Tag Archives: Faf du Plessis

IPL 2022: নতুন দায়িত্ব পেয়ে ধামাকা অধিনায়ক ফ্যাফের, পঞ্জাবের বিরুদ্ধে ঝকঝকে বিরাট

 #মুম্বই: বিরাট কোহলির (Virat Kohli) হাত থেকে ব্যাটন এবারেই গেছে ফ্যাফ ডু প্লেসিসের (Faf Duplessis) হাতে৷ আর রবিবার প্রাক্তন অধিনায়ক ও বর্তমান অধিনায়কের যুগলবন্দিতে একেবারে চোখে সর্ষেফুল দেখল পঞ্জাব কিংসের বোলাররা৷ অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস একেবারে ব্যাট হাতে ধামাল মাচালেন৷ আর যোগ্য সঙ্গত করলেন বিরাট কোহলি৷ এদিন বিরাট -ফ্যাফ জুটিতে ২০ ওভারে ৩  উইকেটে ২০৫ রান তোলে আরসিবি (RCB)৷ ৬৫ বলে ১১৮ রানের পার্টনারশিপ হয় দুজনের৷ এবারের আইপিএলের প্রথম দ্বিশতরান পেরোন ম্যাচ হল রবিবার৷ যখন আরসিবি টপকে গেল ২০০-র মাত্রা৷

রবিবাসরীয় সন্ধ্যায় আইপিএল ২০২২ (IPL 2022) জোর লড়াই পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Punjab Kings vs Royal Challengers Bangalore)৷ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে টসে জিতল (Toss Update) পঞ্জাব কিংস৷ টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত পঞ্জাব কিংসের৷ এই ম্যাচে ৯ বছর বাদে বিরাট কোহলি আরসিবি-র জার্সিতে খেলবেন কিন্তু অধিনায়ক থাকবেন না৷

দেখে নিন টসের ভিডিও

এদিন টসে জিতে পঞ্জাবের বোলিংয় সিদ্ধান্তের পর ওপেন করতে নামেন ফ্যাফ ও অনুজ রাওয়াত৷ ওপেনিং জুটিতে ওঠে৷  অনুজ করেন ২১ রান৷

আরও দেখুন – PV Sindhu: দুর্দান্ত খবর! ২০২২ সুইস ওপেনের মহিলা সিঙ্গলসে শিরোপা জিতলেন পিভি সিন্ধু

এরপর আর কোনও সুযোগ দেননি ফ্যাফ ও বিরাট ৷ দুজনেই লাগাতার ব্যাট করে দলের জন্য রান জোগাড় করতে থাকেন৷ ১০০ রানের পার্টনারশিপ পেরিয়ে যায় দুজনের ব্যাটে৷ এদিন মাত্র ৫০ বলে একশ রানের পার্টনারশিপ করেন বিরাট কোহলি ও ফ্যাফ ডু প্লেসিস৷

ফ্যাফ ডু প্লেসিসের এদিনের ম্যাচে ৪১ বলে ৫০ রান করেন৷ তাঁর পঞ্চাশ রানের ইনিংস ছিল ২ টি চার ও ৩ টি ছয় দিয়ে৷

ফ্যাফ ডু প্লেসিস এদিন ৫৭ বলে ৮৮ করেন , যেটা সাজানো ৩ টি চার ৭ টি ছয় দিয়ে৷ এদিকে শেষবেলায় নেমে দীনেশ কার্তিকও ভালই চালিয়ে খেলেন৷ বিরাট কোহলি রান করেন৷ বিরাট ৪১ ও দীনেশ কার্তিক ৩১ রানে অপরাজিত থাকেন৷

দুই দলই এখনও অবধি আইপিএল খেতাব জিততে পারেনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর গত মরশুমে এলিমিনেটরে থেকে কেকেআরের কাছে হেরে বিদায় নিয়েছিল বিরাট কোহলির আরসিবি৷ পঞ্জাব কিংস ষষ্ঠ স্থানে থেকে আইপিএল ২০২২ অভিযান শেষ করেছিল৷

পঞ্জাব কিংস বনাম আরসিবি  (PBKS vs RCB) ম্যাচের পিচ রিপোর্ট (Pitch Update)
ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে হালকা বাউন্স থাকছে৷ যা বোলারদের সাহায্য করবে৷ ম্যাচের রান ১৬০-১৭০-র আশেপাশে থাকবে৷ ব্যাটিং -বোলিং দু বিভাগেই পাওয়া যাবে সাহায্য৷

