Tag Archives: Punjab Kings

IPL 2024: দলের প্লেয়াররা করেছিল এমন আবদার, যা মেটাতে গিয়ে কালঘাম ছুটেছিল প্রীতি জিন্টার

আইপিএল মানেই ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভূত ককটেল। মাঠের খেলার পাশাপাশি এখানে মাঠের বাইরেও নানা ঘটনা ঘটে। যা নিয়ে ফ্যানেদের কৌতুহলের অভাব নেই। কোনও ঘটনা সামনে আসে, কোনও ঘটনা আবার আসে না।
আইপিএল মানেই ক্রিকেট আর বিনোদনের এক অদ্ভূত ককটেল। মাঠের খেলার পাশাপাশি এখানে মাঠের বাইরেও নানা ঘটনা ঘটে। যা নিয়ে ফ্যানেদের কৌতুহলের অভাব নেই। কোনও ঘটনা সামনে আসে, কোনও ঘটনা আবার আসে না।
আবার এমন কিছু অজানা ঘটনা উঠে আসে বহু বছর পর। তেমন একটা ঘটনা গত আইপিএল চলাকালীন সকলকে জানিয়েছিলে পঞ্জাব কিংস দলের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যা অবাক করেছিল সকলকে।
আবার এমন কিছু অজানা ঘটনা উঠে আসে বহু বছর পর। তেমন একটা ঘটনা গত আইপিএল চলাকালীন সকলকে জানিয়েছিলে পঞ্জাব কিংস দলের অন্যতম কর্ণধার বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যা অবাক করেছিল সকলকে।
প্রীাতি জিন্টা জানিয়েছেন, ২০০৯ সালে যখন আইপিএলের আসর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল, সেই সময় প্রোটিয়া ভূমে দলের সঙ্গেই ছিলেন তিনি। একটি ম্যাচের আগে প্লেয়ারদের প্রীতি বলেছিলেন এই ম্যাচ জিততে পারলে তিনি আলু পরোটা নিজের হাতে বানিয়ে খাওয়াবেন।
প্রীাতি জিন্টা জানিয়েছেন, ২০০৯ সালে যখন আইপিএলের আসর দক্ষিণ আফ্রিকার মাটিতে বসেছিল, সেই সময় প্রোটিয়া ভূমে দলের সঙ্গেই ছিলেন তিনি। একটি ম্যাচের আগে প্লেয়ারদের প্রীতি বলেছিলেন এই ম্যাচ জিততে পারলে তিনি আলু পরোটা নিজের হাতে বানিয়ে খাওয়াবেন।
এমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। কিন্তু তার পরের অবস্থা বা পরিস্থিতি যে কি হতে পারে তা কথা দেওয়ার সময় ভেবে দেখেননি প্রীতি জিন্টা। সেই ম্যাচ জিতে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দল।
এমন প্রতিশ্রুতি তো দিয়েছিলেন বলিউড অভিনেত্রী। কিন্তু তার পরের অবস্থা বা পরিস্থিতি যে কি হতে পারে তা কথা দেওয়ার সময় ভেবে দেখেননি প্রীতি জিন্টা। সেই ম্যাচ জিতে যায় তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব দল।
ম্যাচ জিতে হোটেলে ফেরে গোটা দল। কিন্তু হোটেলের খাবার যুবরাজ সিং, ইরপান পাঠানদের পছন্দ হয়নি। তারপর প্রীতির কথা মত তাঁর কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি খুশি বানানো শুরু করলেও পরে বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছেন তিনি। কারণ মোট ১২০টি আলু পরোটা বানাতে হয়েঠছিল।
ম্যাচ জিতে হোটেলে ফেরে গোটা দল। কিন্তু হোটেলের খাবার যুবরাজ সিং, ইরপান পাঠানদের পছন্দ হয়নি। তারপর প্রীতির কথা মত তাঁর কাছে আলু পরোটা খাওয়ার দাবি জানায় ক্রিকেটাররা। প্রীতি খুশি খুশি বানানো শুরু করলেও পরে বুঝতে পেরেছিলেন কত বড় ভুল করেছেন তিনি। কারণ মোট ১২০টি আলু পরোটা বানাতে হয়েঠছিল।
প্রীতি জিন্টা জানিয়েছেন,'ছেলেরা যা কতটা খেতে পারে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল।' ফলে যুবরাজ, পাঠানদের খিদে মেটাতে গিয়ে যে গলদ ঘর্ম অবস্থা হয়েছিল তা বোঝাই যাচ্ছে।
প্রীতি জিন্টা জানিয়েছেন,’ছেলেরা যা কতটা খেতে পারে সেই দিন আমি বুঝতে পেরেছিলাম। মোট ১২০টি আলু পরোটা আমাকে বানাতে হয়েছিল।’ ফলে যুবরাজ, পাঠানদের খিদে মেটাতে গিয়ে যে গলদ ঘর্ম অবস্থা হয়েছিল তা বোঝাই যাচ্ছে।
প্রীতি জিন্টা ওই সাক্ষাৎকারে শেষে মজা করে বলেছেন,'এর পর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।' তবে ১৪ বছর পর এই মজাদার ঘটনা যে ক্রিকেট প্রেমি থেকে শুরু করে সকলকে খুব মজা দিয়েছে তা মানতেই হবে।
প্রীতি জিন্টা ওই সাক্ষাৎকারে শেষে মজা করে বলেছেন,’এর পর থেকে আমি নিজেই আলুর পরোটা তৈরি করা বন্ধ করে দিয়েছি।’ তবে ১৪ বছর পর এই মজাদার ঘটনা যে ক্রিকেট প্রেমি থেকে শুরু করে সকলকে খুব মজা দিয়েছে তা মানতেই হবে।

