আইপিএল জমজমাট! লড়াইয়ে ফিরছে আরও এক দল, এই নিয়ে চার নম্বর জয়

মুল্লানপুর : লড়াইয়ে ফিরছে গুজরাত টাইটান্স। লো স্কোরিং ম্যাচে পঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারিয়ে দিল তারা। এবারের আইপিলে এটা তাদের চতুর্থ জয়।

এদিন ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬  রান করে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। গুজরাতের ৮ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে। ৮ ম্যাচে পঞ্জাব কিংসের এটি ষষ্ঠ পরাজয়।

এই জয়ের ফলে গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের অষ্টম স্থান থেকে সোজা চলে গিয়েছে ৬ষ্ঠ স্থানে। রাহুল তেওয়াটিয়া এই ম্যাচে ওয়ান ম্যান আর্মির মতো খেলেন।

আরও পড়ুন- KKR: আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় কেকেআরের, আইপিএল থেকে বিদায় কোহলিদের

তিনি এদিন প্রায় একা হাতেই খেলা ঘুরিয়ে দিলেন। তেওয়াটিয়া ১৮ বলে অপরাজিত ৩৬ রান করেন। তিনি গুজরাতকে চার উইকেটে জয়ের পথে নিয়ে যান।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলের ওপেনিং জুটি থেকে ভরাস পায় গুজরাত টাইটান্স। দুজনেই প্রথম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন।

ঋদ্ধিমান সাহা ১৩ রান করে আউট হন এবং অধিনায়ক গিল ২৯ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সাহা আশুতোষ শর্মার হাতে আরশদীপ সিংকে ক্যাচ দিয়েছিলেন। গিল কাগিসো রাবাদার ওভারে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়েছিলেন।

আরও পড়ুন- ধোনিকে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল হল চিঠি! দেখুন

এই মরসুমে পাওয়ারপ্লেতে সবচেয়ে খারাপ খেলতে থাকা পঞ্জাব কিংস এদিনও ধীরে শুরু করে। এর পর নিয়মিত উইকেট হারাতে থাকায় তারা ১৪২ রানে ইনিংস শেষ করে।