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স  ব্যাঙ্গালোর (Punjab Kings vs Royal Challengers Bangalore) ওয়েদার রিপোর্ট (Weather Report)
তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি৷ আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬৫% , বাতাসের গতি ১১ কিমি/ঘণ্টা৷ বৃষ্টি হওয়ার কোনও সম্ভবনা নেই৷

পঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (PBKS vs RCB) চোট আপডেট (Injury Update)
আরসিবি-র জন্য গ্লেন ম্যাক্সওয়েল, জস হেজেলউড, এবং জ্যাসন বেহ্রেনড্রফ আইপিএল ২০২২ ( IPL 2022) খেলছেন না পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া সিরিজের জন্য
পঞ্জাব কিংসের জন্য জনি বেয়রেস্তো প্রথম সপ্তাহে নেই ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য৷
কাগিসিও রাবাদা খেলতে পারবেন না কারণ তিনি বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে খেলছেন৷

IPL 2021: CSK-র তারকা প্লেয়ার Faf Du Plessi নিয়ে সামনে এল বড় সত্যি

#দুবাই: আইপিএল ২০২১ (IPL 2021) -র দ্বিতীয় পর্বে খেলা শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর থেকে৷ প্রথম ম্যাচে সিএসকে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের (CSK vs MI)৷ ম্যাচের আগেই এল সুখবর সিএসকের (CSK) তারকা বিদেশি ফ্যাফ ডু প্লেসি (Faf Du Plessi) ফিট ঘোষিত হয়েছেন৷ ফলে আইপিএল ২০২১  -র (IPL 2021) দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের (CSK vs MI) বিরুদ্ধে মাঠে নামতে পারবেন তিনি৷

ক্যারিবিয়ান প্রিমিয়র লিগের (CPL 2021) সময় ডু প্লেসি (Faf Du Plessi)  কোমরে চোট পেয়েছিলেন৷ এর ফলে সেমিফাইনাল সহ নিজের দলের হয়ে ম্যাচ খেলতে পারেননি৷ কিন্তু তিনি এখন পুরো ফিট হয়ে যাওয়ার পথে ৷ প্রোটিয়া এই ক্রিকেটার সিপিএলে দারুণ ফর্মে ছিলেন৷ তিনি সর্বোচ্চ রান সংগ্রহকারীদের মধ্যে তিন নম্বরে ছিলেন৷ কিন্তু চোটের কারণে সেন্ট লুসিয়া কিংসের হয়ে শেষ ২ টি ম্যাচ খেলতে পারেননি৷

আরও পড়ুন – Weather Alert: শুক্রবার থেকে ফের নতুন নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে, ভারী বৃষ্টির সতর্কতা জারি IMD-র

সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছে মেডিক্যাল টিমের পরীক্ষা

আরও পড়ুন – গল্প নয় সত্যি, ৩০ টি ওয়াইড দিয়ে নিজেরা আউট ২৮ রানে, ২০০ রানে ম্যাচ জিতল প্রতিপক্ষ

টাইমস অফ ইন্ডিয়ায়  প্রকাশিত খবর অনুযায়ি ডু প্লেসি (Faf Du Plessi) সিএসকে (CSK) ম্যানেজমেন্টকে খবর দিয়েছেন এক সপ্তাহের বিশ্রাম তাঁর চোট সারিয়ে তুলতে সাহায্য করবে৷ তাড়াতাড়ি ফিট হয়ে ওঠার জন্য তিনি সবরকমের সাবধানতা অবলম্বন করছেন৷ যাতে আইপিএল ২০২১ (IPL 2021) এর দ্বিতীয় পর্বে সব ম্যাচ খেলতে পারেন৷

সূত্রের তরফ থেকে পাওয়া খবর অনুযায়ি ডু প্লেসি (Faf Du Plessi) ইউএই পৌঁছনোর পর সিএসকে মেডিক্যাল দল তাঁর পরীক্ষা করবে৷ সূত্র আরও জানিয়েছে তাঁদের মেডিক্যাল দল ও ফিজিও পরীক্ষা না করা অবধি দক্ষিণ আফ্রিকান তারকা ক্রিকেটারকে নিয়ে তাঁর কোনও পাকাপাকি সিদ্ধান্তে আসতে পারছেন না৷ তাই এই নিয়ে অগ্রিম কোনও মন্তব্য তাঁরা করতে চান না৷ ডুপ্লেসি ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ব্যস্ত থাকা ইমরান তাহির ও ডয়েন ব্র্যাভো বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছবে৷