অনেক আশা করে নিলামের অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচল স্টার্ককে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিয়েছিল কেকেআর। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের রেকর্ডও গড়েন স্টার্ক।

KKR News: কেকেআরে যোগ দিলেন প্রায় ২৫ কোটির ক্রিকেটার, দামের মতই আগুন ঝরাতে প্রস্তুত স্টার্ক

কলকাতা: ১৫ মার্চ থেকে ইডেন গার্ডেন্সে শুরু হয়েছে কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি শিবির। রাসেল, নারিন, ফিল সল্ট থেকে যোগ দিয়েছন একে একে একাধিক বিদেশী তারকারা। শুধু অপেক্ষা ছিল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ারের। অবশেষে ঘটল অপেক্ষার অবসান। রবিবার রাতে কেকেআর শিবিরে যোগ দিলেন অজি স্পিড স্টার মিচেল স্টার্ক।

আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছিল অস্ট্রেলিয়ার তারকা পেসার মিচেল স্টার্ক। বাঁ হাতি তারকা পেসার দীর্ধ দড়ি টানাটানির পর ২৪ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। রবিবার রাতে কলকাতায় পৌছানোর পর কেকেআরের তরফ থেকে তাঁকে উত্তরীয় পরিয়ে তাঁকে স্বাগত জানানো হয়। কেকেআরের তরফে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করা হয়।

কেকেআর মেন্টর গৌতমগম্ভীর এর আগেই এবারের কেকেআর দলে স্টার্কই এক্স ফ্যাক্টর বলে জানয়ে দিয়েছেন। গম্ভীর বলেছেন,?কলকাতা নাইট রাইডার্স দলের জন্য এক্স-ফ্যাক্টর হতে চলেছেন মিচেল স্টার্ক। আমি শুধু আশা করি অস্ট্রেলিয়া হয়ে ও যে ভাবে বল করে, কলকাতার হয়েও সেটা করুক। এর বাইরে বেশি কিছু করার দরকার নেই।? একইসঙ্গে এত টাকায় বিক্রি হওয়ায় স্টার্কের উপর বাড়তি কোনও চাপ থাকবে বলেও মনে করেন না গৌতম গম্ভীর।

আরও পড়ুনঃ WPL 2024 Champion RCB: মহিলা আইপিএল জিতে কত টাকা পেল আরসিবি, দিল্লির ভাগ্যে জুটল কত, জেনে নিন বিস্তারিত

প্রসঙ্গত, ২০১৫ সালে শেষবার আইপিএল খেলেছিলেন মিচেল স্টার্ক। আরসিবির হয়ে ২টি মরশুম খেলে ৩৪ উইকেট নিয়েছিলেন অসি পেসার। এর আগে ২০১৮ সালেও স্টার্ককে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু সেবার খেলতে পারেননি তিনি। এবার কেকেআরের হয়ে নিজের সেরাটা দিতে মুখিয়ে রয়েছে অজি পেসার।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা