#মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে ব্যাটন এবারেই গেছে ফ্যাফ ডু প্লেসিসের (Faf Duplessis) হাতে৷ আর রবিবার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান অধিনায়কের যুগলবন্দিতে একেবারে চোখে সর্ষেফুল দেখল পঞ্জাব কিংসের বোলাররা৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস একেবারে ব্যাট হাতে ধামাল মাচালেন৷ আর যোগ্য সঙ্গত করলেন বিরাট কোহলি৷ এদিন বিরাট -ফ্যাফ জুটিতে ২০ ওভারে ৩ উইকেটে ২০৫ রান তোলে আরসিবি (RCB)৷ ৬৫ বলে ১১৮ রানের পার্টনারশিপ হয় দুজনের৷ এবারের আইপিএলের প্রথম দ্বিশতরান পেরোন ম্যাচ হল রবিবার৷ যখন আরসিবি টপকে গেল ২০০-র মাত্রা৷
রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ২০২২ (IPL 2022) জোর লড়াই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Punjab Kings vs Royal Challengers Bangalore)৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতল (Toss Update) পঞ্জাব কিংস৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের৷ এই ম্যাচে ৯ বছর বাদে বিরাট কোহলি আরসিবি-র জার্সিতে খেলবেন কিন্তু অধিনায়ক থাকবেন না৷
দেখে নিন টসের ভিডিও
Captain @mayankcricket wins the toss and @PunjabKingsIPL have elected to bowl first against @RCBTweets
Live – https://t.co/LiRFG8lgc7 #TATAIPL #PBKSvRCB pic.twitter.com/nurcajJPAX
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
এদিন টসে জিতে পঞ্জাবের বোলিংয় সিদ্ধান্তের পর ওপেন করতে নামেন ফ্যাফ ও অনুজ রাওয়াত৷ ওপেনিং জুটিতে ওঠে৷ অনুজ করেন ২১ রান৷
আরও দেখুন – PV Sindhu: দুর্দান্ত খবর! ২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু
এরপর আর কোনও সুযোগ দেননি ফ্যাফ ও বিরাট ৷ দুজনেই লাগাতার ব্যাট করে দলের জন্য রান জোগাড় করতে থাকেন৷ ১০০ রানের পার্টনারশিপ পেরিয়ে যায় দুজনের ব্যাটে৷ এদিন মাত্র ৫০ বলে একশ রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিস৷
ফ্যাফ ডু প্লেসিসের এদিনের ম্যাচে ৪১ বলে ৫০ রান করেন৷ তাঁর পঞ্চাশ রানের ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷
FIFTY up for the @RCBTweets skipper ?
A big total on the way❓
Live – https://t.co/LiRFG8lgc7 #TATAIPL #PBKSvRCB pic.twitter.com/LnCpq9HTSt
— IndianPremierLeague (@IPL) March 27, 2022
ফ্যাফ ডু প্লেসিস এদিন ৫৭ বলে ৮৮ করেন , যেটা সাজানো ৩ টি চার ৭ টি ছয় দিয়ে৷ এদিকে শেষবেলায় নেমে দীনেশ কার্তিকও ভালই চালিয়ে খেলেন৷ বিরাট কোহলি রান করেন৷ বিরাট ৪১ ও দীনেশ কার্তিক ৩১ রানে অপরাজিত থাকেন৷
দুই দলই এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে এলিমিনেটরে থেকে কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল বিরাট কোহলির আরসিবি৷ পঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে থেকে আইপিএল ২০২২ অভিযান শেষ করেছিল৷
পঞ্জাব কিংস বনাম আরসিবি (PBKS vs RCB) ম্যাচের পিচ রিপোর্ট (Pitch Update)
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হালকা বাউন্স থাকছে৷ যা বোলারদের সাহায্য করবে৷ ম্যাচের রান ১৬০-১৭০-র আশেপাশে থাকবে৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই পাওয়া যাবে সাহায্য৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Punjab Kings vs Royal Challengers Bangalore) ওয়েদার রিপোর্ট (Weather Report)
তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫% , বাতাসের গতি ১১ কিমি/ঘণ্টা৷ বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই৷
পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (PBKS vs RCB) চোট আপডেট (Injury Update)
আরসিবি-র জন্য গ্লেন ম্যাক্সওয়েল, জস হেজেলউড, এবং জ্যাসন বেহ্রেনড্রফ আইপিএল ২০২২ ( IPL 2022) খেলছেন না পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য
পঞ্জাব কিংসের জন্য জনি বেয়রেস্তো প্রথম সপ্তাহে নেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য৷
কাগিসিও রাবাদা খেলতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলছেন৷