Not only Jagannath, but the Kuldev of the house ride the chariot!

Rathyatra 2024 interesting facts: হাওড়ার মন্দিরতলার বিখ্যাত রথবাড়ির রথে শুধু জগন্নাথ নয়, রথে চড়েন অন্য দেবতা!

হাওড়া: শুধু জগন্নাথ নয়, বাড়ির কুলদেবতাও রথে চড়েন! শুনতে অবাক মনে হলেও এই প্রথা আজও চলে আসছে হাওড়ার মন্দিরতলায়।
যেমন পুরীর রথ টানা রীতি বা রেওয়াজ। তেমনি এই বাংলাতেও রথ টানার রেওয়াজ। তবে এই বাংলাতে রয়েছে এক অন্য রথ।

হাওড়া মন্দিরতলা এলাকায় চট্টোপাধ্যায় বাড়ির রথ বিখ্যাত। ওই পরিবার সদস্যরা জানান, এই রথ কেন্দ্র করে স্থানীয় মানুষের বেশ উৎসাহ রয়েছে। রাখালকৃষ্ণ চট্টোপাধ্যায় ও গোকুলকৃষ্ণ চট্টোপাধ্যায় দুই ভাই এই রথের প্রচলন করেন। বংশের কুলদেবতা নারায়ণ শিলা রথের দিনে রথে চড়েন। এই নিয়ম দীর্ঘ দিনের, বর্তমান সময়ে বংশের সদস্যরা মেনে চলছেন। রথের আগের দিনে রথ পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজে হাত লাগান পরিবারের সদস্যরা।

আরও পড়ুন: বিসিসিআইয়ের বিরুদ্ধে বিস্ফোরক ঈশান কিসান, ফাঁস করলেন কেন বিরতি নিয়েছিলেন

সকাল থেকে পুরনো মন্দিরে পুজোর পর সকলে মিলে রথের রশিতে টান দেন। তারপর বিকালে রথের টান দেবার জন্য এলাকার বহু ভক্তগণ আসেন। রথের যা উচ্চতা পূর্ব পুরুষদের সময়ে ছিল আজ সেই উচ্চতা বজায় রেখেছেন। তবে বর্তমানে লোকবলের অভাবের জন্য রথযাত্রা আয়োজনে সমস্যায় পড়তে হয়। পরিবারে সদস্যদের সংখ্যা বাড়লেও কর্মসূত্রে কেউ রাজ্যের বা দেশের বাহিরে রয়েছেন। আগামী দিনে এই ভাবে কত দিন রথযাত্রা চলবে তা বলা যায় না। তাদের বংশের রথের জন্য রথবাড়ি নামে এক ডাকে চেনেন এলাকার মানুষ।