামী তাদের একটি বিমান এই সংঘর্ষে জড়ায়৷ যার ফলে বিমানের ডানার সামনের দিকের অংশ বেঁকে যায়৷ যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করে সংস্থা৷

কীভাবে দুটি বিমান এত কাছাকাছি চলে এল, স্বভাবতই তা নিয়ে প্রশ্ন উঠছে৷ দুই বিমানচালকের ভূমিকাও খতিয়ে দেখছে ডিজিসিএ৷

Indigo Viral Picture: হেডরেস্ট কভার চোখের উপর বিছিয়ে আইমাস্ক; ইন্ডিগো যাত্রীর ‘দেশি জুগাড়’ ভাইরাল

নয়াদিল্লি: ‘দেশি জুগাড়’। ভারতীয়দের সহজাত প্রতিভা। জল, স্থল, অন্তরীক্ষ – যেখানেই থাকুক না কেন, প্রয়োজন মেটানোর জন্য ‘জুগাড়ে’র বন্দোবস্ত করতে ভারতীয়দের জুড়ি নেই। সেই দৃশ্যই আরও একবার দেখা গেল ইন্ডিগোর বিমানে।

বিমানের আসনে বসে আছেন যাত্রী। মাথা হেলিয়ে দিয়েছেন পিছনে। চোখ বোজা। কিন্তু আলোয় অস্বস্তি হচ্ছে। এদিকে আইমাস্কও নেই। এখন উপায়? দেশি জুগাড়। সিটের পিছনে হেডরেস্টের ছোট কাপড়টাই টেনে নিলেন যাত্রী। বিছিয়ে দিলেন চোখের উপর। কাপড় যাতে সরে না যায়, তার জন্য চশমাও পরলেন, কাপড়ের উপর দিয়েই।

আরও পড়ুন? দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও এবার বৃষ্টি বাড়বে ! আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া, জেনে নিন

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে @outofofficedaku নামের এক ইউজার এই ঘটনার একটি ছবি পোস্ট করেছেন। মুহূর্তে ভাইরাল। ‘দেশি জুগাড়ের’ প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। ছবিতে দেখা যাচ্ছে, বিমানের মাঝের সিটে শান্তিতে ঘুমোচ্ছেন এক যাত্রী। চোখের উপর আইমাস্ক নয়, ইন্ডিগোর লোগো দেওয়া হেডরেস্ট কভার। তার ওপর চশমা। ছবির ক্যাপশনে লেখা, ‘ইন্ডিগো এখন ইকোনমি ক্লাসের সমস্ত যাত্রীদের বিনামূল্যে আইমাস্ক দিচ্ছে’।

এক্স প্ল্যাটফর্মে দাবানলের মতো ছড়িয়ে পড়ে এই ছবি। কমেন্টের বন্যা বয়ে যায়। একজন ইউজার রসিকতা করে লিখেছেন, ‘কেউ যদি আইমাস্ক হিসেবে হেডরেস্ট কভার ব্যবহার করতে চান, তাহলে ইন্ডিগো ১০০ টাকা চার্জ নেবে’। আরেকজন আবার লিখেছেন, ‘এই ছবিটা এভাবে পোস্ট করা উচিত হয়নি। ইন্ডিগো যদি দেখে তাহলে হেডরেস্ট কভারকে আইমাস্ক হিসেবে ব্যবহারের জন্য চার্জ করতে শুরু করবে’। এই ছবি দেখে অনেকে আবার বলছেন, দেশি উদ্ভাবনের জোয়ার এসেছে। এখান থেকেই না বড় কিছু আবিষ্কার হয়।

আরও পড়ুন? কোচিং সেন্টারের পড়ুয়াদের মাসিক আয় কোটি টাকা ! রহস্য জেনে হতবাক পুলিশ

