IPL 2024: আইপিএলের মাঝেই অবসর কেকেআর তারকার! টি-২০ বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় সিদ্ধান্ত

জাতীয় দলের জার্সি গায়ে খেলেছেন একাধিক ম্যাচ উইনিংস ইনিংস। তাঁর মারকাটারি ব্যাটিং ভয় ধরাত প্রতিপক্ষের বোলারদের মনে। দেশের হয়ে দুটি টি-২০ বিশ্বকাপও খেলেছেন। আইপিএলে কেকেআর সহ খেলেছেন একাধিক দলে। বিশেষ করে টি-২০ স্পেশালিস্ট বলা হয় তাকে। এবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করে দিলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কলিন মুনরো।

আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে ৫৭টি ওডিআইস, ৬৫ টি-টোয়েন্টি, ১টি টেস্ট ম্যাচ খেলেছে। ওডিআইতে ১২৭১ রান , ১৭২৪ রান ও টেস্টে ১৫ রান করেছেন। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে একাধিক গুরুত্বপূর্ণ পারফরম্যান্স রয়েছে কলিন মুনরোর। কলিন মুনরো নিউজিল্যান্ডের একমাত্র ব্যাটসম্যান যিনি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে তিনটি সেঞ্চুরি করেছেন। অবশেষে বুট জোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিলেন মুনরো।

এছাড়া আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। আইপিএলে তবে তাঁর কেরিয়ার দীর্ঘায়িত হয়নি। আইপিএলে মোট ১৩টি ম্যাচ খলেছেন কলিন মুনরো। করেছেন মোট ১৭৭ রান। আইপিএলে তাঁকে শেষবার দেখা গিয়েছে কেকেআরের জার্সি গায়েই।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: কার জেতা উচিত টি-২০ বিশ্বকাপ? হয়ে গেল বড় ভবিষ্যদ্বাণী! জানুন বিস্তারিত

বিগত চার বছর ধরে জাতীয় দল থেকে ব্রাত্য ছিলেন কলিন মুনরো। দীর্ঘদিন দলের বাইরে থাকার পর অবশেষে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন কলিন মুনরো। অবসর নিয়ে কলিন মুনরো জানিয়েছেন,”জাতীয় দলের হয়ে খেলা আমার কাছে সবথেকে গর্বের মুহূর্ত। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা হয়ে যাওয়ায় এটাই সঠিক সময় অবসর নেওয়ার।” মুনরোকে আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সকলে।