KKR vs PBKS: কেকেআর বনাম পঞ্জাব ম্যাচে হল ৫ মহারেকর্ড, জেনে নিন বিস্তারিত

শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
শুক্রবার ইডেন গার্ডেন্স সাক্ষী থাকল টি-২০ ক্রিকেটের এক ঐতিহাসিক ম্যাচে। প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেকেআর। জবাবে ৮ বল বাকি থাকতেই জয় পায় পঞ্জাব কিংস। ম্যাচে হল ৫টি অনন্য রেকর্ড।
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্যাচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান।
(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।(Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে।
(Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
কেকেআর বনাম পঞ্জাব কিংস ম্যাচে মোট ৪২ টি ছয় হয়েছে। যা শুধু আইপিএল নয়, টি-২০ ক্রিকেটের ইতিহাসে একটি ম্যাচে হওয়া সর্বাধিক ছয় । এর আগে এই রেকর্ড ছিল হায়দরাবাদ-মুম্বই এবং হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচে। দুটি ম্যাচেই ৩৮টি করে ছয় হয়েছিল। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
এছাড়া আইপিএলের ইতিহাসে একটি ইনিংসে সর্বাধিক ছয় মারার রেকর্ডও হল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে। কেকেআরের বিরুদ্ধে পঞ্জাবের ব্যাটাররা মোট ২৪টি ছয় মারেন। (Photo Courtesy- IPL X)
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।
আইপিএলের ইতিহাসে কোনও ম্যাচে দুই ইনিংস মিলিয়ে সর্বাধিক রানের নিরিখে কেকেআর বনাম পঞ্জাব ম্যাচ জায়গা করে নিল তৃতীয় স্থানে। শুক্রবার ইডেনে হয় মোট ৫২৩ রান। এর আগে হায়দরাবাদ-মুম্বই ম্যাচেও হয়েছিল ৫২৩ রান। ৫৪৯ রান করে প্রথমে রয়েছে আরসিবি বনাম হায়দরাবাদ ম্যাচ।

Punjab Kings Create World Record: টি-২০ ক্রিকেটে নয়া ইতিহাস তৈরি করল পঞ্জাব কিংস, গড়ল দুই বিশ্বরেকর্ড

