শুক্রবার তৃতীয় দল হিসেবে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে গুজরাত টাইটান্সের। ১১ ম্যাচ ৮ পয়েন্ট শুভমান গিলের দলের। শেষ ৩টি ম্যাচ জিততে পারলে ক্ষীণ আশা থাকবে প্লে অফের। তবে শুক্রবার সিএসকের বিরুদ্ধে হারলেই সব শেষ।

IPL 2024 GT vs SRH: এক ম্যাচে দাপটের পরই ‘অস্তমিত’ সানরাইজার্স! ৭ উইকেটে সহজ জয় পেল গুজরাত

আহমেদাবাদ: ফের ধারাবাহিকতার অভাব স্পষ্ট সানরাইজার্স হায়দরাবাদ দলে। গত ম্যাচে মুম্বইকে রেকর্ড রান করে হারানোর পরর ম্যাচেই পুরোপুরি ব্যর্থ অরেঞ্জ আর্মির ব্যাটিং লাইন। গুজরাতের বিরুদ্ধে সেভাবে দাঁড়াতেই পারল না হায়দরাবাদের কোনও ব্যাটার। অপরদিকে, সিএসকের বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে ঘরের মাঠে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করল গুজরাত টাইটান্স। ৭ উইকেটে জয় পেল শুভমান গিলের দল।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ । IPL 2024 Points Table

এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন প্যাট কামিন্স। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে যে বিধ্বংসী ফর্মে দেখা গিয়েছিল সানরাইজার্স ব্যাটারদের, তা রবিবার অনেকটাই ম্লান। শুরু থেকেই নিয়মিত ব্যাবধানে উইকেট হারাতে থাকে হায়দরাবাদ। যার ফলে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ করে সানরাইজার্স। সর্বোচ্চ ২৯ রান করেন আবদুল সামাদ ও অভিষেক শর্মা। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহিত শর্মা।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

১৬৩ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই অনেক বেশি আত্মবিশ্বাসী দেখিয়েছ গুজরাত টাইটান্সকে। দুই ওপোনার শুভমান গিল ৩৬ ও ঋদ্ধিমান সাহা ২৫ রানের ইনিংস খেলেন। এরপর সাই সুদর্শন ও ডেভিড মিলার স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান। ঠান্ডা মাথায় ব্যাটিং করে অর্ধশতরানের পার্টনারশিপও করেন সুদর্শন ও মিলার জুটি। ৬৪ রানের পার্টনারশিপ করে দলের জয় নিশ্চিত করে দেন তারা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: আইপিএলের মাঝেই ভারতের টি-২০ বিশ্বকাপের দল ঘোষণা! কীভাবে কারা পাবে সুযোগ? জেনে নিন বিস্তারিত

সাই সুদর্শন ৪৫ রানের ঝকঝকে ইনিংস খলে সাজঘরে ফেরেন। শেষের বাকি কাজ টুকু করে দেন ডেভিড মিলার ও বিজয় শঙ্কর। ৫ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌছে যায় গুজরাত টাইটান্স। ডেভিড মিলার ৪৪ ও বিজয় শঙ্কর ১৪ রানে অপরাজিত থাকেন। এই ম্যাচ জিতে ৩ ম্যাচে ২ জয় ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এল শুভমান গিলের দল।