Tag Archives: Chandigarh

Kangana Ranaut Slapped: কঙ্গনাকে সপাটে চড়! কেন খেতে হল মার? অভিযুক্তকে জেরা! জানুন

সিআইএসফ-এর এক মহিলা জওয়ান কঙ্গনাকে ঠাটিয়ে থাপ্পড় মারলেন। বৃহস্পতিবার চণ্ডীগড় বিমানবন্দরে দুপুর সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় কঙ্গনা দিল্লিগামী বিমান ধরার জন্য বিমানবন্দরে ছিলেন। জানা যাচ্ছে, সেই মহিলার নাম কুলবিন্দর কউর। তিনি চণ্ডীগড় বিমানবন্দরে কর্মরত ছিলেন। লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জিতেছেন। এদিন তিনি বিজেপির মিটিং-এ যোগ দিতে যাচ্ছিলেন। দিল্লিগামী বিমান ধরার জন্য কঙ্গনা যখন বিমানবন্দরে দাঁড়িয়ে ছিলেন, তখনই ওই মহিলা জওয়ান এসে তাঁকে থাপ্পড় মারেন। কৃষক আন্দোলন ইস্যুতে কথা কাটাকাটি। চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে চড়! কঙ্গনা রানাওয়াতকে চড় CISF জওয়ানের। হিমাচলের মাণ্ডির বিজেপির সাংসদ কঙ্গনা। অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ।

বোনেদের পাশে দাঁড়ানোর সময় এটা, চণ্ডীগড়ে ছাত্রীদের ভিডিও ফাঁসের ঘটনায় সরব সোনু

#চণ্ডীগড়: ৬০ মহিলা সহপাঠীদের স্নানের ভিডিও মোবাইলে তুলে গ্রেফতার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়েরই আর এক ছাত্রী। শুধু তাই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করা হয় তাঁর এক বন্ধুর মাধ্যমে। এমনই চাঞ্চল্যকর অভিযোগে আপাতত তোলপাড় দেশ।

সেই ঘটনা নিয়ে প্রতিবাদে সরব হলেন মানবদরদী হিসেবে জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। ট্যুইট করেন, ‘চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এমন একটি ঘটনা ঘটেছে, যা খুবই দুর্ভাগ্যজনক। আমাদের বোনেদের পাশে দাঁড়ানোর সময় এসে গিয়েছে। দায়িত্ববান সমাজের উদাহরণ তৈরি করা উচিত। এই সময়টা আসলে আমাদের পরীক্ষা নেওয়ার জন্য, যাঁরা এই ঘটনার শিকার, তাঁদের জন্য নয়। দায়িত্ববান হোন।’ যে ৬০ ছাত্রীর ভিডিও লিক করার অভিযোগ উঠেছে, তাঁদের ‘বোন’ সম্বোধন করে পাশে ডাকলেন সোনু।

চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে প্রতিবাদের আগুন জ্বলছে। ছাত্রীদের অভিযোগ, প্রথম থেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাবি, কোনও ভিডিও লিক হয়নি। কিন্তু ছাত্রীরা যেহেতু কোনওভাবে শান্ত হচ্ছিলেন না তাই ক্যাম্পাসে ডেকে আনা হয় পুলিশকে।

আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য ভিডিও করে সহপাঠী ছাত্রী, পোস্ট করে পুরুষ বন্ধু!

শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মেয়েদের স্নানের ওই ভিডিও এক পুরুষ বন্ধুকে পাঠিয়েছিলেন অভিযুক্ত৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন: স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের

সূত্রের দাবি, এই ঘটনার জেরে লজ্জা-অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করেন হস্টেলে। ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ আত্মহত্যার চেষ্টা করেননি। আন্দোলনের জেরে এক ছাত্রী জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পঞ্জাবের শিক্ষামন্ত্রী আশ্বস্ত করেছেন, দোষীরা কড়া শাস্তি পাবে।

ইন্ডিগোর কর্মীরা চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে পৌঁছলেন ! ভাইরাল ভিডিও

#চণ্ডীগড়: ইন্ডিগো এয়ারলাইন সবসময় যে, টিকিটে ছাড় বা ব্যবসায়িক কারণে খবরের শিরোনামে আসে এমনটা একেবারেই নয়৷ বিচিত্র ঘটনার জন্যও ইন্ডিগোকে নিয়ে প্রায়শই খবর হয়৷ দু’মাস আগেই দিল্লি থেকে বেঙ্গালুরু আসার পথে ইন্ডিগোর বিমানে এক মহিলা সন্তান প্রসব করার খবর হয়েছিল৷ এবার খাস ইন্ডিগোর কর্মচারীদের অভিজ্ঞতা শুনলে অবাক হতে হবে৷

গত ৮ ডিসেম্বর বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা ‘ভারত বনধ’ ডেকেছিলেন৷ সেদিন ইন্ডিগোর আট কর্মচারী হোটেল থেকে বিমানবন্দরে যাওয়ার জন্য কোনও ক্যাব পাননি৷ বাধ্য হয়েই চাষের জমি ধরে ২ কিলোমিটার হেঁটে চণ্ডীগড় বিমানবন্দরে এসেছিলেন তাঁরা৷ দু’পাশে ধুধু সবুজ চাষের জমি, মাঝখানের ভাঙাচোরা, সরু সিমেন্টের রাস্তা দিয়ে বিমানকর্মীরা হেঁটে চলেছেন ট্রলি ব্যাগ ঠেলতে ঠেলতে৷ এমন দৃশ্য সচারচর দেখা যায় না৷ হাঁটতে হাঁটতেই এই ভিডিওটাও তাঁদের মধ্যে কেউ একজন মোবাইলে শুট করেছিলেন৷ পরে সেটি ছড়িয়ে পড়ে ট্যুইটারে৷

যদিও পুরো রাস্তাটাই মজা করে এসেছিলেন তাঁরা৷ এক মহিলা বিমানকর্মী জন ডেনভারের বিখ্যাত গান ‘কান্ট্রি রোড’ গানটি ধরেন হাঁটতে হাঁটতে৷ তাঁর সঙ্গে গলা মেলান আরেকজন৷ কেউ আবার মজা করে সেই গানের কথা বদলে “কান্ট্রি রোডস, টেক মি টু দ্য এয়ারপোর্ট” করেই গাইতে থাকেন৷ এসব দেখে ক্যাপ্টেন বলে ওঠেন, “২০২০ এর চেয়ে ভাল ভাবে শেষ করা যেত না৷”

Subhapam Saha