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তা আরও একবার প্রমাণিত হল শক্রবারের ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে। কেকেআর যখন প্রথমে ব্যাট করে ২৬১ রান করে কেউ ভাবতেও পারেনি এই ম্যাচ হারতে পারে নাইটরা। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
সেই অসাধ্য সাধন করে দেখাল পঞ্জাব কিংস। ৮ বল বাকি থাকতেই সহজেই পাহাড় প্রমাণ রান তাড়া করে জিতল প্রীতি জিন্টার দল। সৌজন্যে জনি বেয়ারস্টো, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, প্রভসিমরন সিংদের বিধ্বংসী ব্যাটিং। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
কেকেআরের ২৬২ রান তাড়া করে জিতে দুটি বড় রেকর্ড গড়ল পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি রান তাড়া করে ম্য়াচ জেতার রেকর্ড নিজেদের নামে করল পঞ্জাব। এর আগে এই রেকর্ড ছিল রাজস্থান রয়্যালসের। ২০২০ সালে পঞ্জাবের বিরুদ্ধেই ২২৪ রান তাড়া করে জিতেছিল রাজস্থান। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
শুধু আইপিলের ইতিহাসেই নয়, টি২০ ক্রিকেটের ইতিহাসেও পঞ্জাব কিংস সবথেকে বড় রান তাড়া করে জিতল। এর আগে ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল। পঞ্জান কিংস জিতল ২৬১ তাড়া করে। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)
প্রসঙ্গত, পঞ্জাব কিংসের এই ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা নেন জনি বেয়ারস্টো। শতরান করেন তিনি। ৪৮ বলে ১০৮ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ২৮ বলে ৬৮ রান করেন শশাঙ্ক সিং ও ২০ বলে ৫৪ রান করেন প্রভসিমরন সিং। (Photo Courtesy- IPL X)

আইপিএল জমজমাট! লড়াইয়ে ফিরছে আরও এক দল, এই নিয়ে চার নম্বর জয়

মুল্লানপুর : লড়াইয়ে ফিরছে গুজরাত টাইটান্স। লো স্কোরিং ম্যাচে পঞ্জাব কিংসকে ৩ উইকেটে হারিয়ে দিল তারা। এবারের আইপিলে এটা তাদের চতুর্থ জয়।

এদিন ১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৬  রান করে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটান্স। গুজরাতের ৮ ম্যাচে ৮ পয়েন্ট রয়েছে। ৮ ম্যাচে পঞ্জাব কিংসের এটি ষষ্ঠ পরাজয়।

এই জয়ের ফলে গুজরাত টাইটান্স পয়েন্ট টেবিলের অষ্টম স্থান থেকে সোজা চলে গিয়েছে ৬ষ্ঠ স্থানে। রাহুল তেওয়াটিয়া এই ম্যাচে ওয়ান ম্যান আর্মির মতো খেলেন।

আরও পড়ুন- KKR: আরসিবির বিরুদ্ধে ১ রানে রুদ্ধশ্বাস জয় কেকেআরের, আইপিএল থেকে বিদায় কোহলিদের

তিনি এদিন প্রায় একা হাতেই খেলা ঘুরিয়ে দিলেন। তেওয়াটিয়া ১৮ বলে অপরাজিত ৩৬ রান করেন। তিনি গুজরাতকে চার উইকেটে জয়ের পথে নিয়ে যান।

১৪৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিলের ওপেনিং জুটি থেকে ভরাস পায় গুজরাত টাইটান্স। দুজনেই প্রথম উইকেটে ৬৬ রানের জুটি গড়েন।

ঋদ্ধিমান সাহা ১৩ রান করে আউট হন এবং অধিনায়ক গিল ২৯ বলে ৩৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন। সাহা আশুতোষ শর্মার হাতে আরশদীপ সিংকে ক্যাচ দিয়েছিলেন। গিল কাগিসো রাবাদার ওভারে লিয়াম লিভিংস্টোনের হাতে ক্যাচ দিয়েছিলেন।

আরও পড়ুন- ধোনিকে মনের কথা লিখলেন সতীর্থের অভিনেত্রী স্ত্রী, মুহূর্তে ভাইরাল হল চিঠি! দেখুন

এই মরসুমে পাওয়ারপ্লেতে সবচেয়ে খারাপ খেলতে থাকা পঞ্জাব কিংস এদিনও ধীরে শুরু করে। এর পর নিয়মিত উইকেট হারাতে থাকায় তারা ১৪২ রানে ইনিংস শেষ করে।

