IPL 2022: নিজের হাতের তালুতে ‘এই’ বড় কথা লিখে ম্যাচ খেলতে নেমেই রিঙ্কুর কামাল, রইল ভিডিও

#মুম্বই: আইপিএল ২০২২  (IPL 2022) তে ৪৭ তম ম্যাচে কেকেআর , রাজস্থান রয়্যালসকে (KKR vs RR) ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারায়৷ কেকেআর লাগাতার ৫টি হারের পর অবশেষে জয় পেল৷ কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)৷ তিনি রাজস্থানের বিরুদ্ধে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ বলে ৪২ রান করেন৷ তাঁর ইনিংসে রিঙ্কু ৬ টি চার, ১ টি ছক্কা মারেন৷ এর আগে রিঙ্কু সিং এক চমৎকার ক্যাচ ধরেন৷ রিঙ্কু ম্যাচে নীতিশ রানার সঙ্গে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৬ রান করে৷ নীতিশ রানা ৩৭ বলে ৪৮ রান করেন৷ এর মধ্যে ৩ টি ছক্কা এবং ২ টি চার মারেন৷ রিঙ্কু সিংয়ের অলরাউন্ডারের প্রদর্শনের জন্য তিনি প্লেয়ার দ্য ম্যাচ হন৷

রিঙ্কু সিং (Rinku Singh) ম্যাচের পর বলেন, ‘‘আমি আলিগড় থেকে আইপিএল খেলা প্রথম ক্রিকেটার৷ যদিও একাধিক রণজি ট্রফি খেলেছেন৷ আইপিএলে ফার্স্টক্লাস  ক্রিকেট মোকাবিলায় বেশি চাপ থাকে৷ গত ৫ বছরে আমার লাগাতার সুযোগ আসছে৷ আসলে দলের জয়ে যোগদান দিতে ভাল লাগে৷ বাজ (ম্যাককালাম) আমায় খেলা শেষ করে ফিরতে বলেছিলেন৷ যখন আমি ময়দানে নীতিশ রানার সঙ্গে ক্রিকেট খেলছিলাম তখন উনিও একই কথা বলেছিলেন৷’’

আরও পড়ুন – শালীনতার মাত্রা ছাড়ালেন গম্ভীর, মুখে চার অক্ষরের অশ্লীল শব্দ, ভাইরাল ভিডিও

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

ম্যাচের আগে লিখে নিয়েছিলাম ফিফটি করব- রিঙ্কু সিং (Viral Video)

ম্যাচের পর কেকেআর রিঙ্কু সিংয়ের এক মজাদার ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন৷ এতে নীতিশ রাণাকে তিনি বলছেন দেখা যায়- ‘‘আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ আমি রান করব৷ ম্যান অফ দ্য ম্যাচও হব৷ এই জন্য আমি ম্যাচের আগে নিজের হাতের তালুতে লিখেছিলাম আমি আজ ৫০ রান করব৷’’

৫ বছর এই সময়ের জন্য অপেক্ষা করছি

নীতিশ রিঙ্কুকে জিজ্ঞাসা করেন যে কী করে বুঝলেন যে আজ তিনি ভাল ব্যাটিং করবেন? তার উত্তরে রিঙ্কু বলেন, ‘‘আমি পাঁচ বছর এই সুযোগের অপেক্ষা করছি, কিন্তু নিয়মিত সুযোগ পায়নি৷ আমারও মনে হচ্ছিল কবে আমি ম্যান অফ দ্য ম্যাচ পাব৷ ঘরোয়া টুর্নামেন্টে অনেক রান করলে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়৷ যখন স্বপ্নপূরণ হয় তখন মনে খুশি হয়৷’’