IPL 2021: পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি, স্কোয়াড, দলে কারা নতুন মুখ, টুর্নামেন্ট শুরুর আগেই লেটেস্ট আপডেট

#মুম্বই: আইপিএল গভর্নিং কাউন্সিলের  ভিভো আইপিএল ২০২১ (Indian Premier League 2021 )-র ক্রীড়াসূচি অনুযায়ি আর একদিনের অপেক্ষা৷   ৯ এপ্রিল ২০২১ আইপিএল মরশুম শুরু হচ্ছে ৷ খেতাব রক্ষার লড়াইতে নামা মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)  খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) -র বিরুদ্ধে৷

প্রায় ২ বছর বাদে ফের দেশের মাটিতে বসতে চলেছে মিলিয়ন ডলার ক্রিকেট টুর্নামেন্টের আসর ৷ এবারের ভ্যেনুগুলি হল আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই. দিল্লি, মুম্বই ও কলকাতা৷ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে আইপিএলের প্লে অফ ও ফাইনাল ম্যাচ৷ সম্প্রতি ভারত বনাম ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট ম্যাচ বা দিন-রাতের টেস্ট ম্যাচ সেখানে আয়োজিত হয়েছে৷ এবারের আইপিএল খেলা হবে চেন্নাই, মুম্বই, আহমেদাবাদ, বেঙ্গালুরু, দিল্লি  ও কলকাতায়৷ কিন্তু কোনও দলই নিজেদের হোমগ্রাউন্ডে কোনও ম্যাচ খেলবে না৷

গত মরশুমে সংযুক্ত আরব আমিরশাহিতে সফল আইপিএল টুর্নামেন্ট আয়োজনের পরেই সুরক্ষাবিধি মেনে এবারের আইপিএল স্বাস্থ্যকর ও সফলভাবে আয়োজন করার বিষয়ে আশাবাদী বিসিসিআই৷ এখানে ক্রিকেটার এবং টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাস্থ্যের সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেতে চলেছে – নিজেদের জারি করা বিবৃতিতে এমনটাই জানিয়েছে বিসিসিআই৷

মোট ৫৬ টি লিগ ম্যাচ গবে ৷ সেগুলির মধ্যে কলকাতা, চেন্নাই, মুম্বই ও বেঙ্গালুরুতে দশটি করে ম্যাচ খেলা হবে৷ আর ৮ টি করে ম্যাচ খেলা হবে আহমেদাবাদ ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে৷ ৬ টি দল তিনটি করে বিকেলের ম্যাচ খেলবে আর দুটি দল দুটি করে বিকেলের ম্যাচ খেলবে৷

করোনা পরিস্থিতির কারণে বিসিসিআই আইপিএলের প্রাথমিক পর্বে কোনও ম্যাচে দর্শক ঢুকতে দেওয়া হচ্ছে না৷ পাশাপাশি সেই কারণেই আইপিএলে এবারেও কোনও উদ্বোধনী অনুষ্ঠান থাকছে না৷ কারণ এবারের বিভিন্ন আলাদা আলাদা ভ্যেনুতে থাকছে ক্রিকেট দলগুলি৷

আইপিএএলে আটটি দলে বেশ কয়েকটি নতুন মুখ রয়েছে, চিনে নিন তাঁদের

মুম্বই ইন্ডিয়ান্স – যুধবীর চারাক, মার্কো জেনসন, অর্জুন তেন্ডুলকর

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর – কেইলি জেমিসন, রজত পাতিদার, মহম্মদ আজহারউদ্দিন, সুয়াশ প্রভুদেশাই

রাজস্থান রয়্যালস – চেতন সাকারিয়া, আকাশ সিং , কুলদীপ যাদব

পঞ্জাব কিংস- ঝেই রিচার্ডসন, রিলে মেরেডিথ, শাহরুখ খান, সৌরভ কুমার, উৎকর্ষ সিং

কলকাতা নাইট রাইডার্স – ভেঙ্কটেশ আইয়ার, বৈভব অরোরা

দিল্লি ক্যাপিটাল্স – রিপাল প্যাটেল ,লুকম্যান মেরিওয়ালা

চেন্নাই সুপার কিংস- কে ভগত ভর্মা, সি হরি নিশান্ত , এম হরিশঙ্কর রেড্ডি 

 

সানরাইজার্স হায়দরাবাদ – কেউ নেই৷ 

আইপিএলের আটটি দলের পুরো স্কোয়াড৷

মুম্বই ইন্ডিয়ান্স  (MUMBAI INDIANS) 