Rohit Sharma: আইপিএল কেরিয়ারের মাইলস্টোন ম্যাচ, একাধিক রেকর্ড গড়ে স্মরণীয় করে রাখলেন রোহিত শর্মা

বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ রানে ম্যাচ জিতে মরশুমের তৃতীয় জয় পেল রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা।
বৃহস্পতিবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ৯ রানে ম্যাচ জিতে মরশুমের তৃতীয় জয় পেল রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরাহরা।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে নিজের আইপিএল কেরিয়ারে ২৫০তম ম্যাচ খেললেন রোহিত শর্মা। মাইলস্টোন ম্যাচে ব্যাটিংয়ে ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন হিটম্যান।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নেমে নিজের আইপিএল কেরিয়ারে ২৫০তম ম্যাচ খেললেন রোহিত শর্মা। মাইলস্টোন ম্যাচে ব্যাটিংয়ে ২৫ বলে ৩৬ রানের ইনিংস খেলেন হিটম্যান।
একইসঙ্গে মাইলস্টোন ম্যাচে একাধিক রেকর্ড গড়েন রোহিত শর্মা। আইপিএলে ৬৫০০ রান করলেন হিটম্যান। বিরাট কোহলি, শিখর ধওয়ান, ডেভিড ওয়ার্নারের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন রোহিত।
একইসঙ্গে মাইলস্টোন ম্যাচে একাধিক রেকর্ড গড়েন রোহিত শর্মা। আইপিএলে ৬৫০০ রান করলেন হিটম্যান। বিরাট কোহলি, শিখর ধওয়ান, ডেভিড ওয়ার্নারের পর তৃতীয় ক্রিকেটার হিসেবে এই মাইলস্টোন ছুঁলেন রোহিত।
আইপিএলে ২৫০টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। এই তালিকায় ২৫৬টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। রবিবার ইডেনে আরসিবির হয়ে দীনেশ কার্তিক নামলে তাঁর ২৫০ তম  ম্যাচ হবে।
আইপিএলে ২৫০টি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন রোহিত শর্মা। এই তালিকায় ২৫৬টি ম্যাচ খেলে শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনি। রবিবার ইডেনে আরসিবির হয়ে দীনেশ কার্তিক নামলে তাঁর ২৫০ তম ম্যাচ হবে।
২৫০তম আইপিএল ম্যাচে সেঞ্চুরি না করতে পারলেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২২৪টি ছয় মারার রেকর্ড গড়েছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে আইপিএলে বেশি ছয় এখন রোহিতের দখলে।
২৫০তম আইপিএল ম্যাচে সেঞ্চুরি না করতে পারলেও মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে ২২৪টি ছয় মারার রেকর্ড গড়েছেন রোহিত। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবচেয়ে আইপিএলে বেশি ছয় এখন রোহিতের দখলে।

MI vs PBKS: বিফলে গেল শশাঙ্ক-আশুতোষের লড়াই, পঞ্জাবকে ৯ রানে হারিয়ে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই

সিএসকে ম্যাচের ধাক্কা কাটিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে হার্দিক পাণ্ডিয়ার দল। মুম্বইয়ের হয়ে সর্বোচ্চ ৭৮ রান করে সূর্যকুমার যাদব। রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যের সম্মুখীন হয় পঞ্জাব। সেখান থেকে শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে পঞ্জাব ম্যাচে ফিরলেও শেষ রক্ষা হয়নি।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব। শুরুটা ভাল হয়নি মুম্বই ইন্ডিয়ান্সের। ইশান কিশান ৮ করে আউট হন। এরপর রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের ব্যাটে ম্যাচে ফেরে মুম্বই। আক্রমণাত্মক ব্যাটিং করে দুজনে অর্ধশতরানের পার্টনারশিপ করেন। রোহিত শর্মা ফেরেন ৩৬ রান করে। তবে নিজের মারকাটারি ব্যাটিং জারি রাখেন সূর্যকুমার যাদব। অর্ধশতরান করেন স্কাই।

