১৩ বছর ধরে ‘এই’ ক্রিকেটার কেকেআরে, গম্ভীরের বাজি! যেদিন খেলেন, সবাই তাকিয়ে দেখে

কলকাতা: সুনীল নারিন, যিনি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন। নারিন তাঁর স্পিনের জাদুর জন্য পরিচিত ছিলেন, কিন্তু গৌতম গম্ভীর তাঁকে নিয়ে এমন বাজি খেলেছেন যে এখন তিনি ব্যাটার হিসেবেও নাম করেছেন।

১৩ বছর পর কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন নারিন। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে হাফ সেঞ্চুরিও ছিল না নারিনের। কেকেআর মেন্টর গৌতম গম্ভীর নারিনের প্রতিভা চিনতে পেরেছিলেন। তাঁকে ওপেনার হিসেবে চেষ্টা করে দেখেন গম্ভীর।

আরও পড়ুন- ছেলে হওয়ার ২মাসের মধ্যেই বড় সিদ্ধান্ত নিলেন মা অনুষ্কা!বিরাটের ১০০শতাংশ সমর্থন

আইপিএলে ওপেনার হিসেবে নারিনকে সফল বলা চলে। আইপিএলের ১৬৭টি ম্যাচের ১০১ ইনিংসে তিনি মাত্র ৫টি হাফ সেঞ্চুরি করেছিলেন। তবে তিনি ইডেন গার্ডেনে প্রথম সেঞ্চুরি করেন মঙ্গলবার।

২০১১ সালে সুনীল নারিনের টি-টোয়েন্টি অভিষেক হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে হাফ সেঞ্চুরিও ছিল না তাঁর। সেঞ্চুরি করতে তাঁর লেগেছে ১৩ বছর। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে সুনীল নারিন ৫৬ বলে ১৩টি চার ও ৬টি ছক্কা মেরে ১০৯ রানের দুরন্ত ইনিংস খেলেন।

এই ইনিংসের সুবাদে কেকেআর স্কোরবোর্ডে ২২৩ রান তুলতে সক্ষম হয়। এছাড়া বোলিংয়েও নারিন তাঁর প্রতিভা দেখিয়ে দুজন গুরুত্বপূর্ণ ব্যাটারকে প্যাভিলিয়নের পথ দেখান।

রাজস্থান রয়্যালস আইপিএল ২০২৪-এর পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। রাজস্থানের তারকা ব্যাটার জস বাটলারের সামনে সুনীল নারিনের সেঞ্চুরি এদিন ফ্যাকাশে হয়ে যায়।

আরও পড়ুন- সুনীল নারিনের বিধ্বংসী শতরান, রাজস্থানকে ২২৪ রানের টার্গেট দিল কেকেআর

বাটলার রাজস্থানের ওয়ান ম্যান আর্মি হিসেবে প্রমাণিত। ৯টি চার ও ৬টি ছক্কায় ৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি। ফলে সুনীল নারিনের অলরাউন্ড পারফরম্যান্স দলের জয়ে কোনো কাজে আসেনি। তবে দিল্লির বিরুদ্ধে ৮৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথে নিয়ে গিয়েছিলেন তিনি।