Rohit Sharma (C), Adam Milne, Aditya Tare, Anmolpreet Singh, Anukul Roy, Arjun Tendulkar, Chris Lynn, Dhawal Kulkarni, Hardik Pandya, Ishan Kishan, James Neesham, Jasprit Bumrah, Jayant Yadav, Kieron Pollard, Krunal Pandya, Marco Jansen, Mohsin Khan, Nathan Coulter-Nile, Piyush Chawla, Quinton de Kock, Rahul Chahar, Saurabh Tiwary, Suryakumar Yadav, Trent Boult, Yudhvir Singh Charak

কলকাতা নাইট রাইডার্স  (KOLKATA KNIGHT RIDERS) 

Eoin Morgan (C), Andre Russell, Ben Cutting, Dinesh Karthik, Harbhajan Singh, Kamlesh Nagarkoti, Karun Nair, Kuldeep Yadav, Lockie Ferguson, Nitish Rana, Pat Cummins, Pawan Negi, Prasidh Krishna, Rahul Tripathi, Rinku Singh, Sandeep Warrier, Shakib Al Hasan, Sheldon Jackson, Shivam Mavi, Shubman Gill, Sunil Narine, Tim Seifert, Vaibhav Arora, Varun Chakravathi, Venkatesh Iyer

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ROYAL CHALLENGERS BANGALORE)

Virat Kohli (C), AB de Villiers, Adam Zampa, Daniel Christian, Daniel Sams, Devdutt Padikkal, Glenn Maxwell, Harshal Patel, Joshua Philippe, Kane Richardson, KS Bharat, Kyle Jamieson, Mohammed Azharuddeen, Mohammed Siraj, Navdeep Saini, Pavan Deshpande, Rajat Patidar, Sachin Baby, Shahbaz Ahmed, Suyash Prabhudessai, Washington Sundar, Yuzvendra Chahal

দিল্লি ক্যাপিটাল্স (DELHI CAPITALS) 

Shreyas Iyer (C), Ajinkya Rahane, Amit Mishra, Anrich Nortje, Avesh Khan, Axar Patel, Chris Woakes, Ishant Sharma, Kagiso Rabada, Lalit Yadav, Lukman Meriwala, Manimaran Siddharth, Marcus Stoinis, Praveen Dubey, Prithvi Shaw, R Ashwin, Ripal Patel, Rishabh Pant, Sam Billings, Shikhar Dhawan, Shimron Hetmyer, Steven Smith, Tom Curran, Umesh Yadav, Vishnu Vinod

চেন্নাই সুপার কিংস (CHENNAI SUPER KINGS) 

MS Dhoni (C), Ambati Rayudu, C Hari Nishanth, Cheteshwar Pujara, Deepak Chahar, Dwayne Bravo, Faf du Plessis, Harisankar Reddy, Imran Tahir, Josh Hazlewood, K Bhagath Varma, K Gowtham, Karn Sharma, KM Asif, Lungi Ngidi, Mitchell Santner, Moeen Ali, Narayan Jagadeesan, R Sai Kishore, Ravindra Jadeja, Robin Uthappa, Ruturaj Gaikwad, Sam Curran, Shardul Thakur, Suresh Raina

পঞ্জাব কিংস (PUNJAB KINGS) 

KL Rahul (C), Arshdeep Singh, Chris Gayle, Chris Jordan, Darshan Nalkande, Dawid Malan, Deepak Hooda, Fabian Allen, Harpreet Brar, Ishan Porel, Jalaj Saxena, Jhye Richardson, Mandeep Singh, Mayank Agarwal, Mohammed Shami, Moises Henriques, Murugan Ashwin, Nicholas Pooran, Prabhsimran Singh, Ravi Bishnoi, Riley Meredith, Sarfaraz Khan, Saurabh Kumar, Shahrukh Khan, Utkarsh Singh

রাজস্থান রয়্যালস (RAJASTHAN ROYALS) 

Sanju Samson (C), Akash Singh, Andrew Tye, Anuj Rawat, Ben Stokes, Chetan Sakariya, Chris Morris, David Miller, Jaydev Unadkat, Jofra Archer, Jos Buttler, Kartik Tyagi, KC Cariappa, Kuldip Yadav, Liam Livingstone, Mahipal Lomror, Manan Vohra, Mayank Markande, Mustafizur Rahman, Rahul Tewatia, Riyan Parag, Shivam Dube, Shreyas Gopal, Yashasvi Jaiswal

সানরাইজার্স হায়দরাবাদ (SUNRISERS HYDERABAD) 

David Warner (C), Abdul Samad, Abhishek Sharma, Basil Thampi, Bhuvneshwar Kumar, Jagadeesha Suchith, Jason Holder, Jonny Bairstow, Kane Williamson, Kedar Jadhav, Khaleel Ahmed, Manish Pandey, Mitchell Marsh, Mohammad Nabi, Mujeeb Ur Rahman, Priyam Garg, Rashid Khan, Sandeep Sharma, Shahbaz Nadeem, Shreevats Goswami, Siddarth Kaul, T Natarajan, Vijay Shankar, Virat Singh, Wriddhiman Saha