তিলক বর্মা ও সূর্যকুমার যাদব ৪৯ রানের পার্টনারশিপ করেন। ৫৩ বলে ৭৮ রান করে আউট হন সূর্যকুমার যাদব। এরপর একদিক থেকে তিল বর্মা বিধ্বংসী মেজাজে ব্যাটিং করে ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। শেষের দিকে হার্দিক পান্ডিয়া ১০, টিম ডেভিড ১৪ ও রোমারিও শেফার্ড ১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯২ রান করে মুম্বই ইন্ডিয়ান্স।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব কিংস। ১৪ রানের মধ্যে ৪ উইকেট পড়ে পঞ্জাবের। দলের ৫০ রানের আগে পঞ্জাবের অর্ধেক টিম সাজঘরে ফেরত চলে যায়। স্যাম কুরান, প্রভসিমরন সিং, রিলে রসু, লিয়াম লিভিংস্টোন, হরপ্রীত সিং ভাটিয়া, জিতেশ শর্মা কেউ বড় রান পাননি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ম্যাচ হারা পঞ্জাব ধরে নিয়েছিল শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুনঃ KKR News: হারের পরই বিস্ফোরক গম্ভীর, বদল চাইছেন কেকেআর মেন্টর! জানুন বিস্তারিত

এরপর শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মার ব্যাটে ভর করে ম্যাচে ফেরে পঞ্জাব। ২৫ বলে ৪১ রানের ইনিংস খেলেন শশাঙ্ক সিং। ৩টি ছয় ও ২টি চার মারেন তিনি। এরপর আশুতোষ শর্মা একার হাতে টানেন দলকে। বিধ্বংসী ইনিংস খেলে নিজের অর্ধশতরান পূরণ করেন। তাকে সঙ্গ দেন হরপ্রীত ব্রার। কিন্তু আশুতোষ শর্মা ২৮ বলে ৬১ রান করে আউট হতেই পঞ্জাবের সব আশা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত ১৮৩ রানে অলআউট হয়ে যায় পঞ্জাব। ৯ রানে ম্যাচ জেতে মুম্বই।

SRH vs PBKS: শেষ ওভারে বাকি ছিল ২৯ রান! ২ রানে ম্যাচ হারল পঞ্জাব, রুদ্ধশ্বাস জয় হায়দরাবাদের

পঞ্জাব: রুদ্ধশ্বাস ম্যাচে পঞ্জাব কিংসকে দুই রানে হারিয়ে মরশুমের তৃতীয় জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। প্রথমে ব্যাট করে ১৮২ রান করে হায়দরাবাদ। সর্বোচ্চ ৬৪ রান করেন নীতিশ কুমার রেড্ডি। জবাবে ১৮০ রানে থামে পঞ্জাব কিংস। পঞ্জাবের গত ম্যাচের জয়ের নায়ক শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা মিলে হারা ম্যাচ জেতানোর চেষ্টা করলেও তীরে এসে তরী ডোবে পঞ্জাবের।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দরাবাদ। তারকা ব্যাটাররা কেউ রান না পেলেও একা লড়াই করেন নীতিশ কুমার রেড্ডি। ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলে একা দলকে টানেন তিনি। এছাড়া ২৫ করেন আবদুল সামাদ। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন অর্শদীপ সিং।

রান তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসেরও। ২০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় পঞ্জাব। সেখান থেকে কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করেন স্যাম কুরান ও সিকন্দর রাজা। কুরান ২৯ ও রাজা ২৮ রান করেন । শেষের দিকে পঞ্জাবকে হারা ম্যাচ জয়ের দোরগোড়ায় নিয়ে এসেও শেষ রক্ষা করতে পারেননি শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

শেষ ওভারে পঞ্জাবের জয়ের জন্য দরকার ছিল ২৯ রান। আরেকটির জন্য দ্বিতীয় রিঙ্কু সিং হতে পারলেন না আশুতোষ শর্মা বা শশাঙ্ক সিং। শেষ ওভারে জয়দেব উনাদকাটের ওভারে ২৬ রান নেন দুই তরুণ তারকা। ২ রানে ম্যাচ জেতে সানরাইজার্স হায়দরাবাদ। ২৫ বলে ৪৬ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং ও ১৫ বলে ৩৩ রান করে অপরাজিত থাকেন আশুতোষ শর্মা।

