T20 cricket: আইপিএলের মাঝেই ০ রান দিয়ে ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড, অবাক ক্রিকেট দুনিয়া

আইপিএল জ্বরে কাবু ক্রিকেট দুনিয়া। চায়-ছক্কার উৎসবে গা ভাসিয়েছেন ক্রিকেট প্রেমিরা। এবার আইপিএলে যেভাবে হাইস্কোরিং ম্যাচ হচ্ছে, তাতে ব্যাটারদের দাপটে নাভিশ্বাস উঠছে বোলারদের। আইপিএলের মাঝেই আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং হয়ে গেল বিশ্ব রেকর্ড। ৩.২ ওভার বল করে শূন্য রান দিয়ে ৭ উইকেট নিলেন অখ্যাত ক্রিকেটার।

এই বিশ্ব রেকর্ডটি ঘটেছে বুধবার বালিতে আয়োজিত ইন্দোনেশিয়া-মঙ্গোলিয়া মহিলাদের টি-টোয়েন্টি ম্যাচে। ইন্দোনেশিয়ার বোলার রোমালিয়া এই ঐতিহাসিক পারফরম্যান্স করেন। অভিষেক ম্যাচেই ৩.২ ওভার বোলিং করে ৭ উইকেট মেম রোমালিয়া। ইন্দোনেশিয়ার বোলার যেমন কোনও রান দেননি,যঠিক তেমনই প্রতিপক্ষের ৭ ব্যাটারও আউট হয়েছেন শূন্য রান করে।

আরও পড়ুনঃ KKR vs PBKS: পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরের একাদশে বড় বদল! থাকতে পারে মহাচমক, জানুন বিস্তারিত

রোমালিয়ার আগে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে এই রেকর্ড ছিল নেদারল্যান্ডসের দখলে। ফ্রেডরিক ২০২১ সালে ৩ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে রেকর্ড রয়েছে মালয়েশিয়ার সিয়াজ়রুল ইজ়াত ইদরুসের দখলে। ৮ রান দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। ফলে পুরুষ-মহিলা সব ধরনের ক্রিকেট মিলিয়েই রেকর্ড নিজের নামে করলেন রোমালিয়া।