অবশ্য ত্বকচর্চা যাঁরা করেন, তাঁরা এই ছবি দেখে নাক কুঁচকোচ্ছেন। তাঁদের মতে, কত লোকে ওই কভার ব্যবহার করেছে। তেল, খুশকি, ময়লা – কী নেই! ওটা কেউ মুখে দেয়! বিমানে অনেকেই নিজস্ব হেডরেস্ট কভার নিয়ে যান। না, এর অনেক দাম নয়, ফিক্সড ডিপোজিট ভাঙাতে হবে না। এটাও দেশি জুগাড়। আসনের পিছনে ছোট তোয়ালে বিছিয়ে দেন অনেকেই। সেটা অনায়াসে আই মাস্ক হিসেবেও ব্যবহার করা যায়।

Rachana Banerjee Popularity: কাজ আর সংসার, কোনও গসিপে নেই নায়িকা! রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তায় ছুঁলেন আকাশ!

রচনা বন্দ্যোপাধ্যায় মানে শুধুই কাজ ও নিজের সংসার-সন্তান সামলানো৷ বাংলার পাশাপাশি আঞ্চলিক ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন বাঙালি অভিনেত্রী৷ তবে রিয়ালিটি শো দিদি নম্বর ১ তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে৷ তিনি এখন শুধুই টেলিভিশনের দিদি নম্বর ১!
রচনা বন্দ্যোপাধ্যায় মানে শুধুই কাজ ও নিজের সংসার-সন্তান সামলানো৷ বাংলার পাশাপাশি আঞ্চলিক ছবি এবং হিন্দি ছবিতেও কাজ করেছেন বাঙালি অভিনেত্রী৷ তবে রিয়ালিটি শো দিদি নম্বর ১ তাঁকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শিখরে৷ তিনি এখন শুধুই টেলিভিশনের দিদি নম্বর ১!
রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের মান অত্যন্ত ভাল৷ মহিলাদের অনেক সমস্যা নিয়ে যেমন তিনি কথা বলেন, তেমনই তাঁর শোতে জায়গা করে নেন প্রান্তিক অনেক মহিলা যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন৷ তাঁর এই শোর টিআরপি সবসময় উর্দ্ধমুখী৷
রচনা বন্দ্যোপাধ্যায়ের শোয়ের মান অত্যন্ত ভাল৷ মহিলাদের অনেক সমস্যা নিয়ে যেমন তিনি কথা বলেন, তেমনই তাঁর শোতে জায়গা করে নেন প্রান্তিক অনেক মহিলা যাঁরা প্রতিনিয়ত সংগ্রাম করছেন৷ তাঁর এই শোর টিআরপি সবসময় উর্দ্ধমুখী৷
এবার সেই রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছুঁল আকাশ! কথায় বলে সাফল্যে শেষ সীমা আকাশ, স্কাই ইঝ দা লিমিট! সেই আকাশ ছুঁল অভিনেত্রীর জনপ্রিয়তা৷
এবার সেই রচনা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা ছুঁল আকাশ! কথায় বলে সাফল্যে শেষ সীমা আকাশ, স্কাই ইঝ দা লিমিট! সেই আকাশ ছুঁল অভিনেত্রীর জনপ্রিয়তা৷
বেড়াতে যাচ্ছিলেন রচনা৷ উঠেছিলেন ইন্ডিগোর বিমানে৷ অবশ্যই তাঁর জন্য ছিল কিছু বাড়তি ব্যবস্থা৷ এয়ারহোস্টেসরা তাঁকে একটি নোট দিলেন৷ সেখানে তাঁরা রচনা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানালেন তাঁদের সহযাত্রী হওয়ার জন্য৷ রচনাকে তাঁরা খুবই শ্রদ্ধা করেন বলে লিখেছেন তাঁরা৷ নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
বেড়াতে যাচ্ছিলেন রচনা৷ উঠেছিলেন ইন্ডিগোর বিমানে৷ অবশ্যই তাঁর জন্য ছিল কিছু বাড়তি ব্যবস্থা৷ এয়ারহোস্টেসরা তাঁকে একটি নোট দিলেন৷ সেখানে তাঁরা রচনা বন্দ্যোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানালেন তাঁদের সহযাত্রী হওয়ার জন্য৷ রচনাকে তাঁরা খুবই শ্রদ্ধা করেন বলে লিখেছেন তাঁরা৷ 
নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷
নিজেই সেই লেখা সকলের সঙ্গে ভাগ করে নিলেন রচনা৷এমনকী দুই এয়ারহোস্টেসের সঙ্গে ছবিও তুলে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করলেন৷ 
বেড়াতে যেতে খুব ভালবাসেন রচনা৷ মাঝেমধ্যেই কাজের ফাঁকে তিনি বেরিয়ে পড়েন দেশ বিদেশ৷ সঙ্গী তাঁর একমাত্র ছেলে৷
বেড়াতে যেতে খুব ভালবাসেন রচনা৷ মাঝেমধ্যেই কাজের ফাঁকে তিনি বেরিয়ে পড়েন দেশ বিদেশ৷ সঙ্গী তাঁর একমাত্র ছেলে৷