SRH vs PBKS: অর্শদীপের ৪ শিকার, একা লড়াই করলেন নীতিশ, পঞ্জাবকে ১৮৩ টার্গেট দিল হায়দরাবাদ

পঞ্জাব: ফের ধারাবাহিকতার অভাব সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং লাইনে। তারকা খোচিত ব্যাটাররা সকলেই যেখানে ব্যর্থ সেখানে একা কুম্ভ হয়ে লড়াই করে দলের মান বাঁচান নীতিশ কুমার রেড্ডি। খেলেন ৬৪ রানের লড়াকু ইনিংস। যা সকলের কুর্নিশ আদায় করে নেয়। শেষ পর্যন্ত ২০ ওভারে পঞ্জাবকে ১৮৩ রানের টার্গেট দেয় সানরাইজার্স। ব্যাটিংয়ে নীতিশ কুমার রেড্ডির পাশাপাশি বোলিংয়ে ৪ উইকেট নিয়ে নজর অর্শদীপ সিং।

ম্যাচে টস জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংস অধিনায়ক শিখর ধওয়ান। এদিন ইনিংসের শুরু থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সানরাইজার্স হায়দর্বাদ। ট্রেভিস হেড,অভিষেক শর্মা থেকে শুরু করে এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হেনরিক ক্লাসেনরা কেউ রান পাননি এদিন। লাগাতার উইকেট হারানোয় চাপে পড়ে যায় গোটা দল।

তাবড় তাবড়া তারকা ব্যাটাররা যেখানে ব্যর্থ সেখানে একা লড়াই চালিয়ে যান নীতিশ কুমার রেড্ডি। উইকেটে টিকে থাকার পাশাপাশি দ্রুত গতিতে রানও তোলেন তিনি। বেশ কিছু অনবদ্য শট খেলেন তরুণ ব্যাটার। নিজের অর্ধশতরানও পূরণ করেন তিনি। শেষ পর্যন্ত ৩৭ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেলার পর সাজঘরে ফেরেন রেড্ডি। ৫টি ছয় ও ৪টি চারে সাজানো তাঁর ইনিংস।

আরও পড়ুনঃ T20 World Cup 2024, Team India Squad: টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে বাদ একাধিক মহাতারকা? স্কোয়াডে অনেক চমক! জেনে নিন বিস্তারিত

নীতিশ কুমার রেড্ডির লড়াকু ইনিংসে ভর করেই লড়াই করার মত স্কোরে পৌছায় সানরাইজার্স হায়দরাবাদ। এছাড়া আবদুল সামাদ করেন ২৫ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান করে হায়দরাবাদ। পঞ্জাব কিংসের অর্শদীপ সিং ৪টি, স্যাম কুরান ২টি, হার্শল প্যাটেল ২টি ও কাগিসো রাবাডা ১টি উইকেট নেন।

IPL 2024 GT vs PBKS: গুজরাতের জয়ের গ্রাস ছিনিয়ে নিলেন শশাঙ্ক সিং! ৩ উইকেটে রুদ্ধশ্বাস জয় পঞ্জাবের

আহমেদাবাদ: আহমেদাবাদে গুজরাত টাইটান্সের ঘরের মাঠে রুদ্ধশ্বাস লাস্ট ওভার থ্রিলারে দুরন্ত জয় পেল পঞ্জাব কিংস। পরপর ২ ম্যাচ হারের পর জয়ে ফিরল প্রীতি জিন্টার দল। গুজরাতের জেতা ম্যাচ শেষ কয়েক ওভারে ছিনিয়ে নিয়ে পঞ্জাবের জয়ের নায়ক শশাঙ্ক সিং। ২০০ রান তাড়া করতে নেমে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব কিংস।

ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। শুরুটা ভাল না হলেও দুরন্ত ব্যাটিং করেন শুভমান গিল। অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত কার্যত একার কাঁধ দলকে টানেন গিল। শুভমান গিলকে কিছুটা সঙ্গ দেন কেন উইলিয়ামসন , সাই সুদর্শন, রাহুল তেওয়াটিয়া। তিন জন ২৬, ৩৩ ও ২৩ রান করেন।

