২০১২ সালের সঙ্গে এবারের কেকেআরের অনেক মিল। সেই মিল দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। কারণ, সেই হিসেব বলছে, কেকেআর এবার চ্যাম্পিয়ন!

ফিরল সেই ‘পুরনো’ কেকেআর! প্লে-অফে শাহরুখের দল, এবারই নাইটদের আসল চিন্তা

কলকাতা: এই নিয়ে চলতি মরশুমে ২ বার মুম্বই ইন্ডিয়ান্সকে হারাল কেকেআর। প্রথমবার মুম্বইয়ের ঘরের মাঠে, আর এদিন ইডেনে। সেইসঙ্গে এবারের আইপিএলে প্লে-অফে জায়গাও পাকা করে ফেলল বলিউড কিং শাহরুখ খানের দল।

মুম্বইয়ের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে কেকেআর তুলেছিল ১৫৭ রান। ৭ উইকেটে। এদিন বৃষ্টির জন্য ম্যাচ হয় ১৬ ওভারে। মুম্বই শেষ পর্যন্ত ১৩৯ রান তুলতে পারে। আট উইকেটে। সেইসঙ্গে প্লে-অফের টিকিট পাকা করে ফেলল কেকেআর। তবে এবারই আসল চিন্তা। কারণ শোনা যাচ্ছে, আন্দ্রে রাসেলকে আর পাবে না কেকেআর। তিনি বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরবেন

আইপিএলের ৬০তম ম্যাচেও খাতা খুলতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার সুনীল নারিন। মুম্বই ইন্ডিয়ান্সের ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ প্রথম বলেই নারিনকে বোল্ড করেন।

আরও পড়ুন- সেঞ্চুরির পরেই আইপিএলে শাস্তির কোপে শুভমন, চেন্নাইয়ের বিরুদ্ধে কী করেছেন গিল?

নারিন টি-টোয়েন্টি ক্রিকেটে ৪৪তম বার ব্যক্তিগত স্কোর শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সুনীল নারিনের নামের পাশে।

ইংল্যান্ডের প্রাক্তন ওপেনার অ্যালেক্স হেলসকে পিছনে ফেলেছেন নারিন।  তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে মোট ৪৩ বার শূন্য রানে আউট হয়েছিলেন। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন কেকেআরের তারকা অলরাউন্ডার।

কেকেআরের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে জসপ্রিত বুমরাহের বলে বোল্ড হন বাঁহাতি ওপেনার সুনীল নারিন। বুমরাহের বল বুঝতে ভুল করেন নারিন। অনেকে বলছেন, এদিন আইপিএলের সেরা ডেলিভারি করেন বুমরপাহ।

আরও পড়ুন- বইবে ঝোড়ো হাওয়া, বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টির দাপট, KKR ম্যাচে কোন অশনি সংকেত

আইপিএলে এই নিয়ে ১৬ বার শূন্য রানে আউট হলেন নারিন। তিনি পীযূষ চাওলার সাথে যৌথভাবে দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় যৌথভাবে এক নম্বরে রয়েছেন দীনেশ কার্তিক, গ্লেন ম্যাক্সওয়েল ও রোহিত শর্মা।