Viral Video Airport: টারম্যাকে বসে যাত্রীদের খাওয়াদাওয়ার ভিডিও! ইন্ডিগো ও বিমানবন্দরে পাঠানো হল নোটিস

মুম্বই: সম্প্রতি ফ্লাইট বিলম্বের মধ্যে যাত্রীদের টারম্যাকে বসে খাবার খাওয়ার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল মন্ত্রক (এমওসিএ) ইন্ডিগো এয়ারলাইনস এবং মুম্বই বিমানবন্দরকে এর কারণ দর্শানোর নোটিস জারি করেছে। মন্ত্রক জানিয়েছে যে সেই ঘটনার পরে, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বিষয়ে মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেছেন এবং এয়ারলাইনস ও মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেডকে নোটিস জারি করেছেন। বিজ্ঞপ্তি অনুসারে, ?ইন্ডিগো এবং এমআইএএল উভয়ই পরিস্থিতির পূর্বাভাস এবং বিমানবন্দরে যাত্রীদের জন্য উপযুক্ত সুবিধার ব্যবস্থা করতে সক্রিয় ছিল না।?

১৪ জানুয়ারি দীর্ঘ বিলম্বের পরে গোয়া-দিল্লি ফ্লাইট অবতরণ করার পরে, অনেক যাত্রীকে মুম্বই বিমানবন্দরে একটি ইন্ডিগো বিমান থেকে ছুটে আসতে দেখা গিয়েছে, টারম্যাকে বসে থাকতে দেখা গিয়েছে এবং কেউ কেউ সেখানে বসে খাবারও খেয়েছেন। মন্ত্রক উল্লেখ করেছে যে ?বিমানটিতে একটি যোগাযোগ স্ট্যান্ডের পরিবর্তে একটি দূরবর্তী C-33 বে বরাদ্দ করা হয়েছিল, একটি বিমান পার্কিং স্ট্যান্ড যা একটি বোর্ডিং গেট থেকে বিমান থেকে যাত্রীদের হাঁটার জন্য উপযুক্ত, যা যাত্রীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তোলে৷ তাঁদের টার্মিনালে বিশ্রামাগার এবং জলখাবারের মতো মৌলিক সুবিধাগুলি পাওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। এর ফলে ক্লান্তি ও হয়রানি যাত্রীদের জন্য একটি প্রতিকূল, অগ্রহণযোগ্য অভিজ্ঞতার সৃষ্টি করে। ফ্লাইট অপারেশনটি যাত্রীদের সুবিধা, নিরাপত্তার নিয়মাবলী এবং অপারেশনাল সমস্যাগুলিকে বিবেচনা না করেই কার্যকর করা হয়েছিল।”

MoCA ইন্ডিগো এবং বিমানবন্দর কর্তৃপক্ষকে ১৬ জানুয়ারির মধ্যে নোটিসের জবাব দিতে বলা হয়েছে। জানানো হয়েছে যে, ?যদি নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তর না পাওয়া যায়, তাহলে আর্থিক জরিমানা সহ বিভিন্ন পদক্ষেপ শুরু করা হবে।?

ইন্ডিগোর জন্য বিজ্ঞপ্তি ?

