IPL 2024 MI vs GT: ছন্নছাড়া গুজরাত টাইটান্সের ব্যাটিং, জয়ের জন্য মুম্বই ইন্ডিয়ান্সের টার্গেট ১৬৯

গত ২ বারের অধিনায়ক এখন প্রতিপক্ষের দলের নেতা। ফলে নিজের পুরনো দলকে হাতের তালুর মতন চেনেন তিনি। সেই হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কিছুটা ছন্নছাড়া দেখাল গুজরাত টাইটান্সকে। আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেকে ব্য়াট হাতে ৩১ রান করলেন গিল। গুজরাতের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন সাই সুদর্শন। ২০ ওভারে ১৬৯ রান করল গুজরাত টাইটান্স।

আইপিএল পয়েন্ট টেবিল ২০২৪ | IPL 2024 Points Table

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। অধিনায়ক হার্দিকের সিদ্ধান্তকে অনেকটাই সঠিক প্রমাণ করেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি গুজরাত টাইটান্স ব্যাটাররা। সবথেকে বড় পার্টনারশিপ করেন সাই সুদর্শন ও আজমতউল্লাহ ওমরজাই। চতুর্থ উইকেটে ৪০ রান যোগ করেন তারা।

আইপিএল ২০২৪ পার্পল ক্যাপ | IPL 2024 Purple Cap

আইপিএল ২০২৪ অরেঞ্জ ক্যাপ | IPL 2024 Orange Cap

আইপিএল ২০২৪ ফলাফল | IPL 2024 Live Results

এছাড়া ওপেনি জুটিতে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল ৩১ রানের পার্টনারশিপ করেন। এরপর গিল ও সাই সুদর্শন মিলে ৩৩ রানের জুটি গড়েন। ঋদ্ধিমান সাহা ১৯, শুভমান গিল ৩১, সাই সুদর্শন ৪৫, আজমাতউল্লাহ ওমরজাই ১৭ রান করেন। শেষের দিকে ১৫ বলে ২২ রানের ঝোড়ো ইনিংস খেলেন রাহুল তেওয়াটিয়া।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে গুজরাত টাইটান্স। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে বেশি ৩ উইকেট নেন অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহ। এছাড়া ২টি উইকেট নেন জেরাল্ট কোয়েটজে ও একটি উইকেট নেন পীযূষ চাওলা।