IPL Bhojpuri Commentary: আইপিএলে জঘন্য কাণ্ড! ভোজপুরি কমেন্ট্রি-র সময় অশ্লীল কথা, ইডেনে বিতর্ক

কলকাতা: ক্রিকেট জেন্টলম্যানস গেম। অর্থাৎ ভদ্রলোকের খেলা। তবে অনেক সময় এই খেলায় শালীনতা বজায় থাকে না। বিশেষ করে আইপিএলের সময় বিতর্কিত ঘটনা ঘটতে থাকে একের পর এক।

গত বছর আইপিএল থেকে ভোজপুরি ভাষায় ধারাভাষ্য শুরু হয়েছে। জিও সিনেমায় খেলা দেখার সময় অনেকেই এই ধারাভাষ্য উপভোগ করেন।

তবে এবার সেই কমেন্ট্রি নিয়ে বিতর্ক। অশ্লীল শব্দ বলা যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে এই কমেন্ট্রিতে। আর সব থকেে মজার বিষয়, এই ধরণের ভাষার ব্যবহারে ভোজপুরি ধারাভাষ্যের জনপ্রিয়তা বাড়ছে।

আরও পড়ুন- জীবন কেড়ে নিল আইপিএল! ইঞ্জিনিয়ার স্বামীর ভুলে স্ত্রীর আত্মহত্যা, ভয়ানক ঘটনা

২০২৪ আইপিএলের শুরুতেই বিতর্ক ভোজপুরি কমেন্ট্রি নিয়ে। ইডেনে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচের মাঝে বিতর্ক। আপত্তিকর মন্তব্য করলেন ভোজপুরি ধারাভাষ্যকর।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

সানরাইজার্সের ইনিংসের সময় মিচেল স্টার্ককে ছক্কা হাঁকান হেনরি ক্লাসেন। মিড উইকেটের উপর দিয়ে ছক্কা উড়ে যেতেই বিতর্কিত মন্তব্য করে বসেন ভোজপুরি ধারাভাষ্যকার।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

ধারাভাষ্যকর আসলে ক্লাসেনের প্রশংসা করতে চেয়েছিলেন। কিন্তু সেটা করতে গিয়ে যে শব্দ তিনি ব্যবহার করলেন তাতে বিতর্ক শুরু হয়ে গেল। যৌনতা মেশানো মন্তব্য করে ফেলেন তিনি।

অনেকেই দাবি করেন, এমন শব্দচয়ণের ফলে ধারাভাষ্যের মান পড়তে পারে। তাছাড়া আইপিএল দেখে অনেক উঠতি ক্রিকেটার। কমবয়সী ক্রিকেটাররা এমন শব্দ শুনলে তাঁদের মনে অন্যরকম প্রভাব পড়তে পারে। তবে এই প্রথম নয়, গত মরশুমেও ভোজপুরি ধারাভাষ্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল।

আরও পড়ুন- MS Dhoni: বছর ৪২-এও উড়ন্ত এমএস ধোনি, এমন ক্যাচ দেখে হতবাক সকলে

অনেকেই সোশ্যাল মিডিয়ায়  ভোজপুরি কমেন্ট্রি বন্ধের আবেদন করেছেন। রবি কিষণ, মনোজ তিওয়ারি ও জয় শাহকে ট্যাগ করে এমন দাবি করেছেন অনেক ক্রিকেট সমর্থক।