মন্ত্রক অনুসারে, ইন্ডিগোকে বিমান (নিরাপত্তা) বিধিমালা, ২০২৩, এভিয়েশন সিকিউরিটি অর্ডার ০২/২০১৯ এবং ২১ সেপ্টেম্বর, ২০২১ তারিখের আদেশের নিয়ম লঙ্ঘনের জন্য নোটিস জারি করা হয়েছে যথাযথ এভিয়েশন নিরাপত্তা পদ্ধতি পালনে ব্যর্থতার বিষয়ে। ১৪ জানুয়ারি রাত ১১.২১ মিনিটে মুম্বই বিমানবন্দরে ফ্লাইট নম্বর ৬ই ২১৯৫ একটি ডাইভারশন কেস হিসাবে অবতরণ করে।

আরও পড়ুন: দৃষ্টি নেই, ভাষা অচেনা, রাম মন্দির উদ্বোধনের আগে বিদেশি গায়িকার গলায় ‘রাম আয়েঙ্গে’ ভজন! মুগ্ধ মোদি

নোটিসে বলা হয়েছে যে, ইন্ডিগো ফ্লাইট ৬ই ২১৯৫ থেকে যাত্রীদের এপ্রোনের উপর নামানোর অনুমতি দেয় এবং তারপরে নিরাপত্তা স্ক্রিনিংয়ের পদ্ধতি অনুসরণ না করে ১৫ জানুয়ারি মুম্বই বিমানবন্দরে তাঁদের ফ্লাইট ৬ই ২০৯১-এ নিয়ে যায়, যা উপরে উল্লিখিত আদেশ লঙ্ঘন করে।

শুধু তাই নয়, বিমান অপারেটর দ্বারা ঘটনাটি ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটিকে (BCAS) জানানো হয়নি যা বিমান (নিরাপত্তা) নিয়ম, ২০২৩-এর অধীন নিয়ম ৫১ লঙ্ঘনের জন্য দায়ী। নোটিসের পরে, এয়ারলাইনস একটি প্রেস বিবৃতি জারি করে এবং বলে, ?ইন্ডিগো ইতিমধ্যেই সমস্যাটির সমাধান করার জন্য একটি অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে এবং প্রোটোকল অনুযায়ী নোটিসের জবাব দেওয়া হবে।?

মুম্বই এয়ারপোর্টের জন্য বিজ্ঞপ্তি ?

বিমান (নিরাপত্তা) বিধিমালা, ২০২৩-এর নিয়ম ৫১ লঙ্ঘনের জন্য মুম্বই বিমানবন্দরকে কারণ দর্শানোর নোটিস জারি করা হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে যে, মুম্বইয়ের এএসজিকেও এই পরিস্থিতি সম্পর্কে আগে থেকে সতর্ক করা হয়নি।

Indigo Flight: খারাপ আবহাওয়ার জের; পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে পৌঁছলেন মুম্বইয়ের যাত্রীরা, ইন্ডিগো উড়ানে ফের বিভ্রাট

কলকাতাঃ খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতার অভাবের জেরে গুয়াহাটি বিমানবন্দরে নামতে পারল না মুম্বই থেকে উড়ে আসা ইন্ডিগোর একটি বিমান। যার জেরে বাংলাদেশে জরুরিকালীন অবতরণ করতে বাধ্য হল সেটি।

আরও পড়ুনঃ এলাচে আছে ভরপুর উপকারিতা! ওজন, বদহজম থেকে সর্দিকাশি কমবে সব

সূত্রের খবর, মুম্বই থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হয়েছিল ইন্ডিগোর বিমান 6E 5319। কিন্তু খারাপ আবহাওয়ার জেরে দৃশ্যমানতা না থাকার কারণে তা গুয়াহাটি বিমানবন্দরে নামতে পারেনি। প্রথমে বিমানচালক কলকাতায় অবতরণ করার কথা ভেবেছিলেন। কিন্তু সেখানেও একই অবস্থা! ফলে খারাপ আবহাওয়া এবং দৃশ্যমানতার অভাবের কারণে সেটা সম্ভব হয়নি। এরপর ভুবনেশ্বরের দিকে উড়ে যায় উড়ানটি। কিন্তু রানওয়ে বন্ধ থাকার দরুণ সেখানেও অবতরণ সম্ভব হয়নি। এছাড়া নিকটবর্তী বিমানবন্দর ছিল একমাত্র বাংলাদেশের ঢাকা। ফলে ক্যাপ্টেন শনিবার ভোর ৪টে নাগাদ ঢাকাতেই অবতরণ করিয়েছেন বিমানটিকে।

