প্রচণ্ড মাতাল বিদেশি ক্রিকেটার ১৫ তলার বারান্দা থেকে ঝুলিয়ে দিল চাহালকে, তারপর রুদ্ধশ্বাস অভিজ্ঞতা

#মুম্বই : আইপিএ ২০২২ (IPL 2022) রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে খেলছেন যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেছিলেন৷ ক্রিকেট ফ্যানরা এমন একটা জিনিস জানা গেছে যা নিশ্চিতভাবে কখনও শোনেননি কেউই৷ চাহাল ২০১১ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে খেলতেন তিনি৷ তিন মরশুম অবধি একটি ম্যাচে মাত্র খেলার সুযোগ পান৷ মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে ৩ বছরে অনেক ক্রিকেটারের সঙ্গে ভাল বন্ধুত্ব হয়ে গিয়েছিল৷ কিন্তু এতে দলের সঙ্গে থাকার একটি ঘটনা এমন হয়েছিল৷ যা তাঁকে একেবারে হিলিয়ে রেখে দিয়েছিল৷

রাজস্থান রয়্যালস নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার হয়েছে৷ যাতে রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, করুণ নায়েক নিয়ে কথা বলতে দেখা গেছে৷ এই কথাবার্তার দরুণ চাহাল এক ভয়ানক গল্প শেয়ার করেছেন৷ তিনি বলেছেন, ২০১৩ সালে আইপিএলের সময় তাঁর প্রাণ বেরিয়ে গিয়েছিল৷

আরও পড়ুন – ‘ঝগড়া করেননি?’ জয়া বচ্চন ও কিরণ খেরের ছবিতে তির্যক মন্তব্য নেটিজেনদের

যুজবেন্দ্র চাহাল এই ভিডিওতে বলেন, ‘‘আমি আমার এই গল্প কাউকে শোনাইনি৷ কিন্তু এখন লোক এই বিষয়ে জানবে৷ এটা ২০১৩ সালের গল্প৷ যখন আমি মুম্বই ইন্ডিয়ান্সের অংশ ছিলাম৷ আমাদের একটা ম্যাচ ব্যাঙ্গালোরে ছিল৷ ম্যাচের পর একটা পার্টি ছিল৷ সেখানে একজন বিদেশি ক্রিকেটার ছিল৷ সে নেশায় একেবারে চুর ছিল৷ ও অনেকক্ষণ আমায় দেখছিল৷ অনেকক্ষণ ধরে আমায় দেখছিল৷ তারপর আমাকে নিজের কাছে ডাকে৷’’

দেখে নিন যুজবেন্দ্র চাহালের ভিডিও৷

আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম

চাহাল আরও জানিয়েছেন, ‘‘ওই বিদেশি ক্রিকেটার আমায় বাইরে নিয়ে যান, আর আমায় ১৫ তলার বারান্দা থেকে আমাকে ঝুলিয়ে দেন৷ আমি দু হাত দিয়ে ওই ক্রিকেটারের গলা ধরে আঁকড়ে ছিলাম৷ যদি একটুও হাত ছেড়ে  যেত তাহলে ১৫ তলা থেকে পড়ে যেতাম৷ ওখানে অনেক লোক ছিল৷ তারা এই ঘটনা দেখতে পায়৷ তারা সঙ্গে সঙ্গে সেখানে এসে পরিস্থিতি সামলে নেয়৷ আমি অজ্ঞান হয়ে যাই৷ তারপর আমায় জল খাওয়ায়৷ ওই দিন আমি বুঝতে পারি বাইরে বেরোলে কতটা সতর্ক হওয়া প্রয়োজন৷ ’’ তিনি আরও বলেন, ‘‘তো এরকম একটা ঘটনা ছিল৷ যাতে আমার মনে হয় আমি মরতে মরতে বেঁচে গেছি৷ কারণ সামাণ্য ভুলেই মাটিতে পড়ে যেতাম ওত উঁচু থেকে৷’’

যুজবেন্দ্র চাহাল ২০২২ সালে ৭ উইকেট নিয়েছেন

এইবারের আইপিএলে চাহালের ভাল পারফরম্যান্স হয়েছে৷ তিনি রাজস্থান রয়্যালসের জন্য ৩ ম্যাচে ৫.৪৫ ইকনমি রেটে ৭ উইকেট নেন৷