সেই দেশে অভিভাবকত্ব কঠোরভাবে নিষিদ্ধ। বিশ্বের এমন একটি ছোট দেশ, যেখানে সন্তানের জন্ম দেওয়ার উপর নিষেধাজ্ঞা রয়েছে। নবজাতকদের যত্ন নেওয়ার জন্য হাসপাতালের অভাব রয়েছে সে দেশে।

Astro Tips: বিয়ের পর বেশ কয়েক বছর পার! দাম্পত্যে সন্তান সুখ পেতে ছোট কয়েকটি উপায়ে হবে কামাল

: যে ভাবে সমাজ জীবন বিন্যস্ত তাতে যে কোনও জায়গাতেই  বিয়ের পর দম্পতির ঘরে সন্তান আসে- এই ভাবেই বহু বছর ধরে সমাজ চলছে৷ না হলে সমাজ ব্যবস্থা যেভাবে জড়িয়ে তাতেই এগিয়ে চলে দেশকাল৷  প্রতিটি দম্পতি তাদের পরিবারে সন্তানের হাসি শুনতে চায়। হিন্দির একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে   "দুধ নাহাও পুতো ফলো" - অর্থাৎ দুধে স্নান কর এবং পুত্র প্রসব কর৷ Photo- Representative
: যে ভাবে সমাজ জীবন বিন্যস্ত তাতে যে কোনও জায়গাতেই  বিয়ের পর দম্পতির ঘরে সন্তান আসে- এই ভাবেই বহু বছর ধরে সমাজ চলছে৷ না হলে সমাজ ব্যবস্থা যেভাবে জড়িয়ে তাতেই এগিয়ে চলে দেশকাল৷  প্রতিটি দম্পতি তাদের পরিবারে সন্তানের হাসি শুনতে চায়। হিন্দির একটি জনপ্রিয় প্রবাদ রয়েছে   “দুধ নাহাও পুতো ফলো” – অর্থাৎ দুধে স্নান কর এবং পুত্র প্রসব কর৷ Photo- Representative
কিন্তু দীর্ঘদিন পরেও যদি সন্তানের জন্ম না হয় এবং  চিকিৎসকের পরামর্শ নিয়েও সেভাবে কার্যকরী না হয় তাহলে শিশু সুখ পেতে কী করতে পারেন তারই প্রতিকার জ্যোতিষ মতে দিলেন অযোধ্যার জ্যোতিষী পন্ডিত অজয় গুপ্তা ৷ Photo- Represe
কিন্তু দীর্ঘদিন পরেও যদি সন্তানের জন্ম না হয় এবং  চিকিৎসকের পরামর্শ নিয়েও সেভাবে কার্যকরী না হয় তাহলে শিশু সুখ পেতে কী করতে পারেন তারই প্রতিকার জ্যোতিষ মতে দিলেন অযোধ্যার জ্যোতিষী পন্ডিত অজয় গুপ্তা ৷
সন্তান লাভের উপায়- পূর্ণ ভক্তি, বিশ্বাসে ভর করে সন্তান গোপাল মন্ত্র ১.২৫ লক্ষ জপ করলে সন্তানের সুখ পাওয়া যায়।
সন্তান লাভের উপায়
– পূর্ণ ভক্তি, বিশ্বাসে ভর করে সন্তান গোপাল মন্ত্র ১.২৫ লক্ষ জপ করলে সন্তানের সুখ পাওয়া যায়।
- যতটা সম্ভব মুগ ডাল ব্যবহার করুন, লবণাক্ত এবং অঙ্কুরিত আকারে এই মুগ ডাল খান৷
– যতটা সম্ভব মুগ ডাল ব্যবহার করুন, লবণাক্ত এবং অঙ্কুরিত আকারে এই মুগ ডাল খান৷
- প্রতিদিন ভগবানের পুজো করার পাশাপাশি গঙ্গাজলে দুটি জাফরান ভিজিয়ে কপালে লাগান।
– প্রতিদিন ভগবানের পুজো করার পাশাপাশি গঙ্গাজলে দুটি জাফরান ভিজিয়ে কপালে লাগান।
- ঘরে নাড়ু গোপালের মূর্তি রাখুন এবং নিয়মিত পুজো অর্চনা করুন, জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজো  করুন৷
– ঘরে নাড়ু গোপালের মূর্তি রাখুন এবং নিয়মিত পুজো অর্চনা করুন, জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজো  করুন৷
- বাড়ির মন্দিরে নাড়ু গোপালের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখুন বাড়ির নানা জায়গা সাজিয়ে রাখুন৷
– বাড়ির মন্দিরে নাড়ু গোপালের মূর্তির সঙ্গে ময়ূরের পালক রাখুন বাড়ির নানা জায়গা সাজিয়ে রাখুন৷
- দম্পতিরা কাঁটাযুক্ত, শুকনো পাতা, পাহাড়ের ছবি সহ কালো বা হলুদ রঙের বেডশিট বিছানায় পাতবেন না। বিছানায় লাল, গোলাপি, আকাশি রঙের বেডশিট ভালো হবে।
– দম্পতিরা কাঁটাযুক্ত, শুকনো পাতা, পাহাড়ের ছবি সহ কালো বা হলুদ রঙের বেডশিট বিছানায় পাতবেন না। বিছানায় লাল, গোলাপি, আকাশি রঙের বেডশিট ভালো হবে।