ডাইভারশনের কথা অফিসিয়াল ভাবে নিশ্চিত করে ইন্ডিগো একটি বিস্তারিত বিবৃতি প্রকাশ করে। তাঁরা জানায় যে, মুম্বই থেকে গুয়াহাটিগামী ইন্ডিগো উড়ান 6E 5319-কে বাংলাদেশের ঢাকার দিকে ডাইভার্ট করা হয়েছিল গুয়াহাটিতে খারাপ আবহাওয়ার কারণে। আসল গন্তব্যে যাত্রীদের পৌঁছে দেওয়ার জন্য নতুন করে বিমানকর্মীদের ব্যবস্থা করেছিল সংশ্লিষ্ট বিমান সংস্থা। আর পরিবর্তন সংক্রান্ত বিষয়ে আপডেট শেয়ার করা হয়েছে যাত্রীদের সঙ্গেও। এমনকী ইন্ডিগো এ-ও জানায় যে, “যাত্রীদের এই অসুবিধার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত।” তবে এই পরিস্থিতিতে ১৭৮ জন যাত্রীর ধৈর্য রীতিমতো পরীক্ষার মুখে পড়ে। এমনিতেই তাঁদের ৯ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল। তবে নতুন বিমানকর্মীদের দলটি পৌঁছনোর জন্য তাঁদের আরও ৪ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছিল।

আরও পড়ুনঃ গ্যাসের বার্নার খুব নোংরা? রান্নাঘরে একটি মাত্রে জিনিসেই নিমেষে চকচকে হবে!

ইন্ডিগোর ওই উড়ানে ছিলেন কংগ্রেস নেতা সুরজ সিং ঠাকুর। তিনি এক্স-এ লিখেছেন, “আমি মুম্বই থেকে গুয়াহাটি যাওয়ার জন্য 6E 5319 উড়ান ধরেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে সেই উড়ান গুয়াহাটিতে নামতে পারেনি। এর পরিবর্তে তা ঢাকায় অবতরণ করে।” এরপরে অবশ্য ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দেওয়ার জন্য মণিপুরের ইম্ফলের উদ্দেশ্যে রওনা দেন তিনি। তাঁর পোস্টের জবাবে কংগ্রেসের অন্য এক দলীয় কর্মী মজা করে লেখেন, “ঠাকুর সাব, ডোমেস্টিকের মূল্যে তো আপনি আন্তর্জাতিক ট্রিপে চলে গিয়েছেন…অভিনন্দন এবং IndiGo6E-কে ধন্যবাদ! তবে সত্যি বলতে কী, আপনি শীঘ্রই মণিপুর পৌঁছন এবং ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’-য় যোগ দিন।”

Viral Video: ‘একটু জানলাটা খুলুন না, গুটখার পিক ফেলব!’, মাঝ আকাশে যাত্রীর আব্দার শুনে কী করলেন বিমানসেবিকা?

কলকাতা: সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেওয়া থেকে শুরু করে বিমানসেবিকার সঙ্গে অশালীন ব্য়বহার। সাম্প্রতিক কালে বিমানে যাত্রা করতে গিয়ে শিরোনামে উঠে এসেছেন বেশ কিছু যাত্রীর কুকীর্তি।

এবারে অবশ্য় এক বিমানযাত্রী বিমানসেবিকার কাছে এমন আব্দার করলেন, যে ওই ঘটনার ভিডিও দেখে রীতিমতো হেসে কুটোপুটি হচ্ছেন নেটিজেনরা। ইতিমধ্য়েই ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ঘটনাটি ঘটেছে একটি ইন্ডিগোর বিমানে। ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভিতরে নিজের আসনে বসেই হাতে খৈনি নিয়ে ডলছেন এক যুবক। হঠাৎই সামনে থাকা বিমানসেবিকাকে ডাকেন তিনি। এর পরেই ওই বিমানযাত্রীর আব্দার, ‘একটু জানলাটা খুলে দিন না, গুটখার পিক ফেলব!’

