ম্যাচ শেষে কেঁদেই ফেললেন কাব্য মারান (Photo: X)

Kavya Maran: ম্যাচ শেষে কেঁদেই ফেললেন কাব্য, ফাইনালে হারের পর সানরাইজার্স মালকিনের ভিডিও ভাইরাল !

চেন্নাই: টুর্নামেন্টে তাঁর দল দুর্দান্ত খেললেও কেকেআরের সঙ্গে কখনই তেমন সুবিধা করে উঠতে পারেনি ৷ ফাইনালেও তার অন্যথা হয়নি ৷ ম্যাচ ৮ উইকেটে জিতে এবছরের আইপিএল চ্যাম্পিয়ন শাহরুখের কলকাতা নাইট রাইডার্স ৷ রবিবার চিপকে ফাইনাল ম্যাচ যে এতটা একেপেশে হবে, সেটা ভাবেননি কেউই ৷ জয়ের জন্য মাত্র ১১৪ রান তাড়া করতে নেমে ৫৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় কেকেআর ৷ ম্যাচ শেষে হতাশই লেগেছে সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারানকে ৷ হারার পর চোখের জল ধরে রাখতে পারেননি তিনি ৷ হাততালি দিতে দিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি ৷ সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বিশেষ সময় লাগেনি ৷

আরও পড়ুন– ক্রমেই শক্তি হারাচ্ছে ‘Remal’, দিনভর বৃষ্টি চলবে, আবহাওয়ার উন্নতি কবে? জেনে নিন

উইনিং স্ট্রোক মারতেই ব্যাট তুলে দৌড় শুরু করেন ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়াররা। ডাগ আউট থেকে ততক্ষণে সতীর্থদের দিকে দৌড় শুরু করেছেন আন্দ্রে রাসেল, রামনদীপ সিং, মিচেল স্টার্করাও। সেইসময়েই টিভি ক্যামেরা তাক করে সানরাইজার্স মালকিনকে ৷ কেকেআরের ব্যাটিং চলাকালীন এদিন অধিকাংশ সময়েই গোমড়া মুখে বসে থাকতে দেখা যায় কাব্যকে ৷

আরও পড়ুন– রাশিফল ২৭ মে; দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

২০১৪ সালের পর আবার ২০২৪ ৷ ১০ বছর পর ফের একটা ট্রফি নিজেদের ঘরে তুলল কেকেআর ৷ যে মাঠে ১২ বছর আগে গৌতম গম্ভীরের নেতৃত্বে প্রথমবার আইপিএল ট্রফি জেতার স্বাদ পেয়েছিল কেকেআর, সেই মাঠেই এল তৃতীয় খেতাব।