অপরদিকে, ওপেনিং থেকে শেষ পর্যন্ত নিজের মারকাটারি ব্যাটিং চালিয়ে যান গুজরাত টাইটান্স অধিনায়ক। ৪৮ বল ৮৯ রানের অনবদ্য ইনিংস খেলেন শুভমান গিল। ৬টি চার ও ৪টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। অপরাজিত থাকন শুভমান গিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৯ রানের বড় স্কোর করে গুজরাত টাইটান্স।

২০০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি পঞ্জাব কিংসের। নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে শিখর ধওয়ানের দল। মাঝে জনি বেয়ারস্টো ও প্রভসিমরন সিং কিছুটা লড়াই দেওয়ার চেষ্টা করলেও বড় স্কোর করতে পারেননি। বেয়ারস্টো ২২ ও প্রভসিমরন সিং ৩৫ রান করে আউট হন। রান পাননি ধওয়ান, স্যাম কুরান ও সিকন্দর রাজারা।

আরও পড়ুনঃ KKR News: কোন কেকেআর প্লেয়ারের বাবা-মা দুজনই ভারতের হয়ে খেলেছেন? উত্তর দিতে ব্যর্থ অনেকেই

একটা সময় মনে হচ্ছিল পঞ্জাবের হাত থেকে ম্যাচ বেরিয়ে যাচ্ছে। তখনও খেলার রং বদলে দেন লোয়ার অর্ডারের দুই ব্যাটার শশাঙ্ক সিং ও ইমপ্যাক্ট প্লোর আশুতোষ শর্মা। দুজন মিলে মারকাটারি ব্যাটিং করে গুজরাতের জয়ের গ্রাস কেড়ে নেয়। অর্ধশতরান করেন শশাঙ্ক। আশুতোষ ১৭ বলে ৩১ করে আউট হলেও ম্যচ ফিনিশ করেন শশাঙ্ক। শেষ ওভারে ১ বল বাকি থাকতে ম্যাচ জেতে পঞ্জাব। ২৯ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন শশাঙ্ক সিং।

IPL 2024 RCB vs PBKS: একা লড়াই করলেন ধওয়ান, ঘরের মাঠে পঞ্জাবকে ১৭৬ রানে আটকে রাখল আরসিবি

বেঙ্গালুরু: প্রথম ম্যাচ হারের পর ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে  বোলিং পারফরম্যান্সে নজর কাড়ল আরসিবি। চিন্নাস্বামীতে সাধারণত হাইস্কোরিং গেম হয়ে থাকে। সেখানে পঞ্জাব কিংসকে মাত্র ১৭৬ রানে বেঁধে রাখল মহম্মদ সিরাজ, আলজারি জোসেফ, গ্লেন ম্যাক্সওয়েলরা। পঞ্জাবের হয়ে সর্বোচ্চ ৪৫ রানের ইনিংস খেললেন অধিনায়ক শিখর ধওয়ান।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

এদিন ম্যাচে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন আরসিবি অধিনায়য়ক ফাফ ডুপ্লেসি। শুরুটা ভাল হয়নি পঞ্জাবের। ৮ রান করে আউট হন জনি বেয়ারস্টো। তবে দ্বিতীয় উইকেটে ৫৫ রানের পার্টনারশিপ গড়েন শিখর ধওয়ান ও প্রভসিমরন সিং। ২৫ রান করে আউট হন প্রভসিমর। এরপর নিয়মিত ব্যবধানে কয়েকটি উইকেট হারায় পঞ্জাব। লিভিংস্টোন ১৭ রান করে আউট হন। সেট হয়েও ৪৫ রানে আউট হন ধওয়ান।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

৯৮ রানে ৪ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পঞ্জাব। সেখান থেকে কিছুটা দলের ইনিংসের রাশ ধরেন স্যাম কুরান ও জিতেশ শর্মা। দুজন মিলে ৫২ রান জুটিতে যোগ করেন। স্যাম কুরান ২৩ ও জিতেশ শর্মা ২৭ রান করে আউট হন। শেষের দিকে শশাঙ্ক সিং ৮ বলে ২১ রান করে দলকে লড়াই করার মত জায়গায় নিয়ে যান। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে পঞ্জাব। আরসিবির হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন মহম্মদ সিরাজ ও গ্লেন ম্যাক্সওয়েল।