আরও পড়ুন: মস্কো থেকে গোয়াগামী বিমানে ফের বোমাতঙ্ক! ২৪০ জন যাত্রী নিয়ে উজবেকিস্তানে জরুরি অবতরণ

বিমানযাত্রীর মুখে এমন অনুরোধ শুনে সঙ্গে সঙ্গেই হাসিতে ফেটে পড়েন ওই বিমানসেবিকা। বিমানে থাকা অন্য়ান্য় যাত্রীরাও হাসতে শুরু করেন। যে যুবক এই আব্দার করেছিলেন, তিনিও হাসতে থাকেন।

গোবিন্দ শর্মা নামে একজন ইনস্টাগ্রাম ব্য়বহারকারী এই ভিডিওটি আপলোড করেছেন। সঙ্গে তিনি লিখেছেন, ‘গুটখা ভালবাসেন, এমন বন্ধুদের ট্য়াগ করুন।’

তবে নিছক মজার জন্য় এই ভিডিওটি তৈরি করতেই ওই যুবক ইচ্ছাকৃত ভাবে বিমানসেবিকার কাছে এমন অবাস্তব আব্দার করেছেন কি না, তা অবশ্য় স্পষ্ট নয়। তবে গত কয়েক দিনে মাঝ আকাশে যা যা কাণ্ড ঘটেছে, তাতে এমন অূবাস্তব আব্দারকেও অস্বাভাবিক মনে হচ্ছে না কারও!

ইন্ডিগোর কর্মীরা চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছলেন ! ভাইরাল ভিডিও

#চণ্ডীগড়: ইন্ডিগো এয়ারলাইন সবসময় যে, টিকিটে ছাড় বা ব্যবসায়িক কারণে খবরের শিরোনামে আসে এমনটা একেবারেই নয়৷ বিচিত্র ঘটনার জন্যও ইন্ডিগোকে নিয়ে প্রায়শই খবর হয়৷ দু’মাস আগেই দিল্লি থেকে বেঙ্গালুরু আসার পথে ইন্ডিগোর বিমানে এক মহিলা সন্তান প্রসব করার খবর হয়েছিল৷ এবার খাস ইন্ডিগোর কর্মচারীদের অভিজ্ঞতা শুনলে অবাক হতে হবে৷

গত ৮ ডিসেম্বর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা ‘ভারত বনধ’ ডেকেছিলেন৷ সেদিন ইন্ডিগোর আট কর্মচারী হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য কোনও ক্যাব পাননি৷ বাধ্য হয়েই চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন তাঁরা৷ দু’পাশে ধুধু সবুজ চাষের জমি, মাঝখানের ভাঙাচোরা, সরু সিমেন্টের রাস্তা দিয়ে বিমানকর্মীরা হেঁটে চলেছেন ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে৷ এমন দৃশ্য সচারচর দেখা যায় না৷ হাঁটতে হাঁটতেই এই ভিডিওটাও তাঁদের মধ্যে কেউ একজন মোবাইলে শুট করেছিলেন৷ পরে সেটি ছড়িয়ে পড়ে ট্যুইটারে৷

যদিও পুরো রাস্তাটাই মজা করে এসেছিলেন তাঁরা৷ এক মহিলা বিমানকর্মী জন ডেনভারের বিখ্যাত গান ‘কান্ট্রি রোড’ গানটি ধরেন হাঁটতে হাঁটতে৷ তাঁর সঙ্গে গলা মেলান আরেকজন৷ কেউ আবার মজা করে সেই গানের কথা বদলে “কান্ট্রি রোডস, টেক মি টু দ্য এয়ারপোর্ট” করেই গাইতে থাকেন৷ এসব দেখে ক্যাপ্টেন বলে ওঠেন, “২০২০ এর চেয়ে ভাল ভাবে শেষ করা যেত না৷”

Subhapam Saha